রঙিন কাগজের তৈরি ওয়ালমেট || ১০% বেনিফিশিয়ারি shy-fox 🦊 এর জন্য

"আজ সোমবার-১২ই চৈত্র-১৪২৮ বঙ্গাব্দ, ২৫শে-এপ্রিল-২০২২ সাল"

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_22-04-25_01-32-14-759.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি রঙিন কাগজ ও ফেলে দেয়া কার্টুন দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে দেখানোর চেষ্টা করব। রঙিন কাগজ ব্যবহার করে কত কিছুইনা তৈরি করা যায়। আমার বাংলা ব্লগের সকল ভাই-বোনদের যখন পোস্ট গুলো দেখি তখন তাদের তৈরি করা জিনিস দেখে মাঝে মাঝে হতভম্ব হয়ে যাই। এত দক্ষতার সাথে এত নিখুঁত কাজ করে যা দেখলে চোখ ধাঁধিয়ে যায়। আমিও আমার বাংলা ব্লগে এসে রঙিন কাগজের তৈরি ও ফেলে দেয়া কাটুন দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে দেখিয়েছিলাম। একেকটা করে জিনিস তৈরি করি আর মনে মনে চিন্তা করি রঙিন কাগজ ও ফেলে দেয়া কার্টুন দিয়ে যে দ্রব্য সামগ্রী আমরা বানানোর চেষ্টা করছি, তা তৈরি করতে অনেকটা সময়, অনেকটা পরিশ্রম, ও অনেকটা ধৈর্য ধরতে হয়। তবুও আমরা কখনই কেউ এই রঙিন কাগজের জিনিস তৈরি করা থেকে পিছপা হইনা। কেউবা রঙিন কাগজের তৈরি জিনিসগুলোকে এমনভাবে উপস্থাপন করে, যা দেখলে সত্যিই মুগ্ধ হয়ে যাই। মাঝে মাঝে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি, এত সুন্দর করে রঙিন কাগজ ব্যবহার করে কত কিছুইনা তৈরি করা যায়।

আজ যখন আমি রঙিন কাগজ ও ফেলে দেয়া কার্টুন দিয়ে ওয়ালমেট তৈরি করছিলাম তখন মনে মনে ভাবছিলাম শেষ পর্যন্ত এই ওয়ালমেট টি দেখতে কি ভালো হবে? আবার মাঝে মাঝে চিন্তা করছিলাম এই ওয়ালমেটটি কি শেষ পর্যন্ত আমি তৈরি করতে পারব? বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে লাগলো মনের ভেতরে। তবুও শেষ পর্যন্ত চেষ্টা করতে থাকলাম, আমার বাংলা ব্লগে উপহার দেয়ার জন্য আমার এই রঙিন কাগজের তৈরি ওয়ালমেট টি আমাকে তৈরি করতেই হবে। তো বন্ধুরা কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করা যাক রঙিন কাগজ ও ফেলে দেয়া কার্টুন দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরির প্রক্রিয়া।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPP2LBwZ8P5cAH9bTvYmTA3F8KMYooQZeRmk8HnWhD1yc6eY3zLxg5fNQHdD4FYYi1AtUf92J6z.png

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPu9GeMSmoUEZhF7e8ybxjzW2V7SfHpdazuSFrfL8L5qXnYBPCExPv4ysKR4zPgv1LUiXYjQUwrRiFdCMrRbe6Qjhaj3H9A7rE.png

Picsart_22-04-25_01-34-15-343.jpg

ক্রমিক নংউপকরণ
কার্টুন।
রঙ্গিন কাগজ।
আঠা।
কাঁচি।
পুথি।
কলম।
সাইন পেন।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iP9GV78pPsPPMTWCCQoCf6bgnGyA54cC4bTk7cnYNcfQRvMoDkiUaAdnV8dA5DCb4MPAADReeCn.png

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

" ধাপ : ১ "

IMG_20220425_004557.jpg

IMG_20220425_004719.jpg

প্রথমে A4 সাইজের লাল রঙের রঙিন কাগজ নিয়ে চার টুকরো করে নিতে হবে। উপরে দেয়া চিত্রের মত করে

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

" ধাপ : ২ "

IMG_20220425_004809.jpg

IMG_20220425_004850.jpg

এবার উপরের চিত্রের মত করে একটি ভাঁজ দিয়ে বাড়তি অংশটুকু কাঁচির সাহায্যে কেটে নিতে হবে।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

" ধাপ : ৩ "

IMG_20220425_005020.jpg

IMG_20220425_004936.jpg

তারপর বাড়তি অংশটুকু কেটে নেয়ার পর আরো একটি ভাঁজ দিতে হবে। তারপর আরো একটি ভাঁজ দিতে হবে। উপরে দেয়া চিত্রের মত করে।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

" ধাপ : ৪ "

IMG_20220425_005114.jpg

IMG_20220425_005203.jpg

এবার কলমের সাহায্যে আঁকিয়ে নিয়ে, কাঁচি দিয়ে কাটতে হবে। এবার ভাঁজ করা অংশগুলো খুলে দিলে ফুলের আকৃতি আসবে।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

" ধাপ : ৫ "

IMG_20220425_005300.jpg

IMG_20220425_005537.jpg

IMG_20220425_005651.jpg

এবার ফুলের আকৃতি আসার পর উপরের চিত্রের মত করে একটি পাঁপড়ির অংশ কেটে নিতে হবে। তারপর আঠার সাহায্যে জুড়ে দিতে হবে। এভাবে বেশ কিছু ফুল বানিয়ে নিতে হবে।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

" ধাপ : ৫ "

IMG_20220425_005745.jpg

IMG_20220425_005904.jpg

IMG_20220425_005826.jpg

এবার সাদা রঙের একটি A4 সাইজের কাগজ নিতে হবে। তারপর কাগজে গাছের ছবি আঁকিয়ে নিয়ে, সাইন পেন দিয়ে গাছ টিকে রং করতে হবে।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

" ধাপ : ৬ "

IMG_20220425_005954.jpg

এবার গাছটি আঁকিয়ে নেয়ার পর পূর্বে বানিয়ে নেয়া আঠার সাহায্যে গাছের উপর লাগিয়ে দিতে হবে। উপরে দেয়া চিত্রের মত করে।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

" ধাপ : ৭ "

IMG_20220425_010034.jpg

IMG_20220425_010115.jpg

তারপর বানিয়ে নেয়া ফুলের গাছটির চেয়ে চার পাশে এক ইঞ্চি করে বাড়তি ধরে কার্টুন কেটে নিতে হবে। এবং সাথে এক ইঞ্চি করে কালো রঙ্গের রঙিন কাগজ কেটে নিতে হবে।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

" ধাপ : ৮ "

IMG_20220425_032038.jpg

এবার বানিয়ে নেয়া ফুল গাছটির A4 সাইজের সাদা কাগজটি কেটে নেয়া কার্টুনটির উপর আঠার সাহায্যে জুড়ে দিতে হবে। উপরে দেয়া চিত্রের মত করে।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

" ধাপ : ৯ "

IMG_20220425_031829.jpg

এবার পূর্বে কেটে নেয়া ১ ইঞ্চি কালো রংয়ের রঙিন কাগজ চারপাশে আঠার সাহায্যে জুড়ে দিতে হবে। এবং পুঁথিগুলো প্রতিটি ফুলের মাঝখানে করে আঠার সাহায্যে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের রঙ্গিন কাগজের ওয়ালমেট টি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs24mYbuhF29nqTWij5u9mvjBLLVSWcVkJp3dG8uQEfz4F8L9CPSAoCr8Lq2mNQ...7j8q5evqdze4Rc2E6gijJy7eYJ28fLKKVGXdq7UhHVafg5Q9bg3tabiXBwPRMu7LsPYeuHXtxPLw9kvci5U2oreDwcvQ1kQks6WTWw6EZNgfhUxJrPTq12Ysx2.png

আশা করি আমার পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

PicsArt_03-21-01.30.10.png

আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ সুন্দর বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

standard_Discord_Zip.gif

Logo.png

abbcommunity.png

" ধন্যবাদ সবাইকে "

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি ওয়ালমেট টি খুব চমৎকার হয়েছে। কালার খুব দারুণ হয়েছে। আপনি খুব ধৈর্য্য নিয়ে বানিয়েছেন। তাই প্রশংসা না করে পারছিন। ফুলগুলোর কালার এত সুন্দর হয়েছে যে গাছের সাথে খুব দারুণ মানিয়েছে।আপনার ওয়ালমেট টি দেয়ালে টানালে অসাধারণ লাগবে।সহজ পদ্ধতিতে সব গুলো ধাপ বর্ণনা করেছেন। শুভ কামনা রইল

 2 years ago 

সত্যি আপু, আমার এই ওয়ালমেট টি দেয়ালে টানিয়ে রাখলে অনেক অনেক সুন্দর দেখা যায়। আপনার অসাধারণ মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে যে কত প্রকার সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় আমিও প্রথম আমাদের কমিউনিটির এসে দেখেছিলাম। সকলের দক্ষতা এবং নতুন নতুন বানানো ক্রাফট গুলো দেখে মাঝে মাঝে অবাক হয়ে যায়। কিভাবে সম্ভব। আপনার রঙিন কাগজ এবং ফেলে দেয়া কার্টুন পেপার দিয়ে সম্পন্ন করা ক্রাফটি অনেক সাধারণ হলেও বেশ সুন্দর ছিল ভাই। ক্রাফটি ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

 2 years ago 

অনেক অনেক সুন্দর মন্তব্য করেছেন ভাইয়া। আপনার সুন্দর মন্তব্য আমাকে আরো নিত্য নতুন জিনিস তৈরি করতে অনুপ্রাণিত করবে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আসলেই এটা একদম ঠিক কথা যখন প্রতিভাবান কারো কাছ থেকে কোন কিছু দেখি তখন নিজেই অনেক অনুপ্রাণিত হয়। আমিও আপনার মত আগে কিছুই পারতাম না এখন অনেক কিছু শিখছি। যাইহোক ভাল ছিল আপনার এই উপস্থাপনাটি।

 2 years ago 

আমার বাংলা ব্লগের ভাই ও বোনেরা অনেক অনেক সুন্দর জিনিস তৈরি করে থাকে রঙিন কাগজ ব্যবহার করে। আর তাই আমিও মাঝে মাঝেই চেষ্টা করি নতুন কিছু তৈরি করার। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

খুবই সুন্দর হয়েছে আপনার বানানো রঙিন কাগজ এবং কার্টন দিয়ে ওয়ালমেট টা বেশ সুন্দর দেখাচ্ছে। আমার কাছে ফুলগুলো বেশ সুন্দর লাগছে।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ভালো লাগলো।ধন্যবাদ

 2 years ago 

আমার তৈরি রঙিন কাগজের ওয়ালমেট টি আপনার কাছে ভাল লেগেছে জেনে ভীষণ খুশি হলাম। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

এখানে তো একটা কথা একদম বাস্তব এই রঙিন কাগজ দিয়ে প্রজেক্ট গুলো তৈরি করতে অনেক ধৈর্য এবং যথেষ্ট পরিমান সময়ের প্রয়োজন হয়, যত সময় দেওয়া যায় তত বেশি প্রজেক্টি সুন্দর হয়, যাই হোক আপনার ওয়ালমেট্টি কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, কি সুন্দর গাছে ফুল ফুটেছে দেখতে খুবই চমৎকার হয়েছে, শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

জি ভাইয়া রঙিন কাগজের তৈরি ওয়ালমেট তৈরি করতে অনেক সময় ও ধৈর্য ধরতে হয়েছিল। আপনার মতামত প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.
Please check my new project, STEEM.NFT. Thank you!
default.jpg

 2 years ago 

রঙিন কাগজের যেকোনো জিনিস তৈরি দেখতে আমার খুবই ভালো লাগে। বিশেষ করে রঙিন কাগজ দিয়ে তৈরি ফুলের ও পুতির দৃশ্য আপনার ওয়ালমেট এর সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এটা সত্যিই অসাধারণ ছিল আপনার উপস্থাপনা অনেক ভালো ভাই।

 2 years ago 

আমার পোস্টে এসে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

এক সাথে দুই ফ্লেভার। আর্ট এবং ক্রাফট দুটোই ভালো হয়েছে।
কালো রঙের কাগজ বর্ডার দেওয়াতে দেখতে আরো বেশি ভালো লাগছে।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট বানাতে অনেক ধৈর্য্য এবং সময় ব্যয় করতে হয়। আমি নিজে সেটা ভালভাবেই জানি। যাইহোক আজকে আপনার রঙিন কাগজের ওয়ালমেট অনেক সুন্দর হয়েছে। খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন, দেখে ভালো লাগলো।

 2 years ago 

জি ভাইয়া অনেকটা সময় নিয়ে এই ওয়ালমেট তৈরি করতে হয়েছিল। আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 63077.53
ETH 2471.91
USDT 1.00
SBD 2.66