কঠোর পরিশ্রম সাফল্যের চাবিকাঠি।দ্বিতীয় পর্ব।

in আমার বাংলা ব্লগ2 years ago

০৪ভাদ্র, ১৪২৮ বঙ্গাব্দ

১৯আগষ্ট , ২০২২ খ্রিস্টাব্দ
২০মহররম , ১৪৪৩ হিজরী
শুক্রবার ❤️ ।
শরৎকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


businessman-2108029__480.webp

Source


প্রথম পর্ব লিংক

প্রবাদ আছে,

পরিশ্রম সাফল্যের চাবিকাঠি'।

পরিশ্রমের মাধ্যমে জীবনের চাবিকাঠি এমনভাবে পরিবর্তন করা সম্ভব, যা অলসদের কাছে আদ্ধাতিক শক্তি বলে মনে হতে পারে।। । যে কোনো ক্ষেত্রে সফলতা পেতে হলে প্রবল ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম এর কোন বিকল্প নাই। । আমরা যদি আমাদের লক্ষ্যে অটুট রেখে সেই অনুসারে কাজ করি, সাফল্যের চূড়ায় পৌঁছতে পারবো ইনশাআল্লাহ।সাফল্য মানব জীবনের মূল মন্ত্র। আজ তার দ্বিতীয় পর্ব তুলে ধরব।আশা করি আপনাদের ভালো লাগবে।


বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন,আর খাবার যোগাতে কাজ করতে হয়। পৃথিবীতে এক জন সোনার চামচ নিয়ে জন্মলাভ করলেও সবাই তো আর তার মতো না।অন্য সবার কঠোর পরিশ্রমের সবকিছু গড়ে নিতে হয়।*
প্রাবাদে আছে

পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। “পরিশ্রম সাফল্যের প্রসূতী”।

আমরা জানি, প্রসূতী শব্দের অর্থ প্রসারকারিণী। পরিশ্রমের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করা অবশ্যই সম্ভব ।আর যারা অলস মানুষ ভাগ্য পরিবর্তনকারী মানুষকে দেখলে তারা অলৌকিক কোন কিছু মনে করবে এটাই স্বাভাবিক। প্রখর ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রমের মাধ্যমে যুগে যুগে ইতিহাস খুললে দেখা যায় অনেক মানুষই তার ভাগ্য পরিবর্তন করে সফলতা অর্জন করেছে।


পরিশ্রম হলো উন্নতির একমাত্র সিঁড়ি পৃথিবীতে যে জাতি যত বেশি পরিশ্রম করেছে তারা তত বেশি উন্নত এর শিখরে পৌঁছেছে যেমন আমরা যদি জাপানের দিকে লক্ষ্য করি দেখা যাবে যে হিরোশিমা এবং নাগাসিকায় দুইটা পারমাণবিক বোমা মারার পরেও তারা এখন বিশ্বের বুকে কিভাবে ঘুরে দাঁড়িয়েছে তাদের অর্থনৈতিক দিক দিয়ে।


আমাদের চারপাশে আমরা অনেক প্রতিভাবান মানুষ দেখতে পায় যারা শুধুমাত্র তাদের মেধা প্রখোরের শ্রেষ্ঠ শক্তি আর কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের জীবনের গতি পরিবর্তন করতে পেরেছে।


কবি তাই বলেছেন: ‘

পরিশ্রমে ধন আনে, পূণ্যে আনে সুখ’

পরিশ্রমই একমাত্র এনে দিতে পারে আমাদের জীবনের কাঙ্খিত সফলতা কখনো হাল ছেড়ে দিলে হবে না !কঠোর পরিশ্রম এবং প্রবল ইচ্ছা শক্তি নিয়ে সামনের দিকে এগোতে হবে। যত বেশি পরিশ্রম করা যাবে তত তাড়াতাড়ি সফলতা পাওয়া যাবে। বিশ্বের এখন যারা সফল ব্যক্তি তাদের দিকে লক্ষ্য করলে আমরা কি দেখতে পাই তাদের পূর্বের জীবনে তারা প্রায় সবাই ছিল দরিদ্র ।তাদের প্রবল ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা এখন পৃথিবীর টপার।*


ছোটবেলায় পড়েছিলাম:

একবার না পারিলে দেখো শতবার।’

এই কবিতাটি যখন ছোটবেলায় পড়েছিলাম তখন হয়তো এই লাইনগুলোর অর্থ বুঝিনি কিন্তু এখন মনে হয় তিনি ঠিকই বলেছিলেন একবার না পারিলে দেখো শতবার আসলে কথাগুলো কত ভারত তো সেটা জীবনের প্রতিটা পদক্ষেপে এখন বুঝতে পারছি।


অলস মস্তিষ্ক সবসময়ই শয়তানের বাসা। অলস না থেকে আমরা সব সময় চেষ্টা করব যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব প্রখোর ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ভাগ্যকে পরিবর্তন করানোর জন্য।।*


কেউ একজন বলেছিল যে মানুষ নিজেই তার ভাগ্যের কারিগর। কেননা সৃষ্টি কর্তা তত সময় মানুষের ভাগ্যের কোন পরিবর্তন করে দেন না। যত সময় না সেই মানুষটা তার নিজের জন্য চেষ্টা করে।।



ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে হলে অবশ্যই আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। তবে কঠোর পরিশ্রম করার মধ্য দিয়ে আমাদের সাফল্য অর্জন করা সম্ভব। অন্যথায় মোটেও সম্ভব নয়। আপনার কথার সাথে আমার কথারও একমত। খুশি হলাম এমন পোস্ট পড়ে।

 2 years ago 

ঠিকই বলেছেন আপনি কাঙ্খিত লক্ষে পৌঁছাতে হলে অবশ্যই আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে ধন্যবাদ আপনাকে বিষয়টি বুঝে সুন্দর মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 69253.24
ETH 2750.52
USDT 1.00
SBD 2.74