ভ্রমণ 🚆ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রথম পর্ব।

in আমার বাংলা ব্লগ5 months ago
১৩ফাল্গুন , ১৪৩০ বঙ্গাব্দ
২৬ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ
১৬শাবান ১৪৪৫ হিজরী
সোমবার।
শীতকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি



🚊

আজ আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটি ভ্রমণ পোষ্ট নিয়ে। আজকের ভ্রমণ পোস্টে আপনাদের সাথে শেয়ার করে নিব ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার কিছু ফটোগ্রাফি এবং ভ্রমণ কাহিনী। গত ১৬ তারিখে ঢাকাতে গিয়েছিলাম তিন দিনের ট্যুরে। তিনদিন থেকে বেশ কিছু জায়গা ভ্রমণ করেছি। সেখান থেকে আজকে কিছু খন্ড চিত্রসহ কিছু অনুভূতির গল্প শোনাবো আপনাদের। আসলে ভ্রমণ করলে জ্ঞান বাড়ে এটাই ঠিক ।সেই সাথে নতুন নতুন অনেক কিছুর সাথে পরিচিত হওয়া যায়। প্রথমবারের মতো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ভ্রমণ করে আমার কাছে খুবই ভালো লেগেছে। সেই সাথে দেশের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে ও ভালো কিছু জানতে পেরেছি এখান থেকে। যাহোক আজকের পোস্টে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বাইরের অংশ থেকে কিছু ফটোগ্রাফি এবং কথা শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


🚆

ট্রেন জার্নি আমার কাছে সব সময় নিরাপদ এবং ভালো মনে হয়। তাইতো কুষ্টিয়া থেকে কমলাপুর পর্যন্ত ট্রেন জার্নি করেছিলাম। শেষমেষ একটি হোটেল ভাড়া করে সেখান থেকে ফ্রেস হয়ে সবাই মিলে রওনা হলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্দেশ্যে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেটে পৌঁছানোর আগেই চারিপাশ যেন ফুল দিয়ে খাবার দিয়ে সাজানো। আর এত পরিমান মানুষের ভিড় যা বলার মত নয়। ছোট থেকে শুরু করে বয়স্ক মানুষ সবাই এখানে গিয়েছে বেশিরভাগ মানুষই তাদের ফ্যামিলির সাথে। আসলে এখানে গিয়ে অনেক সুস্থ বিনোদন সেই সাথে অনেক নতুন কিছু দেখতে পেয়েছি খুব ভালো লেগেছে। প্রথমে একটি টিকিট কাটলাম জনপ্রতি 50 টাকার মূল্য। এর মাধ্যমে মেলার ভিতরে প্রবেশ করতে হবে।


🚆

বাণিজ্য মেলার আশপাশ ঘিরে ব্যবসা জমেছে রমরমাঠ। যেদিকে চোখ যায় সেদিকেই বিভিন্ন ধরনের সৌন্দর্য দিয়ে ভরপুর। সৌখিন মানুষেরা এগুলো দেখছে আর কিনছে। দেখতেই পাচ্ছেন উপরের ফটোগ্রাফিতে বিভিন্ন ধরনের ফুলের সৌন্দর্য। যদিও এগুলো প্লাস্টিক টাইপের তার পরেও কিন্তু দেখতে অনেক সুন্দর। ভিন্ন কালারের ফুল গুলো ভিন্ন ধরনের সৌন্দর্য ছড়াচ্ছে সেই সাথে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। উপরের ফটোগ্রাফিতে ভিন্ন ধরনের ফুলের সৌন্দর্য সেইসাথে ফোন দিয়ে তৈরি বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি এবং লাভ রয়েছে। যেগুলো মানুষ তাদের প্রিয় মানুষের জন্য করায় করে নিয়ে দিতে।


🚆

যেখানেই যায় না কেন যত সৌন্দর্য দেখি না কেন পেটে যদি ক্ষুধা লাগে তাহলে কিন্তু আর কোন কিছুই ভালো লাগেনা। তাইতো বিনোদনের জায়গাগুলোতে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হয়। উপরের ফটোগ্রাফিতে আপনারা দুটি খাবারের দোকান দেখতে পাচ্ছেন যদিও খোলা জায়গা তারপরেও কিন্তু এর সুগন্ধি এবং মজা অনন্য। আমার কিন্তু চিংড়ি ফ্রাই খুবই প্রিয় আমি এগুলো দেখে আর সহ্য করতে পারলাম না ঝটপট গিয়ে দুটো চিংড়ি খেয়ে নিলাম। সেই সাথে দেখতে পাচ্ছেন বার্গার চপ সহ বিভিন্ন ধরনের খাবারের আইটেম। আসলে বিনোদনের সাথে খাবারদাবার না থাকলে কেমন যেন একমুখী মনে হয়। এত এত মানুষ এসেছে যে খাবারের দোকানগুলোতে সবসময় ভিড় লেগেই রয়েছে।


🚆

**আন্তর্জাতিক বাণিজ্য মেলা বলে কথা এমন কোন জিনিস নাই যেটা দেখা আপনি পাবেন না। প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় খাবার এবং নামিদামি জিনিস সবই রয়েছে এই মেলায়। তবে প্রত্যেকটা জিনিসেরই দরকষাকষি করে কিনতে হচ্ছিল কেননা দোকানদাররা অত্যান্ত চড়া দামে এগুলো বিক্রি করছিল। উপরের ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন কাঠের তৈরি বিভিন্ন ধরনের ঘর। এই ঘরগুলোর সৌন্দর্য কিন্তু আমাকেও মুগ্ধ করেছে। তবে এগুলো অনেক হালকা-পাতলা। তাছাড়া দেখতে পাচ্ছেন পাটের তৈরি বিভিন্ন ধরনের আশবাস পত্র যেগুলো সৌখিন হিসেবে ঘরে সাজিয়ে রাখতে হয়। দেখতে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছিল তবে এর মূল্যটা ছিল অনেক বেশি। এক এক করে আমরা সবাই মিলে চারিপাশ ঘুরে সবকিছু দেখছিলাম আর ফটোগ্রাফি করছিলাম এবং সবাই মিলে বিভিন্ন কথার চলে অনেক আনন্দ করছিলাম।
**

🚆🚆

এপাশ--ও--পাশ ঘুরে এবার হাটা দিলাম মূল ফটকের দিকে মেলার ভিতরে ঢোকার জন্য। ভেতরের সৌন্দর্য কেমন হবে সেটা জানা ছিল না তবে বাইরের সৌন্দর্য দেখে অনেক ভালো লেগেছে। তাছাড়া শুক্রবার ছুটির দিন হওয়াতে অনেক বেশি মানুষের আনাগোনা ছিল। সেই সাথে দিন একটু গরমও পড়ছিল গা ঘেমে যাচ্ছিল এত মানুষের মধ্যে হাঁটাচলা করতে। তবে আমরা একসাথে টিমে 15 জন মানুষ ছিলাম যার জন্য আমাদের তেমন একটা কিছু মনে হচ্ছিল না সবাই মিলে বেশ আনন্দই করছিলাম। এরপরে আমরা গেটে গিয়ে নিজ নিজ টিকিট দেখিয়ে সবাই প্রবেশ করলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বতে ভেতরের সৌন্দর্য এবং বিভিন্ন কথা আপনাদের মাঝে তুলে ধরবো ততদিন ভালো থাকবেন।


লোকেশন:


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Sort:  
 5 months ago 

আপনি কুষ্টিয়া থেকে কমলাপুর পর্যন্ত ট্রেন জার্নি করে এসে বাণিজ্য মেলা ঘুরেছেন জেনে ভালো লাগলো। আমি বেশ কিছুদিন আগে বাণিজ্য মেলা ঘুরতে গেছিলাম। আপনার পোসটটি পড়ে অনেক ভালো লাগলো। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 4 months ago 

ধন্যবাদ আপনাকে পোস্টটি দেখে সুন্দর মন্তব্য করার জন্য।

 5 months ago 

হ্যাঁ ভাই ঢাকা বাণিজ্য মেলায় সব ধরনের জিনিস পাওয়া যায় কিন্তু তুলনামূলক জিনিসগুলোর চড়া দাম নেওয়া হয়। যাই হোক আপনার বাণিজ্য মেলায় যাওয়ার গল্পটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আমরা জাস্ট ঘুরতে গিয়েছিলাম দেখেছি বিভিন্ন জিনিসও কিনেছি তবে যেটার দাম মনে হয়েছে বাহিরে কম সেটা কিনে নেই।

 5 months ago 

গত ১৬ তারিখে আপনি ঢাকাতে তিন দিনের ট্যুরে এসেছিলেন, এবং অনেক জায়গায় ঘুরাঘুরি করেছিলেন জেনে খুবই ভালো লাগলো। আপনার কাটানো এই সুন্দর মুহূর্তটা খুব ভালোই উপভোগ করার চেষ্টা করলাম। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঘুরাঘুরি করার প্রথম পর্ব আমার কাছে অনেক ভালো লেগেছে। এবং এ পর্বের মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছি। আর অনেক সুন্দর সুন্দর কিছু আলোকচিত্র দেখতে পেরেছি। আসলে এই ধরনের জায়গাতে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হয়। আর এগুলো দেখলে শুধু খেতেই ইচ্ছে করে। আবার এরকম খাবার গুলো খাওয়ার মজাও আলাদা। বেশ ভালো উপভোগ করেছিলেন নিশ্চয়ই।

 4 months ago 

ধন্যবাদ আপনাকে পোস্টটি দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 5 months ago 

এখন কিন্তু চারিদিকে শুধু দেখা যাচ্ছে সবাই টুরে যাচ্ছে। আমি দেখছি আপনিও তিন দিনের জন্য ঢাকাতে গিয়েছিলেন। কয়েকদিন আগে আমরা চট্টগ্রামে গিয়েছিলাম। যাই হোক আপনি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে গিয়েছিলেন। আর দারুন কিছু সময় অতিবাহিত করেছিলেন সেখানে গিয়ে। মেলাতে অনেক রকমের জিনিসপত্র দেখা যায়, আর সব রকমের জিনিসপত্র গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। মেলাতে থাকা এই ধরনের খাবার গুলো খেতে আমি অনেক পছন্দ করি, মাঝেমধ্যে কিন্তু খেতে ভালোই লাগে।

 4 months ago 

আসলে এই ধরনের খাবারের প্রতি আমার একটু আকর্ষণ বেশী মেলায় গিয়ে এই একটি জিনিস আমি সবথেকে বেশি ভালো উপভোগ করেছি।

 5 months ago 

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সম্পর্কিত অনেক ভিডিও আমি ইউটিউবে দেখেছি। আমার কাছে বেশ ভালই লাগে এই মেলার আয়োজন। যাইহোক, আপনি এখানে গিয়ে বেশ ভালো একটা সময় পার করেছেন জেনে ভালো লাগলো। তাছাড়া বাণিজ্য মেলার কিছু কিছু জিনিস আপনার এই পোস্টের মাধ্যমে দেখতে পেলাম। ভাই, এটা আমি শুনেছি, এখানে সব কিছুই পাওয়া যায় তবে সব কিছুর অনেক দাম বেশি। আর এটা আপনি ঠিক কথা বলেছেন ভাই, এখানে দরদাম করে কেনাই উচিত। কারণ এমন মেলায় অনেক বেশি দাম দাবি করে বসে জিনিস বিক্রেতারা । যেহেতু এটা প্রথম পর্ব, আশা করছি পরবর্তী পর্বে আরও অনেক কিছু জানতে পারবো এই বাণিজ্য মেলা সম্পর্কে।

 4 months ago 

সবকিছুর দাম একটু বেশি তবে গুণগত মান অনেক ভালো।
আপনি ইউটিউব এর মাধ্যমে আমাদের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ভিডিও দেখেছেন জানতে পেরে খুব ভালো লাগলো।

 4 months ago 

যদি জিনিসের গুণগত মান ভালো হয় তাহলে দাম একটু বেশি নিলে কোন ক্ষতি নেই। ভালো জিনিসের জন্য একটু বেশি দাম দেওয়াই যায়।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 62832.46
ETH 3374.71
USDT 1.00
SBD 2.48