You are viewing a single comment's thread from:
RE: একটি বাস্তব ঘটনা : এক ছেলের দুই বাবা-মা। (পর্ব- ১)
একদিকে নিজের বাবা-মা অন্যদিকে তার পালক বাবা-মা আসলেই রাব্বি অনেক সমস্যার মধ্যে আছে।। রাব্বি তো ছোটবেলা থেকে তার পালক বাবা-মায়ের কাছেই বড় হয়েছে তারা তো তাকে নিজের সন্তানের মতই বড় করেছে।। সে এখন কি করবে এটাই তো সমস্যা।। নিজের আপন বাবা মাকে সে যদি দূরে ঠেলে দেয় তাহলে সে অপরাধী বলে গণ্য হবে আর পালক বাবা-মা কেউ সে যদি দূরে ঠেলে দেয় তবুও সে অপরাধী বলে গণ্য হবে।। এক্ষেত্রে আমার মাথায় যে বুদ্ধিটা আসছে সেটা হল দুই পক্ষকেই সে সমানভাবে দেখবে এবং দুদিকেই তাকে কথা বলতে হবে দুজনার কাছেই থাকতে হবে তাহলে দুই পরিবারের ভালবাসা পাবে এবং দুই পরিবারের শান্তি ফিরে আসবে আবারো।।
আপনি খুব সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেরকম করে কেউ রাব্বিকে চাইতেছে না। ইনশাআল্লাহ সামনের পর্বে ক্লিয়ার হবে।