ঘরোয়া পদ্ধতিতে মুরগির রোস্ট রেসিপি || ১০% বেনিফিশিয়ারি shy-fox এর জন্য
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে রোস্ট তৈরি করা যায় তা উপস্থাপন করতে যাচ্ছি। সেদিন আমার ঘরে তেমন কোনো উপকরণ না থাকা সত্ত্বেও স্বল্প পরিমাণে উপকরণ দিয়ে আমি এই সুস্বাদু রোস্ট তৈরি করেছিলাম। আমার বাসাতে সেদিন হঠাৎ করেই পোলাও তৈরি করে খাবার কথা বলল সবাই। তখনই আমার মেয়ে বলল পোলাও যদি খেতে হয় তাহলে রোস্ট দিয়ে খেতে হবে । আর তাই আমি চটজলদি ঘরোয়া পদ্ধতিতে রোস্ট গুলো তৈরি করে ফেললাম।
যদিও বা অল্প উপকরণ তবুও এই মুরগির রোস্ট খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছিল। সবাই যখন এই রোস্ট খেয়ে প্রশংসা করছিল তখন খুবই আনন্দ হচ্ছিল মনের ভিতর। সুস্বাদু এই রোস্ট পোলাও অথবা বিরিয়ানির সাথে খেতে খুবই ভালো লাগে। আমি কিভাবে এই রোস্ট তৈরি করেছিলাম তার প্রতিটি ধাপ আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। আজ আর কথা বাড়াবো না তাই চটজলদি শুরু করে দিলাম সুস্বাদু ও মজাদার ঘরোয়া পদ্ধতিতে মুরগির রোস্ট তৈরির প্রক্রিয়া।
ক্রমিকনং | উপকরণ | পরিমাণ |
---|---|---|
১ | মুরগির মাংসের পিস | ৬ টি |
২ | পেঁয়াজ কুচি | মাঝারি ৫ টি সমতুল্য |
৩ | পেঁয়াজ বাটা | মাঝারি ৩ টি সমতুল |
৪ | রসুন বাটা | ৪ টি সমতুল্য |
৫ | জিরা বাটা | ২ চা চামচ |
৬ | বাদাম বাটা | ২ চা চামচ |
৭ | আদা বাটা | ১.৫ চা চামচ |
৮ | সাদা এলাচ | ৩ টি |
৯ | দারচিনি | ৩ টুকরা |
১০ | চিনি | পরিমাণমতো |
১১ | লবণ | স্বাদমতো |
১২ | সয়াবিন তেল | পরিমাণমতো |
১৩ | টক দই | ১ কাপ |
" ধাপ : ১ "
প্রথমে মুরগির মাংস রোস্ট এর মত করে ছয় পিস কেটে নিতে হবে।
" ধাপ : ২ "
এবার উপকরণে দেয়া আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পরিমাণমতো কেটে নেয়া মুরগির মাংসের উপর ছড়িয়ে দেই ।
" ধাপ : ৩ "
এবার ছরিয়ে দেয়া সবগুলো মশলা সহ মুরগির মাংসের পিচ গুলোকে মেখে নিতে হবে।
" ধাপ : ৪ "
এবার চুলায় ফ্রাইপেন বসিয়ে দিয়ে পরিমাণমতো সোয়াবিন তেল ফ্রাইপেনে ঢেলে দিতে হবে।
" ধাপ : ৫ "
এবার কেটে নেয়া মুরগির মাংস গুলো ফ্রাইপেনে ছেড়ে দিতে হবে এবং অল্প জালে উল্টটিয়ে উল্টটিয়ে ভেজে নিতে হবে । ভাজা শেষে আলাদা একটি পাত্রে তুলে রাখতে হবে।
" ধাপ : ৬ "
এবার চুলায় কড়াই বসিয়ে দিয়ে সয়াবিন তেল ঢেলে দিতে হবে। সয়াবিন তেল গুলো গরম হয়ে আসলে উপকরণে নেয়া পেঁয়াজকুচি গুলো কড়াইতে ছেড়ে দিয়ে বাদামি রং করে ভেজে নিতে হবে। বাদামি রং হয়ে আসার পর, কিছু বেরেস্তা হিসাবে একটি পাত্রে তুলে রাখতে হবে।
" ধাপ : ৭ "
এবার টক দই সহ উপকরণে নেয়া সকল মসলা কড়াইতে ঢেলে দিয়ে ১ কাপ পরিমাণ পানি কড়াইতে ঢেলে দিতে হবে। তারপর হালকা কষানো হয়ে গেলে পূর্বে ভেজে নেয়া মুরগির মাংস গুলো কড়াইতে ছেড়ে দিতে হবে।
" ধাপ : ৮ "
এবার মুরগির মাংস কড়াইতে ছেড়ে দেবার পর চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপর কাঁচামরিচ গুলো কড়াইতে ছেড়ে দিয়ে পরিমাণমতো পানি কড়াইতে ঢেলে দিতে হবে।
" ধাপ : ৯ "
এবার পানিগুলো ঢেলে দেবার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর যখন পানি গুলো মাখোমাখো হয়ে ঝোলে পরিণত হবে, তখন বুঝতে হবে আমাদের রেসিপিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে।
এবার আলাদা একটি পাত্রে ঢেলে নিয়ে গরম গরম পরিবেশন করুন।
আশা করি আমার তৈরি ঘরোয়া পদ্ধতিতে মুরগির রোস্ট রেসিপির পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ সুন্দর বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।
বাহ সকাল সকাল আপনার মুরগির রোস্ট রেসিপি দেখে খিদে পেয়ে গেল। আপনি তো একদম প্রফেশনালদের মত রান্না করেছেন। মুরগির রোস্ট গুলা অনেক সুন্দর ভাবে রান্না করেছেন। আমরা বিয়ে বাড়িতে যে এরকম মুরগির রোস্ট খেয়ে থাকি, দেখতে ঠিক ঐ রকম লাগতেছে। এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
আপু সত্যিকার অর্থে মুরগির রোস্ট রেসিপি খেতে অনেক অনেক মজার হয়েছিল ঠিক বিয়ে বাড়ির মত। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
আপনার মুরগির রোস্ট রেসিপি দেখে জিভে জল চলে আসলো ভাই। দেখে বোঝা যাচ্ছে যে অনেক সুন্দর হয়েছে। সেইসাথে আপনার উপস্থাপনা মাশাল্লাহ অনেক ভাল ছিল ভাই। খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ ভাই এরকম মুরগির রোস্ট রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভাই খুব সুন্দর মন্তব্য করেছেন আমার পোস্টে এসে যা পড়ে আমি ভীষণ খুশি হলাম। এবং সেইসাথে আরো নিত্যনতুন রেসিপি তৈরি করতে অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ
Upvoted! Thank you for supporting witness @jswit.
Please check my new project, STEEM.NFT. Thank you!
সকাল সকাল রোস্ট এর রেসিপি দেখিয়ে লোভ লাগিয়ে দিলেন। দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে এটি। আমাদের বাসায়ও বেশিরভাগ সময় এভাবেই মুরগির রোস্ট তৈরি করা হয়ে থাকে। পোলাওর সাথে মুরগির রোস্ট আমার ভীষণ ভালো লাগে খেতে। বিশেষ করে রোস্ট এর ঝোল আমার খুব পছন্দ। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ আমাদের সামনে উপস্থাপন করেছেন। সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
ঠিক বলেছেন আপু, মুরগির রোস্ট খেতে যতটুকু ভালো লাগে তার ঝোল খেতেও ঠিক ততটুকুই ভালো লাগে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
সকাল-সকাল এতো সুস্বাদু খাবার দেখলে খিদা মনে হয় যেন আরো বেড়ে যায়। আপনার এই মুরগির রোস্ট দেখে আমার খুব খেতে ইচ্ছে হচ্ছে। এর কালার দেখতে অসাধারণ হয়েছে। এভাবে রোস্ট খেতে খুবই সুস্বাদু। আমি অনেকবার খেয়েছি আমার কাছে অনেক ভালো লাগে। আপনি ঘরোয়া পদ্ধতিতে অনেক সুন্দর ভাবে মুরগির রোস্টের রেসিপি তৈরি করেছেন। ধাপগুলো খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করেছেন।
আমার তৈরি মুরগির রোস্ট নিয়ে অনেক সুন্দর মন্তব্য করেছেন যা পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আমার কাছে সব সময় মুরগির মাংসের রেসিপি গুলো বেস্ট আর আপনি মুরগির মাংসের মজাদার রোস্ট রেসিপি শেয়ার করেছেন। কিভাবে ঘরোয়া উপায়ে মুরগির মাংসের রোস্ট তৈরি করতে হয় সেটা আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
ভাই আমার পোস্টে এসে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য।
ঘরোয়া পদ্ধতি আপনি খুব সুন্দর ভাবে মুরগির রোস্ট তৈরি করেছেন। মুরগির রোস্ট খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আপনার মুরগির রোস্ট দেখে নিজেকে সামলাতে পারছিনা ।খুবই খেতে ইচ্ছা করছে ।এত সুন্দর একটি মুরগির রোস্ট রেসিপি আমাদের মাঝে নিখুঁত ভাবে উপস্থাপন করেছেন ।আপনার এই রেসিপি দেখে যে কেউ তৈরি করতে পারবে ।এত একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপু আমি খুবই সহজ করে মুরগির রোস্ট উপস্থাপন করার চেষ্টা করেছি তাই অনেকেই আমার রেসিপি অনুসরণ করে তৈরি করে খেতে পারবে। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভাইয়া রোস্ট কি ভাবে রান্না করা হয় হোক, রোস্ট আমার খুবই প্রিয়, আর আপনার রোস্ট দেখে মুখে পানি চলে আসলো ভাইয়া, ঘরোয়া পদ্ধতিতে অনেক সুন্দর করে মুরগির রোস্ট রেসিপি রান্না করেছেন, আর এটা ঠিকেই বলেছেন পোলাও এবং বিরানি দিয়ে এই রোস্ট খেতে খুবই সুস্বাদু এবং মজাদার লাগবে, যাইহোক আপনার রেসিপিটি দেখে খুবই ভালো লাগলো, এতো সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ভাই ঠিকই বলেছেন পোলাও-বিরিয়ানির সাথে রোস্ট খেতে খুবই ভালো লাগে। অনেক সুন্দর মন্তব্য করেছেন আমার পোস্টে এসে এজন্য আপনাকে ধন্যবাদ
সকাল সকাল এত লোভনীয় রেসিপি দেখলে মাথা নষ্ট হয়ে যায়।আমার কাছে মাঝে মাঝে রোস্ট খেতে ভালোই লাগে।আপনার রোস্টের রেসিপি দেখলে লোভনীয় লাগছে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন।ধন্যবাদ আপনাকে।
আপু আমার তৈরি মুরগির রোস্ট শুধু দেখতে লোভনীয় নয় খেতে অনেক অনেক মজার হয়েছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।