হঠাৎ দেখা, গল্পটির প্রথম পর্ব আমি পড়েছিলাম। আজ আবার দ্বিতীয় পর্বটির সৌভাগ্য হল। যাক অবশেষে আবারো হলুদের প্রোগ্রামে নীলিমার সাথে ওই ছেলেটির দেখা হয়ে গেল। এবং শেষ পর্যন্ত ওই ছেলেটি কিভাবে যেন নীলিমার ফোন নম্বরও নিয়েছে। এভাবে তাদের হঠাৎ দেখা ধীরে ধীরে সামনে অগ্রসর হচ্ছে, দেখা যাক পরবর্তী পর্বে নীলিমা ও ওই ছেলেটির জন্য কি অপেক্ষা করছে। আপনার সুন্দর গল্পটির জন্য অনেক অনেক ধন্যবাদ।