সুস্বাদু পায়েস রান্নার রেসিপি || ১০% বেনেফিশিয়ারি shy-fox এর জন্য
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের মাঝে পায়েস রান্নার রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। মিষ্টি জাতীয় খাবার খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর তাই বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার আমার বাসায় তৈরি করে থাকি। আজ হঠাৎ করে বিকেল বেলায় আমার পায়েস খাওয়ার খুব ইচ্ছে হলো। তাই আমার ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে আমার বাসায় খুবই স্বল্প উপকরণে আমি সুস্বাদু পায়েস তৈরি করেছি।
আমি আজকে যে পায়েস তৈরি করেছি তার মধ্যে খাঁটি গরুর দুধ ব্যবহার করেছি। যা আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকারি খাদ্য হিসেবে কাজ করে থাকে। দুধে রয়েছে বিভিন্ন রকমের পুষ্টিগুণ। আমরা সকলেই জানি দুধ সুষম খাবার। আর সুষম খাবার সম্পর্কে নতুন করে ধারনা দেবার কিছুই নেই। আমি আজ যে পায়েস রান্না করেছি তা শুধু মুখের স্বাদের জন্যই নয় বরং আমার ছেলেমেয়েদের কিছুটা পুষ্টি কর খাবার খাওয়াবো সেই চিন্তা ভাবনা থেকেও সুস্বাদু পায়েস তৈরি করেছি।
বিভিন্ন ধরনের আনন্দ উৎসবে আমরা বেশিরভাগ সময়ই এই সুস্বাদু পায়েস তৈরি করে থাকি। খুব কম লোকই আছে এই সুস্বাদু পায়েস খেতে পছন্দ করে না। এ ছাড়া অধিকাংশ লোকই আমার মনে হয় সুস্বাদু পায়েস খেতে খুবই পছন্দ করে। আমি এই পায়েস তৈরির জন্য খাঁটি গরুর দুধ নিয়ে খুবই ঘন করে, বাদাম কিসমিস ব্যবহার করে সুস্বাদু পায়েস তৈরি করেছি,যা খেতে অনেক অনেক মজার হয়েছে। আমার তৈরি সুস্বাদু পায়েস যখন আমি খেয়েছি তখন থেকেই মনে হচ্ছে আমার মুখে তার স্বাদ এখনো লেগে আছে। আর তাই এই সুস্বাদু পায়েস রান্নার রেসিপি আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। সুস্বাদু পায়েস রেসিপি তৈরির প্রক্রিয়া।
ক্রমিকনং | উপকরণ | পরিমাণ |
---|---|---|
১ | চিনিগুড়া চাল | ১০০ গ্রাম |
২ | তরল দুধ | ২ লিটার |
৩ | পাউডার দুধ | ৫০ গ্রাম |
৪ | চিনি | ২০০ গ্রাম |
৫ | কিসমিস | ১৫-২০ টি |
৬ | বাদাম | ১০-১৫ টি |
৭ | তেজপাতা | ৩ টি |
৮ | দারচিনি | ৩-৪ টুকরো |
৯ | সাদা এলাচ | ৩-৪ টি |
" ধাপ : ১ "
প্রথমেই উপকরণে নেয়া ২ লিটার দুধ জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে। ২ লিটার দুধ ঘন করে ১ লিটারে পরিণত করে নিতে হবে।
" ধাপ : ২ "
এবার দুধ ঘন হয়ে আসলে উপকরণে নেয়া ২০০ গ্রাম চিনি ঘন দুধের সাথে চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে।
" ধাপ : ৩ "
এবার ঘন দুধে চিনি দেয়ার পর উপকরণে নেয়া ১০০ গ্রাম চিনিগুড়া চাল ঘন দুধে ছেড়ে দিতে হবে।
" ধাপ : ৪ "
এবার চিনিগুড়া চাল ছেড়ে দেওয়ার পর উপকরণে নেয়া ৫০ গ্রাম গুঁড়ো দুধ ঘন দুধে ঢেলে দিয়ে চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে।
" ধাপ : ৫ "
এবার গুড়া দুধ মিশিয়ে নেওয়ার পর, উপকরণে নেয়া তেজপাতা, দারচিনি, সাদা এলাচ সবগুলোই ঘন দুধে ছেড়ে দিতে হবে।
" ধাপ : ৬ "
এবার আস্তে আস্তে জাল দিয়ে, ছেড়ে দেয়া চিনিগুড়া চাল গুলো ভালোভাবে ফুটিয়ে নিতে হবে।
" ধাপ : ৭ "
এবার চিনিগুড়া চাল ভালোভাবে সিদ্ধ হয়ে আসলেই তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু পায়েস রান্না রেসিপিটি। এবার আলাদা একটি পাত্রে ঢেলে নিয়ে উপকরণে নেয়া কিসমিস ও বাদাম গুলো উপরে ছড়িয়ে দিতে হবে।
তো বন্ধুরা এভাবেই তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু পায়েস রান্নার রেসিপি। এবার গরম গরম অথবা ফ্রিজে রেখে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন আপনাদের প্রিয়জনদের।
আশা করি আমার তৈরি সুস্বাদু পায়েস রান্নার রেসিপি পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ সুন্দর বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।
পায়েস আমার খুবই প্রিয়। আপনি খুবই মজাদার রেসিপি তৈরি করলেন। আসলে আপনার পায়েস রেসিপি পরিবেশন দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। তাই খেতে ইচ্ছা করছে। শুভকামনা রইল আপনার জন্য। মজাদার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
একদম ঠিক কথা বলেছেন ভাইয়া পায়েস খেতে অনেক অনেক সুস্বাদু হয়েছিল। সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
আহা কি দেখালে মামা 😋
পায়েস গুলো দেখে মনে হচ্ছে বেশ সুস্বাদু হয়েছে। দারুন একটা রঙ এসেছে পায়েস গুলোর।
খুবই ভালো লাগলো মামা তোমার রেসিপি এবং পুরো রেসিপির উপস্থাপনা। ❤️
মামা সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল তোমার জন্য।
ভাইয়া আপনার পায়েস রান্নার রেসিপি টা দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। এইভাবে পায়েস রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে পায়েস রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল ।আশা করি সব সময় এমন সুন্দর সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করবেন।
সত্যিই আপু পায়েস খেতে অনেক অনেক সুস্বাদু হয়েছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনার পায়েস রান্নার রেসিপি দেখে খুবই ভালো লাগলো। আপনি খুব সুন্দর ভাবে পায়েস রান্না করেছেন দেখে খুব খেতে ইচ্ছা করছে। এত রাতে লোভনীয় একটি খাবার আপনি শেয়ার করেছেন। আপনার উপস্থাপনা ও পিকচার গুলো এত সুন্দর হয়েছে কল্পনার বাহিরে। এত সুন্দর ভাবে ধাপে ধাপে পায়েস রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপু আমার পায়েস রান্নার রেসিপি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.

Please check my new project, STEEM.NFT. Thank you!
বাহ খুব সুন্দর করে পায়েস রেসিপি তৈরি করেছেন তো পায়েস রেসিপি এই গরমে আমার কাছে খেতে অনেক ভালো লাগে। তাছাড়া পায়েস আমার খুবই ফেভারিট ।আমার কাছে অনেক ভালো লাগলো আপনার পায়েস রেসিপি।
ভাইয়া পায়েস খেতে আপনার কাছে যেমন ভালো লাগে ঠিক তেমনি আমার কাছেও অনেক অনেক ভালো লাগে। ধন্যবাদ
মিষ্টি খেতে আমার খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে পায়েস রেসিপি আমাদের সবার সাথে শেয়ার করেছেন৷ আমি ছোট থেকেই পায়েস অনেক পছন্দ করি। এখন কিন্তু সত্যি পায়েস খেতে মন চাচ্ছে।
ভাইয়া সুস্বাদু পায়েস খেতে মন চাইলে আমার বাসায় চলে আসেন, আবারও নতুন করে সুস্বাদু পায়েস তৈরি করে খাওয়াবো। ধন্যবাদ
পায়েস এর উপর বানানগুলো দেখে একদম লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছি হিহি😜।পায়েস আমারও ভীষণ পছন্দের একটি খাবার সেই সাথে গরুর খাঁটি দুধ ব্যবহার করায় দারুণ সুস্বাদু হবে সেটা বোঝাই যাচ্ছে। যাইহোক ভাল ছিল আপনার উপস্থাপনা টি।
ভাইয়া সত্যিই পায়েস গুলো খেতে অনেক অনেক মজার হয়েছিল। সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
পায়েস মানে যেন একটা ভালোবাসা কাজ করে মনের ভিতর। কারণ মিষ্টি জাতীয় জিনিস আমার বেশ ভালো লাগে। আপনি খুব সুন্দর করে পাশে রেসিপি আমাদের মাদ্রাসার করেছেন ভাই। দেখিতো অর্ধেক ভোজন হয়ে গেল। খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি পায়েসের রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
অনেক সুন্দর মন্তব্য করেছেন ভাই। আপনার সুন্দর মন্তব্য আমাকে পরবর্তী সময়ে আরো নিত্যনতুন রেসিপি তৈরি করতে উৎসাহিত করবে। ধন্যবাদ