কঠোর পরিশ্রম সাফল্যের চাবিকাঠি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

২৮শ্রাবণ , ১৪২৮ বঙ্গাব্দ

১২আগষ্ট , ২০২২ খ্রিস্টাব্দ
১৩মহররম , ১৪৪৩ হিজরী
বর্ষাকাল।।
শুক্রবার ❤️।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি

labour-day-4507469__480.png

Source


পৃথিবীতে মানুষ সফলতা নিয়ে জন্মলাভ করে না। কঠোর পরিশ্রমের আর অধ্যবসায় এর মাধ্যমে সবকিছু অর্জন করে নিতে হয়।


প্রবাদ আছে,

‘পরিশ্রম সাফল্যের চাবিকাঠি’।

একমাত্র পরিশ্রমেই আমাদের ভাগ্যের চাকা পরিবর্তন করা সম্ভব এমন্টিই সবাই মনে করে , যা অলসদের কাছে হিমালয় মাউন্টেনিয়ারিং বিজয় বলে মনে হতে পারে ।৷তাই তো কবি বলেছেন সব ক্ষেত্রে সফলতার প্রথম শর্ত হলঃ

প্রবল ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম।


মানুষের যদি লক্ষ্যে অটুট রেখে সেই অনুযায়ী কাজ করে, তবে তার জন্য সাফল্যের চূড়ায় পৌঁছানো সম্ভব ।আমরা অনেক প্রতিভাবান ব্যক্তি দেখতে পাই।আমি মনে করি তাদের জীবনী আমাদের পড়া উচিৎ।


পৃথিবীর বুকে অনেক সফল ব্যক্তির নাম লেখা আছে স্বর্ণাক্ষরে। যুগে যুগে, যারা স্মরণীয় হয়েছেন,পৃথিবীতে প্রকৃতপক্ষে তাদের সাফল্যের গল্পের পেছনে আপনি দেখতে পাবেন কঠোর পরিশ্রম ও অধ্যবসায়। আধুনিক বিশ্বে আপনি আমরা যা আবিষ্কার দেখতে পাই সবই কোন লিজেন্টের পরিশ্রমের ফসল।


মানুষ কোনো কাজে একবারে সাফলতা লাভ নাও করতে পারে। দীর্ঘদিনের পরিশ্রম ধয্যর ফলেই ধরা দেয় কাক্সিক্ষত সাফলতা। কোনো কাজে ব্যর্থ হওয়া মানেই শেষ নয়, বরং সেই কাজে কঠোর মনোনিবেশ করলে সফল হওয়া অবশ্যই সম্ভব যেমনটি পৃথিবীর ইতিহাসের পাতায় দেখা মেলে।


একজন ছাত্র ছাত্রী কঠোর অধ্যয়নের মাধ্যমেই ফলাফলটা ভালো করে থাকে। কৃষক রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ফসল ফলানোর জন্য কতো পরিশ্রম করেন বলেই হাসিমুখে ফসল ঘরে তুলতে পরে।


মানুষ অনেক সময় তার প্রতিভা আর ভাগ্যর উপড় নির্ভর করে বসে থাকে। কিন্তু পৃথিবীতে যারা সফলতা অর্জন করেছেন , তারা প্রতিভার চেয়ে, পরিশ্রমকেই গুরুত্ব দিয়েছেন বেশি।


পবিত্র ধর্ম গ্রন্থ আল-কোরআানে বলা হয়েছে,

চেষ্টা না করলে আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করেন না।

*প্রখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন বলেছেন,

সাফল্যের মাত্র দুই ভাগ হল প্রতিভা আর বাকি আটানব্বই ভাগই হল কঠোর পরিশ্রম।


সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেককেই পৃথিবীতে প্রতিভা আর সঠিক বুদ্ধি বিবেক দিয়ে সৃষ্টি করেছেন।যা আমাদের মাঝে সুপ্ত অবস্থায় আছে।


এখন কথা হচ্ছে পরিশ্রমের দ্বারা এই সুপ্ত প্রতিভার যে বিকাশ ঘটাতে পারবেন, তিনিই সফলতা অর্জন করতে পারবেন। একবার আমার স্যার বলেছিলেন ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টনকে নাকি সবাই প্রতিভাবান বলে সম্বোধন করতেন, অথচ তিনি নাকি সবসময় নিজেকে কঠোর পরিশ্রমী হিসেবে দেখাতেন।


আমি ইতিহাসের পাতায় পড়েছি তার বাবা ছিলেন একজন তাঁতী। চেষ্টা ও কঠোর পরিশ্রমের দ্বারা বিখ্যাত এটমিক থিওরি আবিষ্কার করেন
ইন্ডিয়ান ক্রিকেটার লিটিল মাস্টার ক্ষেত শচীন টেন্ডুলকার বলেছেন,

‘যখন কেউ কঠোর পরিশ্রম করবে, ভাগ্য তর সহায় হবে আশাবাদী ।
জীবনে চ্যালেঞ্জ থাকবেই। সেই চ্যালেঞ্জগুলো জয় করেই ভাগ্যকে পরিবর্তন করে নিতে হবে।’


ইতিহাস খুললে আনরা দেখতেপাই, স্কটল্যান্ডের রাজা রবার্ট বুশ একাধারে ছয়বার যুদ্ধে পরাজিত হয়েও কঠোর পরিশ্রম আর ইচ্ছাশক্তির কারণে সপ্তমবারে যুদ্ধে জয়লাভ করে।


মুঘল রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর প্রথম জীবনে রাজ্য থেকে তাকে বেড় করে দেওয়া হলেও, সময়ের ব্যবধানে, ভারতবর্ষের সম্রাট হয়ে সিংহাসন দখল করেন। যার পিছনে কেবল রয়েছে কঠোর পরিশ্রম।


আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তার জীবনের ১ম সময়টায় মুচির কাজ করতেন। টমাস আলভা এডিসনকে ছোটবেলায় সবাই ‘গাধা’ বলে ডাকতো। ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসি নিজের ফুটবলের ট্রেনিংয়ের খরচ চালানোর জন্য চায়ের দোকানে কাজ করতেন। এদের বিশ্ববিখ্যাত হওয়ার পিছনে রয়েছে শুধুই কঠোর পরিশ্রম।


বাংলায় একটা কথা আছে অলস মস্তিষ্ক শয়তানের বাসা অবস্থাটা কখনোই যাবে না সব সময় কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ভাগ্যটাকে পরিবর্তন করে নিতে হবে। পৃথিবীতে যতগুলো ধর্ম রয়েছে কোন ধর্মের কোথাও বলা হয়নি যে, সৃষ্টিকর্তা কোন অলস মানুষকে নিজ হাতে তার ভাগ্য পরিবর্তন করিয়ে দেন। পৃথিবীর ইতিহাস খুললে আমরা দেখতে পারি যারা আজ সফল ব্যক্তি হিসেবে স্বর্ণ অক্ষরে নাম লিখিয়েছেন তাদের পিছনের গল্পে রয়েছে শুধু কঠোর পরিশ্রম আর অধ্যবসায়।



ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

সত্যিই ভাইয়া পরিশ্রম না করলে সাফল্য পাওয়া যায় না। যেকোন সাফল্যের পিছনে অধ্যবসায়ের পাশাপাশি পরিশ্রম লাগবেই। ধন্যবাদ আপনার এত সুন্দর পোস্টের জন্য।

 2 years ago 

আমার লেখা পোস্টটি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আসলে মাঝে মাঝে চেষ্টা করি আমার মোটিভেশনাল লেখা আপনাদের মাঝে তুলে ধরার

 2 years ago 

জীবনে সফল হতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে হলে নিজের চেষ্টার কমতি রাখা যাবে না ।সত্যিই সফলতার চাবিকাঠি কঠোর পরিশ্রম দারুন কিছু কথা তুলে ধরলেন ভালো লাগলো।

 2 years ago 

ঠিক বলেছেন আপুনি সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে হলে নিজের চেষ্টার কোনো কমতি রাখা যাবে না প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যেতে হবে

 2 years ago 

অনেক সুন্দর সুন্দর কিছু কথা লিখেছেন ভাইয়া। আমার কাছে ভিশন ভালো লেগেছে। পরিশ্রম ছাড়া সফলতা কখনো সম্ভব নয়। আমরা ঘুমিয়ে ঘুমিয়ে শুধু স্বপ্ন দেখি কতো কি হচ্ছি। কিন্তু আমরা দিন শেষে হতাশ হয়ে পড়ি। কিন্তু আমরা পরিশ্রম করতে চায়না।স্কটল্যান্ডের রাজা রবার্ট বুশ একাধারে ছয়বার যুদ্ধে পরাজিত হয়েও কঠোর পরিশ্রম আর ইচ্ছাশক্তির কারণে সপ্তমবারে যুদ্ধে জয়লাভ করে। আসলে এসব কাহিনী পড়লে কাজের গতি বেড়ে যায়। যাদের সফল দেখবেন কেউ পরিশ্রম ছাড়া ধৈর্য্য ছাড়া সফলতা মুখ কেউ দেখেনি। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। শুভ কামনা এবং ভালোবাসা রইলো।

 2 years ago 

আসলে ভাইয়া পরিশ্রম ছাড়া সফলতা কখনোই সম্ভব নয় আর সেটা হতে হবে অবশ্যই ধৈর্য্যধারণের মাধ্যমে যাহোক আমার লেখা মোটিভেশন লেকচারটা আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ধন্যবাদ আপনাকে

 2 years ago 

জীবনে সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রমের আর কোন বিকল্প নেই। মানুষ নিজেই তার নিজের ভাগ্য নির্মাতা। পরিশ্রম করে ব্যর্থ হয়েছে এমন নজির পৃথিবীতে নেই। যে জাতি তার নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে না আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করেন না।

 2 years ago 

ঠিক ধরেছেন ভাইয়া জীবনে সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রমের কোন বিকল্প নেই আর অবশ্যই সেটা ধৈর্য ধারণের মাধ্যমে করতে হবে ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

পরিশ্রম সৌভাগ্যের চাবি ঠিক আছে।কিন্তু এখানে আর একটু কথা আছে ভাইয়া সঠিক জায়গায় পরিশ্রম করতে হবে।ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামত আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

সেটা অবশ্যই ঠিক ধৈর্য ধারণ করে পরিশ্রম করতে হবে অবশ্যই সেটা সঠিক লাইনে করতে হবে সফলতা অর্জন করতে হলে ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য

 2 years ago 

চমৎকার কিছু উদাহরণ দিয়েছেন ভাইয়া । আসলেই আপনার কথাগুলো খুবই ভালো লাগলো । আসলে পরিশ্রম না করলে আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না এটি আমাদের সৃষ্টিকর্তা বলে দিয়েছে । আমাদের উচিত পরিশ্রম করার মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্যের দিকে এগিয়ে যাওয়া ।ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

আসলে সাফল্য পেতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে কারণ সৃষ্টিকর্তা বিনা পরিশ্রমে কাউকে তার ফল ভোগ করতে দেন না ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের মাধ্যমে সাথে থাকার জন্য

 2 years ago 
 2 years ago 

ভাইয়া আপনি সত্যি অসাধারণ একটি পোষ্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। জীবনে পরিশ্রম না করলে সফলতার দ্বার গুড়ায় পৌঁছা যায় না। যুগে যুগে যারা সফল হয়েছেন তাদের ইতিহাস পড়লেই জানা যায় সফলতার পিছনে কত ত্যাগ স্বীকার, কঠোর পরিশ্রম আর ধৈর্য্য রেখে কাজ করতে হয়েছে।আপনার জন্য শুভ কামনা ভাইয়া আশা করি সফল হবেন আরো।

 2 years ago 

ইতিহাস সাক্ষী কঠোর পরিশ্রম করে কেউ কখনো বিফলে পৌঁছায়নি।। আমাদের উচিত সবসময়ই কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ভাগ্যটাকে গোড়ায়ে নেওয়ার

 2 years ago 

কথা ঠিক বলেছেন তবে লোককে পৌঁছানো বড় কঠিন। অনেকের ইচ্ছে থাকা সত্ত্বেও ঝরে যায়। তবে সেই সমস্ত মহান ব্যক্তিদের জীবনী পড়লে পরে মনের মধ্যে উৎসাহ জাগে নিজেকে তৈরি করার। বেশ ভালো লাগলো আপনার আজকের এই পোস্ট পড়ে।

 2 years ago 

ধৈর্য ধারণ করে চেষ্টা করতে হবে বাদবাকি সৃষ্টিকর্তার হাতে তিনি যদি চান আমাকে সফলতা দিতে তাহলে কেউ সেটা ঠেকাতে পারবেনা ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59575.00
ETH 2607.14
USDT 1.00
SBD 2.43