মজাদার মসুরডাল দিয়ে সবজি রেসিপি ||১০% বেনিফিশিয়ারি shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago
"আজ রবিবার - ২৫শে বৈশাখ - ১৪২৯ বঙ্গাব্দ, ০৮মে-২০২২ সাল"

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_22-05-07_22-15-17-572.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি পোষ্ট নিয়ে। আজ আমি আপনাদের মাঝে মজাদার মসুর ডাল দিয়ে সবজি রেসিপি তৈরি করে দেখাবো। আমরা সকলেই জানি মসুর ডাল হচ্ছে কলাই জাতীয় শস্য। আর এই মসুর ডাল মানব দেহে প্রোটিনের চাহিদা পূরণ করে, এজন্য মসুর ডাল কে প্রোটিনের আধার বলা হয়ে থাকে। মসুরির ডাল সস্তা দরে পাওয়া যায় বলে সর্বস্তরের মানুষ এই ডাল কিনে খেতে পারে। আবার মসুর ডাল খেলে মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বেড়ে যায়। মসুর ডালের সাথে সবজি রেসিপি তৈরি করলে তার পুষ্টিগুণ আরো অনেকাংশেই বেড়ে যায়। তাই আমার কাছে এই রেসিপিটি পুষ্টিগুণে সমৃদ্ধ একটি রেসিপি বলে মনে হয়।

আমি আজ মসুর ডাল দিয়ে আলু, শসা, ও পটলের সমন্বয়ে যে রেসিপি তৈরি করেছি তা খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছে। যারা সবজি খেতে চান না তারা যদি মসুর ডালের সাথে এভাবে রেসিপি তৈরি করে খান, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই ভালো লাগবে। এই রেসিপিটি তৈরি করতে অনেক কয়টি ধাপ অতিক্রম করতে হয়েছে। যদিও বা এই রেসিপিটি তৈরি করতে সময় একটু বেশি লাগে তবুও এই রেসিপিটি খেতে অনেক অনেক মজাদার হয়ে থাকে।

আর এই মজাদার রেসিপি আমি কিভাবে তৈরি করেছি তার প্রতিটি ধাপ অত্যন্ত সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করেছি। এই রেসিপিটি যখন তৈরি করেছি তখনই বুঝতে পেরেছিলাম খেতে ঠিক কতটা স্বাদ হতে পারে। রেসিপিটি তৈরি হবার পরে যখন গরম গরম ভাতের সাথে এই রেসিপিটির স্বাদ গ্রহণ করেছিলাম, তখন দেখি পুরো এক প্লেট ভাত মুহূর্তের মধ্যেই সাবার করে ফেলেছি। তাই আজ আমি এই মজাদার রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করছি। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মজাদার মসুর ডাল দিয়ে সবজি রেসিপি।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPP2LBwZ8P5cAH9bTvYmTA3F8KMYooQZeRmk8HnWhD1yc6eY3zLxg5fNQHdD4FYYi1AtUf92J6z.png

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPu9GeMSmoUEZhF7e8ybxjzW2V7SfHpdazuSFrfL8L5qXnYBPCExPv4ysKR4zPgv1LUiXYjQUwrRiFdCMrRbe6Qjhaj3H9A7rE.png

Picsart_22-05-08_00-13-24-209.jpg

ক্রমিক নংউপকরণপরিমাণ
মসুর ডাল২৫০ গ্রাম
আলু২৫০ গ্রাম
শসা২৫০ গ্রাম
পটল২৫০ গ্রাম
পেঁয়াজবড় ৫টি
কাঁচা মরিচ৮-১০টি
রসুন বাটা/খেতো২ চা চামচ
শুকনা মরিচ৩টি
জিরাপরিমাণ মতো
১০হলুদ গুঁড়া১ চা চামচ
১১সয়াবিন তেলপরিমাণমতো
১২লবণপরিমাণ মতো
১৩তেজপাতা২টি

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iP9GV78pPsPPMTWCCQoCf6bgnGyA54cC4bTk7cnYNcfQRvMoDkiUaAdnV8dA5DCb4MPAADReeCn.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPEe61cr8zPiuLbbLrV6hCS5Y9GvSFzaYeErWpQi9kKkRkpR1pFLnUPNS4ZGjUJ6LeaMTPeSdyp.png

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

" ধাপ: ১ "

IMG_20220507_222543.jpg

IMG_20220508_003006.jpg

প্রথমে আলু পটল শসা উপরের চিত্রের মত করে কেটে নিতে হবে এবং মসুর ডাল গুলোকে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

" ধাপ: ২ "

IMG_20220507_222720.jpg

IMG_20220507_222822.jpg

এবার চুলায় কড়াই বসিয়ে দিয়ে কেটে নেয়া পেঁয়াজকুচি গুলো কড়াইতে ঢেলে দিতে হবে। তারপর সয়াবিন তেল কড়াইতে ঢেলে দিতে হবে।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

" ধাপ: ৩ "

IMG_20220507_222905.jpg

IMG_20220507_222943.jpg

এবার পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসলে মসুর ডাল গুলো কড়াইতে ঢেলে দিতে হবে।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

" ধাপ: ৪ "

IMG_20220507_223022.jpg

IMG_20220507_223232.jpg

এবার মসুর ডালের উপরে হলুদ গুঁড়া, জিরা বাটা, রসুন বাটা, লবণ এই চারটি উপকরণ চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে ডালের সাথে মাখিয়ে নিয়ে একগ্লাস পরিমাণ পানি কড়াইতে ঢেলে দিতে হবে।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

" ধাপ: ৫ "

IMG_20220507_223313.jpg

IMG_20220508_021824.jpg

IMG_20220507_223156.jpg

এবার পানি ঢেলে দেয়ার পর উপকরণে নেয়া ৮-১০ টি কাঁচা মরিচ উপরে ছরিয়ে দিতে হবে। তারপর কেটে নেয়া সবজিগুলো কড়াইতে ঢেলে দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এবং ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

" ধাপ: ৬ "

IMG_20220508_022925.png

IMG_20220507_223402.jpg

ঢাকনা দিয়ে ঢেকে দেবার পর ডাল ও সবজির পানি যখন শুকিয়ে আসবে তখন আলাদা পাত্রে ঢেলে নিতে হবে। আবারো চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল ঢেলে দিতে হবে।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

" ধাপ: ৭ "

IMG_20220507_223537.jpg

IMG_20220507_223616.jpg

এবার তেলগুলো গরম হয়ে আসলে শুকনা মরিচ, রসুন থেঁতো, সামান্য পরিমাণ জিরা, তেজপাতা সব গুলো একত্রে কড়াইতে ঢেলে দিয়ে বাদামি রং করে ভেজে নিতে হবে।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

" ধাপ: ৮ "

IMG_20220507_223704.jpg

বাদামি রং করে ভেজে নেয়ার পর পূর্বে বানিয়ে নেয়া মসুর ডাল সবজি গুলো কড়াইতে ঢেলে দিয়ে ফোড়ন দিতে হবে।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

" ধাপ: ৯ "

IMG_20220508_025802.jpg

তারপর ফোড়ন দিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার মসুর ডাল দিয়ে সবজি রেসিপি টি। এবার আপনার মনের মত সাজিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

আশা করি আমার তৈরি মজাদার মসুরডাল দিয়ে সবজি রেসিপির পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

PicsArt_03-21-01.30.10.png

আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ সুন্দর বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

standard_Discord_Zip.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

Logo.png

" ধন্যবাদ সবাইকে "

Sort:  
 2 years ago 

মসুর ডাল দিয়ে যে কোন সবজি রান্না করে খেলে খুবই সুস্বাদু লাগে খেতে। তবে আমি শসা দিয়ে মসুর ডাল রান্না করে খেয়েছি কিন্তু পটল দিয়ে মসুর ডাল রান্না করে খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু এবং লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

আপু আমার পোস্টে এসে অনেক সুন্দর মন্তব্য করেছেন। এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনি আলু শসা পটল এর সাথে মসুরের ডাল মিশিয়ে সুন্দর একটি রেসিপি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আশা করি খুবই ভালো লেগেছে রান্নাটি, খেতে দারুন টেস্ট হয়েছিল মনে হয়। আপনার রান্নার প্রসেস সত্যি খুবই সুন্দর হয়েছে,যা দেখে যেকোনো মানুষের সহজেই শিখে নিতে পারবে।

 2 years ago 

আপনি একদম ঠিক বলেছেন ভাই, এই সবজি রেসিপি টা খেতে খুবই টেস্ট হয়েছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

এটা কিন্তু একদম ঠিক ভাইয়া মসুর ডালের সাথে যেকোনো সবজি রান্না করলে তার স্বাদ দিগুণ বৃদ্ধি পায়, যাই হোক আপনি কিন্তু অনেক সুন্দর করে মসুর ডাল দিয়ে সবজি রান্না করেছেন, আপনি সবজি রান্নাটিও অনেক লোভনীয় হয়েছে, শুভকামনা রইলো ভাইয়া আপনার জন্য।

 2 years ago 

আপনার জন্যেও অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া। সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.
Please check my new project, STEEM.NFT. Thank you!
default.jpg

 2 years ago 

মসুরির ডাল দিয়ে সবজি রেসিপি খুব ভালো লাগে। বিশেষ করে আমি লাউ দিয়ে মসুরির ডাল খেয়েছিলাম অনেক মজার একটি রেসিপি। আপনি খুব সুন্দর ভাবে আপনার রেসিপির প্রতিটি ধাপ শেয়ার করেছেন। শুভ কামনা আপনার জন্য।

 2 years ago 

জি ভাইয়া আমার কাছেও মুসুরির ডাল দিয়ে লাউয়ের রেসিপি খেতে খুবই ভালো লাগে। আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

মসুরের ডাল আর সবজির কম্বিনেশন একসাথে বেশ মজাদার হয়। আর আপনি অনেক সুন্দর ভাবে মসুরের ডাল আর সবজি রেসিপি সুন্দরভাবে ধাপে ধাপে তুলে ধরেছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া, মসুরের ডাল আর সবজির কম্বিনেশন একসাথে খুবই মজাদার হয়ে থাকে। আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

সবজি বানানোর ক্ষেত্রে আপনি যে উপাদান গুলো ব্যবহার করেছেন যেমন আলু পটল শসা এগুলো দিয়ে সবজি বানাতে দেখেছি। তবে এটার সাথে মসুরের ডাল মিক্স করতে কখনো দেখিনি। তাই আপনার এই পোস্টটি ইউনিক হয়েছে ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

আলু পটল শসা ও মসুরের ডাল দিয়ে সবজি তৈরি করলে তা খেতে সত্যিই অনেক অনেক সুস্বাদু হয় ভাইয়া। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

সত্যিই আপনার রেসিপিটি ইউনিক ছিল একদিন ট্রাই করে দেখতে হবে। ভালো থাকবেন সবসময় এই কামনা করি।

 2 years ago 

মসুর ডাল দিয়ে এভাবে সবজি রান্না করে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আমি মাঝে মাঝে এভাবে রান্না করি। এভাবে রান্না করে রুটি দিয়ে খেতে খুবই সুস্বাদু হয়। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ বর্ণনা করেছেন। আপনার রেসিপির কালার দেখতে খুবই সুন্দর হয়েছে। খেতেও মনে হয় খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন ।আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপু আপনি ঠিক বলেছেন, এই সবজি রেসিপিটি রুটি দিয়ে খেলেও অনেক অনেক মজার হয়ে থাকে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

ডাল বলতেই মসুরের ডাল। মসুরের ডালের সাথে অন্যান্য সবজির কম্বিনেশনে অসাধারণ রেসিপি তৈরি করেছেন ভাই। বেশ পুষ্টিকর এবং আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা রেসিপি।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা মজার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

আমার পোস্টে এসে এত সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

খুবিই মজাদার সবজি রেসিপি তৈরী করছেন, কয়েক রকমের সবজি মিক্স করে রান্না করলে অনেক ভালোই লাগে।আপনার রেসিপির ছবি দেখে বুঝা যাচ্ছে অনেক স্বাদের ছিল এবং খুবিই সুন্দর উপস্থাপনা ছিল।ধন্যবাদ শেয়ার করার জন্য

 2 years ago 

ভাই আমার সবজি রেসিপি টি আপনার কাছে ভাল লেগেছে জেনে ভীষণ খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 59123.43
ETH 2988.19
USDT 1.00
SBD 3.75