ভাই একদম ঠিক কথাই বলেছেন, বাবা মা পরিবার যেন পৃথিবীতে পাওয়া শ্রেষ্ঠ উপহার। আর তাই হয়তো বাবা-মা পরিবার ছেড়ে দূরে থাকতে গেলে মনটা বড়ই বেসামাল হয়ে ওঠে। বাবা-মা পরিবার থেকে আলাদা থাকা সত্যিই অনেক কষ্টের ব্যাপার। কিন্তু সময় তার নিজস্ব গতিতে চলে। এই সময়ের গতিতে চলতে গিয়ে মানুষ পরিবর্তন হয়ে যায়। তবে ভাইয়া বাড়ির বাইরে থাকার কারণে আপনি যখন বাড়িতে যান তখন নিজেকে অতিথি পাখি মনে করেন এটা ভাবতেও ভালো লাগে। আর সেই মুহূর্তে বাবা-মাও অনেক অনেক আদর যত্ন করে থাকে। এ বিষয়ে আমার বেশ ভালো অভিজ্ঞতা আছে। তাই আপনার লেখাগুলো আমার ভীষণ ভালো লেগেছে। সত্যিই ভাই, ছুটে চলেছে জীবন তার নিজস্ব গতিতে। ধন্যবাদ
অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনার মন্তব্য সব সময় নতুন ভাবে আমাকে উজ্জীবিত করে। অনেক ভালো থাকবেন ভাই। ভালোবাসা রইলো।