ভাইয়া, এখনকার সময়টাই হয়তো এরকম ঘরে ঘরে দুই একজনের শুনছি ফুড পয়জনিং হচ্ছে। আর তাই হয়তো আপনার গ্রামের আত্মীয়ের ছোট বাচ্চাটিও ফুড পয়জনিংয়ে ভুগছে। ভাইয়া একটা কথা কি মানুষ তার কাছেই যায়, যার কাছে আশ্রয় পায়। সবাই কিন্তু সবার উপকার করে না। যারা উপকার করে মানুষ তাদেরই খুঁজে বের করে। সে ক্ষেত্রে হয়তো আপনার পরোপকারী মনটাকে অনেকেই বুঝতে পেরেছে। যার কারণে গ্রামের কেউ অসুস্থ হলে আপনার কাছে আসে। আর আপনার তরফ থেকে আপনিও যথাসাধ্য চেষ্টা করেন সেই সব আত্মীয়-স্বজনের পাশে থেকে সাহায্য করার জন্য। আর হ্যাঁ ভাইয়া, সরকারি হাসপাতালগুলোর সেবার মান আমাদের সকলেরই জানা আছে। তাই চাইবো, এই সরকারি হাসপাতালগুলোর সেবার মান উন্নয়ন ঘটুক।
আসলে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে তো, যার কারণে মূলত এমন সমস্যাগুলো প্রায়ই হচ্ছে।