You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ। রেনডম ফটোগ্রাফি, গ্রাম ঘুরে দেখা। ১০% beneficiary shy-fox এর জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

স্মৃতি বিজড়িত দিনগুলো স্মৃতির পাতায় থাকে হঠাৎ করে মনে পড়ে কথার ফাঁকে ফাঁকে শৈশব থাকে কানায় কানায় সোনালী ওই অতীত দুঃখগুলো বরে থাকে অতীতটা অতীভ নাড়ির টানে ঘুরে বেড়াই স্মৃতিতে গাঁথা দিন তাই বলে কি মোছা যাবে বাংলা মায়ের ঋন।

আপনার এই কথাগুলা পড়ে মনে মনে ফিরে গেলাম আমার সেই সোনালী অতীতে সুজলা সুফলা শস্য শ্যামলা ছায়া ঘেরা পাখি রাখা আমার সেই সোনালী গ্রামে।।

সত্যি সোনালী পরিবেশে বসবাস করার মজা অন্যরকম পরিবেশটা স্নিগ্ধ অক্সিজেনটা বিশুদ্ধ নেই যানজটের ঝামেলা নেই গাড়ির হর্ন আর কার্বন ডাই অক্সাইডের বিষাক্ত দোয়া।।

যেদিকেই তাকাই না কেন শুধু সবুজার সবুজ দিগন্ত জোড়া ফসলের মাঠ আর গ্রামের মেঠো পথ।।

গ্রাম ঘুরে খুবই সুন্দর আলোকচিত্র সেইসাথে সুন্দর অনুভূতি তুলে ধরেছেন আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে আমার ইচ্ছে করতেছে আমি এখনই ছুটে চলে যাই আমার শৈশবে কাটানো সেই গ্রামটাতে।।।

Sort:  
 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে এবং কি আপনার শৈশবের কথা মনে করে দিতে পেরেছি এটাই আমার সার্থকতা। আপনি এত সুন্দর করে মন্তব্য করেছেন হৃদয় শিতল হয়ে গেছে। আপনি ঠিকই বলেছেন অক্সিজেনের ভান্ডার বললেও ভুল হবে না। গ্রামে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ খুবই কম। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60836.32
ETH 2449.94
USDT 1.00
SBD 2.65