You are viewing a single comment's thread from:

RE: নরেন কাকুর দোকানে || @shy-fox 10% beneficiary

ভাইয়া, আপনার লেখা গল্পগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আপনার লেখা বাস্তব জীবন কাহিনী তুলে ধরলেও আমার কাছে সেগুলো গল্পের মতো মনে হয়। মনে হচ্ছে আমি কোন লেখক এর গল্প পরছি আর সেই গল্পে মাঝে মধ্যে হারিয়ে যাচ্ছি। এত সুন্দর করে আপনার লেখাগুলোকে উপস্থাপন করেন যা হৃদয়ের এক কোণে জায়গা দখল করে বসে। ভাইয়া, আপনি একদম ঠিক কথাই বলেছেন, মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে। যদি তার সততা পরিশ্রম আর চিন্তা ভাবনা ঠিক থাকে তাহলে সাফল্যের চূড়ায় পৌঁছানো মানুষের পক্ষে সম্ভব। এটা কেউ বিশ্বাস না করলেও আপনি এটা ভীষণ বিশ্বাস করেন। আপনার এই কথাটুকু আমার হৃদয় ছুঁয়ে গেছে। কারণ আমিও বাস্তবে এরকম দুই একজন মানুষের সংস্পর্শে এসেছি যারা সততার পরিচয় দিয়ে ধৈর্য ও পরিশ্রম করে সাফল্য অর্জন করেছে। আবার অনেককেই দেখেছি ধৈর্য পরিশ্রম সততা সবকিছুকেই উপেক্ষা করে পথে বসে যেতে। যাইহোক ভাইয়া, নরেন কাকুর সাথে আপনার আত্মার মিল দেখে খুবই ভালো লাগলো। সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত এই নরেন কাকুর দোকানে আপনার যাতায়াত আছে এবং ভীষণ রকম সুসম্পর্ক বজায় রয়েছে। আর এই সম্পর্ক চিরদিন অটুট থাকুক এই কামনাই করছি। আপনার জন্য শুভকামনা রইল।

Sort:  
 2 years ago 

পাঠকের সন্তুষ্টি লেখকের আত্মতৃপ্তি । কৃতজ্ঞতাবোধ প্রকাশ করছি ভাই ।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.12
JST 0.025
BTC 52740.91
ETH 2362.72
USDT 1.00
SBD 2.09