You are viewing a single comment's thread from:
RE: সততার পুরস্কার (প্রথম পর্ব)। ১০% সাইফক্স।
ভাইয়া, আপনার গল্প পড়তে পড়তে গল্পের মাঝে হারিয়ে গেছি। গল্পটা পড়ছিলাম আর উপলব্ধি করছিলাম মানুষের ভেতরে কত ধরনের অশান্তি বসবাস করে তা বাইরে থেকে কখনোই বোঝা যায় না। একজন পুলিশের এসআই হয়েও তার সংসারে অভাব-অনটন লেগেই আছে। সৎ পথে চলতে গেলে সৎ টাকায় জীবন যাপন করলে মানুষের বোধহয় এরকমই অসচ্ছল অবস্থা বহন করতে হয়। তবে ভাইয়া একটা কথা না বললেই নয়, দশজন ঘুষখোরের মাঝে একজন সৎ ব্যক্তি থাকলেও তাকেও ঘুষখোরের অপবাদ শুনতে হয় এই ব্যাপারটি খুবই দুঃখজনক। যাইহোক ভাইয়া, আপনার সততার পুরস্কার গল্পটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে,আর তাই পরবর্তী গল্পের অপেক্ষায় রইলাম। ভাল থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করছি।