You are viewing a single comment's thread from:

RE: পালংকি রেস্টুরেন্টে একদিন(১০% বেনিফিশিয়ারী shy fox এর জন্য)

আপু ইনানী বিচে গিয়ে পালংকি রেস্টুরেন্টে খুবই মনমুগ্ধকর পরিববেশে, দুপুরের খাওয়া দাওয়ার পর্বটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর একটি রেস্টুরেন্ট,যে রেস্টুরেন্ট এর বাইরে বসে সমুদ্র দেখা যায়, আবার এত অপরূপ সৌন্দর্যের মাঝে ঝকঝকে চকচকে রেস্টুরেন্টে বসে খাবার খেতে পারলে সময়টা খুব ভালই কেটে যায় তা বেশ বুঝতে পারছি। এছাড়াও পালংকি রেস্টুরেন্ট এর মেনু কার্ড টি সত্যিই অবাক করার মত। এত সুন্দর মন মাতানো নাম নিয়ে মেনু কার্ড টি যারা তৈরি করেছেন তাদের রুচির প্রশংসা করতে হয়। খুবই ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। ওদিকে এখনো যাওয়া হয়ে ওঠেনি। তবে ভবিষ্যতে কখনো ওদিকে গেলে পালংকি রেস্টুরেন্টে ওঠার খুবই চেষ্টা করব। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য আবারো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য।

Sort:  
 3 years ago 

ভাইয়া আমার পুরো পোস্টটি পড়ে এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ওই দিকে গেলে এই রেষ্টুরেন্টটিতে একবার যাবেন। খুব সুন্দর রেস্টুরেন্টটি।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.033
BTC 118744.55
ETH 4399.37
SBD 0.79