You are viewing a single comment's thread from:

RE: দবির মিয়ার ঈদ। ১০% সাইফক্স।

দবির মিয়ার ঈদের গল্পটি পড়তে পড়তে খুবই বিষণ্ন হয়ে গিয়েছিলাম। যতই পড়ছিলাম ততোবারই ভাবছিলাম শেষ পর্যন্ত দবির মিয়ার ভাগ্যে কি কিছু জুটবে। পরে যখন গল্পটি পড়ে বুঝতে পারলাম কিছু সংখ্যক লোক এসে তাদের ঘরে উপহার দিয়ে গেছে এবং সেইসাথে বিভিন্ন ধরনের খাবার সামগ্রী, তখনই আমার মনের ভেতরে আনন্দ বয়ে গেছে। খুবই ভালো লেগেছে এই মুহূর্তটুকু পড়তে। কেননা দবির মিয়া রিলিফ আনার জন্য চৌধুরী বাড়িতে পড়ে গিয়ে যে পরিমান কষ্ট পেয়েছিল, আর বাড়ি ফিরতে ফিরতে অঝোরে কান্না করছিল তা সত্যিই বেদনা দায়ক। আর এই বেদনার অবসান ঘটেছিল কারো না কারো সাহায্যের মাধ্যমে। মানবতা এখনও নিঃশেষ হয়ে যায়নি। দবির মিয়ার মতো লোকের মুখে হাসি ফোটানোর জন্য কেউ না কেউ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভাইয়া,দবির মিয়ার ঘরে খাবার আসাতে সে যতটুকু আনন্দ পেয়েছিল, গল্পটি পড়ে আমিও ঠিক ততটুকুই আনন্দ পেয়েছি। এত সুন্দর একটি গল্প শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।

Sort:  
 2 years ago 

যদিও বাস্তবে এরকমটা খুবই কম হয়। তার পরেও মাঝেমাঝেই গল্পের সুখী সমাপ্তি দেখতে ইচ্ছে করে। সেজন্যই গল্পটা এভাবে শেষ করলাম। কিন্তু বাস্তবে দবির মিয়ারা অনাহারেই থেকে যায়।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 58139.39
ETH 2454.15
USDT 1.00
SBD 2.36