You are viewing a single comment's thread from:
RE: "আমার বাংলা ব্লগ"প্রতিযোগিতা-১৬||ইউনিক সেমাই রেসিপি-সেমাই এর পুডিং।১০% লাজুক-শিয়াল এর জন্য।
আপু সেমাইয়ের পুডিং আমি বেশ কয়েকবার খেয়েছি। আর যতবারই খেয়েছি ততোবারই আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার বাসাতেও সেমাইয়ের পুডিং তৈরি করে খাওয়া হয়ে থাকে। আপনার তৈরি সেমাই পুডিংটি দেখেও আমার কাছে খুবই লোভনীয় মনে হচ্ছে। যেহেতু এই রেসিপিটি আমার আগে থেকেই চেনা তাই আমি এক বাক্যেই বলতে পারি আপনার তৈরি রেসিপি খেতে অনেক অনেক মজাদার হয়েছে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে প্রতিটি ধাপ তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ
আমি এর পূর্বে খাইনি সেমাইয়ের পুডিং । তবে এবার তৈরি করে খেয়েছি। তার পরে অবশ্য অনেক বার ডিমের পুডিং তৈরি করেও খাওয়া হয়েছে ।আমার কাছে খুব ভালো লাগে পুডিং খেতে।