RE: দিনশেষে আশার আলো (দ্বিতীয় পর্ব)। ১০% সাই ফক্স
ভাইয়া, প্রথমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার লেখা টি অত্যন্ত সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনার লেখা পড়তে পড়তে কখন যেন,আমি নিজের অজান্তেই গল্পের ভেতরে প্রবেশ করলাম বুঝতেই পারলাম না। মনে হচ্ছিল লেখাগুলো পড়ছিলাম আর চোখের সামনে সব ঘটনা গুলো দেখছিলাম। এত সুন্দর করে গল্পটি লিখলেন যা হৃদয়ের কিছুটা অংশ দখল করে নিল। আমার কাছে একটি জিনিস খুবই খারাপ লাগলো আর সেটি হচ্ছে, আরিফের পেটে তখন প্রচন্ড ক্ষুধা আর তাই সে কলা রুটি কিনে খাওয়ার জন্য বাইরে বেরিয়ে আসলো। কিন্তু হতাশার কথা হল এই, সে যে এলাকায় ঢুকেছে সেটি ধনী লোকের এলাকা সেখানে আরিফের মত ব্যক্তিদের এক কাপ চা খাওয়ার মতো কোন ব্যবস্থা নেই । সবকিছু সহ্য করা সম্ভব, কিন্তু কখনো পেটের ক্ষুধা কে দমিয়ে রাখা সম্ভব নয়। তাই আরিফের প্রতি আমার খুবই মায়া হল। যাইহোক ভাইয়া অসাধারন সুন্দর লেখার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং পরবর্তী পর্বের জন্য আপনার পোষ্টের অপেক্ষায় রইলাম। ভাল থাকবেন,সুস্থ থাকবেন এই প্রত্যাশা করছি।