You are viewing a single comment's thread from:

RE: জোবেদা বেগম এর পথ চলা। ১০% সাইফক্স।

বাস্তব বড়ই কঠিন ভাইয়া। আর এই বাস্তবতার সম্মুখীন হতে হয়েছে জোবেদা বেগম কে। জোবেদা বেগম সচ্ছল পরিবারের সন্তান হয়েও তার বর্তমান দিনকাল কাটছে এখন বস্তিতে। তার বাবার ভুলের কারণে সন্তান হিসেবে জোবেদা বেগম কে এখন এই বাস্তবতার নির্মম পরিহাসের শিকার হতে হচ্ছে। মানুষের কাছে হাত পেতে কিছু চাওয়া, এটা কতটুকু লজ্জার তা শুধু জোবেদা বেগমই উপলব্ধি করতে পারছে। কিন্তু নিরুপায় হয়ে জোবেদা বেগম আবার সেই মানুষের কাছেই দু'হাত পেতে সাহায্য চাইছে। ভাইয়া আমি এরকম জোবেদার মত দুই একজনকে স্বচক্ষে দেখার অভিজ্ঞতা লাভ করেছি। পরিশেষে বলতে চাই এই বাস্তবতাকে মেনে নিয়ে জোবেদা বেগমকে সামনের দিকে এগিয়ে চলতে হচ্ছে। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Sort:  

আমাদের আসলে সকলেরই উচিত এই ধরনের লোকদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। তাহলে হয়তো এরা এই ধরনের অমানবিক পরিস্থিতি থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাবে। ধন্যবাদ আপনাকে গল্পটি মনোযোগ দিয়ে পড়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 111082.77
ETH 4290.09
SBD 0.83