ভালোবেসে গেলাম শুধু || ১০% বেনেফিশিয়ারি shy-fox এর জন্য
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটি গানের পোস্ট নিয়ে। আমি ইতিপূর্বে অনেকবার বলেছি আমি একজন গান প্রেমিক লোক। আর তাই কোথাও কোন গান শুনতে পেলে আমার হৃদয়ের ভিতর গানটি দোলা দিয়ে যায়। আর পরক্ষণেই আমিও চেষ্টা করি গানটি গাওয়ার জন্য। বিশেষ করে পুরনো দিনের গান গুলো শুনতে আমার কাছে খুবই ভালো লাগে। পুরনো দিনের গান গাইতেও আমার কাছে খুবই ভালো লাগে। মাঝে মাঝেই আমি আমার ভালোলাগা গান গুলো আপনাদের মাঝে উপস্থাপন করে যাচ্ছি। আমার গানগুলো শুনে অনেকেই অনেক সুন্দর সুন্দর মন্তব্য করেন যা দেখে আমি আরো নিত্য নতুন গান গাইতে উৎসাহিত হই। আজ আবারো আমি একটি পুরনো দিনের গান উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি আমার এই গানটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা চলুন দেরী না করে শুরু করা যাক আমার সেই পছন্দের গানটি।
গানের কিছু তথ্য
শিল্পীঃ এন্ড্রু কিশোর
অ্যালবামঃ কেউ কারো নয়
সুরকারঃ আলম খান
গানের লিরিক্স
ভালোবাসা পেলাম না
আশায় আশায় দিন যে গেল
আশা পূরণ হলো না
ভালোবেসে গেলাম শুধু
ভালোবাসা পেলাম না
আশায় আশায় দিন যে গেল
আশা পূরণ হলো না
কারো আশার তরী হায় রে
পায় খুঁজে কিনারা
নিরাশারই আঁধার আমার
করে শুধু ইশারা
কারও আশার মালাখানি
কণ্ঠেতে শোভা পায়
আমার আশার ফুলগুলো সব
ঝরে ঝরে পড়ে যায়
কেন জানি না আমি
কেন জানি না
ভালোবেসে গেলাম শুধু
ভালোবাসা পেলাম না
আশায় আশায় দিন যে গেল
আশা পূরণ হলো না
চোখের কাছে সুখের পাখি
খাঁচায় ধরা দিলো না
এত কথা বোঝে পাখি
মনের কথা বুঝলো না
আপন করে ভাবলাম যারে
সে তো দূরে সরে রয়
সেই না ব্যথার বিষে হৃদয়
তিলে তিলে হয় রে ক্ষয়
এত দিনে বুঝলাম আমি
কেউ কারো নয়
ভালোবেসে গেলাম শুধু
ভালোবাসা পেলাম না
আশায় আশায় দিন যে গেল
আশা পূরণ হলো না
ভালোবেসে গেলাম শুধু
ভালোবাসা পেলাম না
আশায় আশায় দিন যে গেল
আশা পূরণ হলো না
ভালোবেসে গেলাম শুধু
আশা করি আমার গানের পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ সুন্দর বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।
গানটি আমার অতি প্রিয়। এমনিতেই আমি এন্ড্রোকিশোরের অনেক গান শুনে থাকি। অবশ্য গানটি জনপ্রিয় একটি গান। আপনার কন্ঠ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে প্রকাশ পেল। আশাকরি এন্ড্রোকিশোরের আরো কিছু গান আমাদের মাঝে উপহার দিবেন এভাবে।
আমি চেষ্টা করব এন্ড্রু কিশোরের গাওয়া আরো কিছুগান আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
একটা সময় বাংলাদেশের সাংস্কৃতিক জগতে এন্ড্রকিশোর একজন প্রিয় লোক ছিলেন, তার গান শোনেনি এমন বাঙালি হয়তো ওই সময় খুঁজে পাওয়া যাবে না, তার চমৎকার একটি গান আপনি চমৎকারভাবেই উপস্থাপন করেছেন আমাদের সামনে, খুব ভালো লাগলো আপনার গান শুনে।
এন্ড্রকিশোর আমার খুবই প্রিয় একজন শিল্পী ছিল। আর তাকে অনুসরণ করেই আমি গান গাওয়ার চেষ্টা করি। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.

Please check my new project, STEEM.NFT. Thank you!
অত্যন্ত জনপ্রিয় একটি গান আপনি গেয়েছেন। যিনি গানটি গেয়েছেন তিনি এন্ড্রুকিশোর। আমার সবচাইতে পছন্দের শিল্পীদের ভেতরে উনি একজন। উনার কণ্ঠ আসলেই মুগ্ধ করার মতো। ছোটবেলা থেকে আমি উনার গানের ভক্ত। গানটা আপনি চমৎকার গেয়েছেন। অনেক ভালো লাগলো আপনার গানটা শুনে। ধন্যবাদ আপনাকে।
ভাইয়া, এন্ড্রকিশোর আমার কাছেও খুবই পছন্দের একজন গায়ক। আর তাই তার গাওয়া গানগুলো আমি গাওয়ার চেষ্টা করি মাত্র। আপনার কাছে আমার গান ভালো লেগেছে জেনে খুবই আনন্দিত হলাম। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভাই খুবিই সুন্দর গান গেয়ে আমাদের শুনাইলনে, কিন্তু আমি কখনো গান গাইতে পারলাম না এটাই দুঃখ আমি সব সময় দর্শক হয়েই রইলাম।ধন্যবাদ ভাই সুন্দর গান গেয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য,আমরা আবার নতুন কোন গানের অপেক্ষায় রইলাম
ভাই একটা দিন চেষ্টা করে আমাদের উদ্দেশ্য করে একটি গান গেয়েই ফেলুন। তাহলে আর দর্শক হয়ে থাকতে হবে না। পরবর্তী সময়ে আমি আপনার দর্শক হয়ে যাব। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভাইয়া আপনার গাওয়া গান শুনে আমার কাছে অনেক ভালো লাগলো। আপনার গান শুনতে আমার অনেক ভালো লাগে। আমি প্রতিক্ষায় থাকি কখন আপনার গলায় সুন্দর গান শুনবো। আজকে আপনি অনেক সুন্দর ভাবে গান গেয়ে উপহার দিয়েছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া। 🌹🌹
আমার গাওয়া গান আপনার কাছে খুবই ভালো লাগে জানতে পেরে ভীষণ খুশি হলাম। পরবর্তী সময়ে আরও সুন্দর সুন্দর গান উপহার দেয়ার চেষ্টা করব। শুভকামনা রইল আপনার জন্য।
কালকেও আপনার গাওয়া একটি গান শুনলাম। ভালো লেগেছিলো গানটি। আজ আবার নতুন চমক দিয়ে হাজির হয়েছেন আপনি ভাইয়া। সেই কন্ঠ আপনার। আপনার পরবর্তী গানের অপেক্ষায় রইলাম।
শুভকামনা রইলো ভাইয়া
আমার দুটি পোষ্টেরই গানে আপনি শুনেছেন এ কথাটি জানতে পেরে ভীষণ খুশি হলাম আপু। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভাই আপনার এই ধরনের উপস্থাপনা গুলো সত্যি অনেক সুন্দর হয়।আর এইভাবে সুরের সাথে গান বলা সোজা ব্যাপার না কি।বেশ প্রাকটিস থাকা দরকার আর আপনার গান শুনে অ্যান্ড্রু স্যার কথা মনে পড়ে গেলো ভালো ছিল আপনার উপস্থাপনা।
জি ভাইয়া আমি মাঝে মাঝেই মিউজিকের সাথে গান প্র্যাকটিস করি, আর তারপরে আপনাদের মাঝে উপস্থাপন করি। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভাই আমার সঙ্গিত শিল্পী। অনেক ভাল গান করেন ভাই। এই হ্যাং আউটে আপনার গানের জন্য অপেক্ষা করবো। ভালোবেসে গেলাম শুধু গানটি অনেক ভাল গেয়েছেন ভাই। সেই সাথে আপনার বাইসেপ্স দেখে মুগ্ধ হলাম। হাহা। জীম করেন নাকি ভাই?
জিম করি না রে ভাই সবই আল্লাহ প্রদত্ত। আপনার সুন্দর মন্তব্য আমার অনেক অনেক ভালো লেগেছে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।