You are viewing a single comment's thread from:

RE: গ্রাম ও শহরকে নিয়ে লেখা By-@salmanabir| ১০% লাজুক খ্যাঁক এর জন্য |

ভাই কি লিখলেন, এত সুন্দর বর্ণনা করে গ্রাম ও শহর কে নিয়ে লেখা অত্যন্ত চমৎকার হয়েছে। আপনার প্রত্যেকটি কথাই খুবই যুক্তিযুক্ত। একদম বাস্তব জীবনকে খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।১০ জন লোকের থাকার জায়গায় যদি ১৪ জন লোক থাকতে হয় সেখানে কি বিবৃতকর অবস্থা তা বেশ বুঝতে পারছি। আবার অন্যদিকে বাসের অবস্থা দেখে অফিসে যেতে যেতে বারোটা বাজা সত্যিই খুবই অস্বস্তিকর অবস্থার তৈরি হয়ে যায়। অন্যদিকে সবুজ শ্যামল ঘেরা গ্রাম, পাখির সুরেলা কন্ঠে ঘুম ভাঙ্গা, হাসনাহেনা ফুল গাছের ঘ্রাণ, বৈশাখী হাওয়া শরীরে লাগা, ফজরের নামাজ পড়ে পায়চারি করা সব মিলিয়ে খুবই মনমুগ্ধকর পরিবেশ এর সৃষ্টি করেছেন গ্রামকে নিয়ে। সত্যিই ভাই গ্রামের খোলামেলা আবহাওয়া এবং পরিবেশ সত্যিই অতুলনীয়। আমার বিশ্বাস শহরের প্রত্যেকটি মানুষ গ্রামকে ভীষণ ভালোবাসে। কিন্তু আপনার মতই জীবন ও জীবিকা নির্বাহর ক্ষেত্রে সকলেই বাধ্য হয়েই শহরে থেকে যাচ্ছে। যাইহোক ভাই, আর বিশেষ কিছু বলছি না আপনার সুন্দর উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

ভাই এতো দারুন মন্তব্য আমার খুবই ভালো লাগছে,মানুষ সব কাজে সাকসেস খুজে ঠিক আমিও তেমন।আপনার এই মন্তব্য পেয়ে আমার লেখা সাকসেস। ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.35
JST 0.034
BTC 115153.88
ETH 4546.23
SBD 0.86