You are viewing a single comment's thread from:

RE: গত মাসের এপ্রিলের ১৮ তারিখ।। বিষন্নতায় মম ইনে কিছু সময়

ভাই মন খারাপ হওয়ার কারণে ছোট ভাইকে নিয়ে বাইকে করে ঘুরাঘুরি করতে করতে তবুও যখন মন ভালো হচ্ছিল না। ঠিক তখন ছোট ভাইয়ের কথা শুনে মম ইন এর ভেতরে প্রবেশ করলেন, ছোট্ট একটি কাজও সারা হলো সেই সাথে মনটাকে ভালো করে নিলেন। মম ইন এর ভেতরে পরিবেশটা এত সুন্দর সত্যি মন ভালো না হয়ে পারেই না। আপনার মাধ্যমে খুবই সুন্দর মনমুগ্ধকর পরিবেশে অসাধারণ একটি জায়গার সন্ধান পেয়ে গেলাম। কখনো বগুড়াতে গেলে মম ইন ঘুরে আসব। সত্যি ভাই জায়গাটা আমার কাছে ভীষণ রকম ভালো লেগেছে। আর আপনি খুবই চমৎকার করে ফটোগ্রাফি গুলো আমাদের দেখিয়ে দিয়েছেন। বিষন্নতায় মম ইনে কিছু সময় কাটানো মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

সবটা সুন্দর করে পড়ে এভাবে নিজের অনুভূতি ব্যক্ত করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই। ভালোবাসা রইলো।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.29
JST 0.036
BTC 103839.79
ETH 3528.60
USDT 1.00
SBD 0.56