You are viewing a single comment's thread from:

RE: সুলতান ডাইনসে আমাদের অতর্কিত হালমা 😉😍

in আমার বাংলা ব্লগlast year

ভাই, বেশ ভালই বুদ্ধি করেছেন দেখছি, মন ভাল করার এত সুন্দর একটি পদ্ধতি আপনার পোষ্ট দেখে শিখে নিলাম। জমপেশ খাওয়া-দাওয়া হলে সবকিছুই দেখি নরমাল হয়ে যায়। এত সুন্দর বুদ্ধি পরবর্তী সময়ে আমারও কাজে লাগবে। যাই হোক, আপনারা তিন বন্ধু মিলে সুলতান ডাইনসে অতর্কিত হামলা করে বেশতো পেট পুরে খেয়েছেন। পরিমাণে এতটাই বেশি ছিল যে শেষ পর্যন্ত পুরো খাবারটি খেতেই পারেননি। এই অবস্থায় আমাকে একটু ডেকে নিলে পারতেন, আমি না হয় সব খাবার সাবার করে দিয়ে আসতাম। হাহাহাহা মজা করলাম আর কি! সুলতান ডাইনসে তিন বন্ধুর খাওয়া ও মন ভালো হয়ে যাওয়া নিয়ে দারুণ লিখেছেন ভাই। শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Sort:  
 last year 

ভাই একদিন আমরাও একসাথে এভাবে খাব আর আড্ডা দেব জমিয়ে। বলা যায় নাহ্ খুব তাড়াতাড়িই হয়তো এমন দিন আসতে পারে। দোয়া করবেন ভাই। অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70700.78
ETH 3798.19
USDT 1.00
SBD 3.43