ভাইয়া,অভ্র দুটো পরিবার মিলে একমাত্র নাতি তাহলে সে মাথায় উঠে নাচবে না তো কে নাচবে?অভ্রর অনেকগুলো পারদর্শিতার কথা আপনার পোস্ট পড়ে জানতে পারলাম, সেই সাথে ওর আঁকা অংকন গুলো দেখে নিলাম। মামা ভাগ্নে মিলে রং পেন্সিল কিনতে গিয়ে বিকেল বেলায় খেলার মাঠে বেশ সুন্দর সময় উপভোগ করেছেন। আর সেই উপভোগ্য সময় টুকু খুব সুন্দর বর্ণনা করে আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনার ও আপনার ভাগ্নের জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।
হাহাহাহা, বেশ বলেছেন ভাই। দোয়া করবেন ভাই। ভাগ্নে যেন ভালো মানুষ হয়ে উঠতে পারে। অনেক ভালোবাসা রইলো।