আবেগের কবিতা 🫶🫶 ভুলিনি আজও 🫶🫶

in আমার বাংলা ব্লগ7 months ago

২১কার্তিক , ১৪২৮ বঙ্গাব্দ

০৬অক্টোবর , ২০২১ খ্রিস্টাব্দ
১০রবিউল আওয়াল , ১৪৪৩ হিজরী
রবিবার।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


man-sits-and-laughs.jpg

Source


আমার বাংলা ব্লক পরিবারের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার আজকের পোস্ট শুরু করছি। আজ আপনাদের মাঝে শেয়ার করব আমার লেখা একটি কবিতা। এই কবিতাটি আমি সম্পূর্ণ আমার জীবন থেকে পুরনো কিছু স্মৃতি স্মরণ করে লেখার চেষ্টা করেছি। আশা করছি আমার লেখা কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।


আমাদের ব্লগের সবাই খুব সুন্দর কবিতা লেখেন। আমি সবার কবিতা পড়ে চেষ্টা করে যাচ্ছি ভালো ভালো কবিতা লিখে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য ।জানিনা কতটুকু সার্থকতা অর্জন করতে পেরেছি আজ অব্দি।

দুচোখ আমার শত্রু হলো কেন দেখলাম তারে !এক দেখাতেই জনম গেল শুধু ভুলেরই কারণে।


ভুলিনি আজও

ভুলিনি আজও আমি তোমার ভালবাসা,

এই মনে একে ছিলে পাহার সমান আশা।
ভুলিনি আজও আমি হারিয়ে যাওয়া সনয়,
যেই সময়ে তুমি আমি ছিলাম একান্তর ।


ভুলিনি এই আমি পদ্মা নদীর তীর,
যেই তীরে বসে দুজনে কাটাতাম সময় ভালোবেসে । ভুলিবনা আমি তোমার প্রেমের মায়া,
যে মায়ায় জরিয়ে ধরে রাখতে আমায় সারাক্ষণ।


ভুলিনি এখনো আমি তোমার মুখের মায়াবী হাঁসি,
যে হাসিতে পরেছিলাম গলায় প্রেমের ফাঁসি ।
ভুলিনি আমি তোমার বাকা দুটি নয়ন,
যে নয়নে দেখতে চেয়ে ভালোবাসা অপলক।


ভুলিনি আমি তোমার মাথার মেঘ কালো কেশ,
যে কেশ দিয়ে রুমালে তুলেছিলে শাপলা ফুল। ভুলিনি আমি তোমার লেখা ছন্দে মেলানো গান,
যে গানের সুরে বেঁধেছুলাম তোমার আমার প্রাণ।


এখনো মনে আছে তোমার দেয়া শর্ত,
যে শর্তে এখন আমি বনে গেছি ব্যার্থ।
এখনো আছে তোমার লেখা শেষ চিঠি,
চিঠিতে লেখা ছিল ভালবাসার ইতি...



ডিভাইসঃ Redmi Note 5


standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 7 months ago 

ভাইয়া আপনি আপনার নিজের জীবনের স্মৃতিচারণ করে এই সুন্দর কবিতাটি লিখেছেন পড়ে অনেক ভালো লাগলো। আসলে কবিতার লাইন গুলো আমাদের মনের কথাগুলো থেকেই তৈরি হয়। হয়তো আমাদের জীবন থেকে নেওয়া বিভিন্ন কথাগুলো কবিতার মাঝে ফুটে ওঠে। ভাইয়া আপনার লেখা কবিতাটি সত্যি অনেক সুন্দর হয়েছে।

 7 months ago 

আসলে কবিতা গুলা লিখতে হলে সবসময়ই বাস্তবের সাথে মিল রেখে এবং নিজের অনুভূতি আবেগ ভালোবাসা মিশিয়ে না লিখলে কখনো প্রাণবন্তর হয় না তাইতো সবসময় চেষ্টা করি ভালোভাবে কবিতা লিখে আপনাদের মাঝে তুলে ধরার।।

 7 months ago 

ভাইয়া কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো।আসলে এমন প্রেম ভালোবাসা কখনো ভুলা যায়না।এইজন্য তার পিছনের সব কথা এখনো মনে আছে। ভুলবে কি করে এসব কথা কি আসলেই ভুলা যায়!! যাইহোক ভাইয়া আপনার কবিতাগুলো আমার বেশ ভালো। ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

কবিতাটি পড়ে আপনার ভালো লেগেছে জেনে সত্যি অনেক খুশি হলাম। আসলে ভালোবাসা এমনই একটা জিনিস যা কখনো ভুলা যায়না মুছা যায় না স্মৃতিতে জড়িয়ে থাকে সারা জীবন

 7 months ago 

ভাইয়া, আপনার জীবনের পুরোনো স্মৃতি নিয়ে এই কবিতা টি লিখেছেন। আসলে ভাইয়া, পুরোনো স্মৃতিগুলো গুলো ভুলা যায় না যে স্মৃতিগুলোর মধ্যে ভালোবাসা মিশে রয়েছে।কবিতা টি খুব সুন্দর করে লিখেছেন তবে কবিতার এই অংশটি আমার খুবই ভালো লেগেছে।

ভুলিনি আমি তোমার মাথার মেঘ কালো কেশ,
যে কেশ দিয়ে রুমালে তুলেছিলে শাপলা ফুল। ভুলিনি আমি তোমার লেখা ছন্দে মেলানো গান,
যে গানের সুরে বেঁধেছুলাম তোমার আমার প্রাণ।

ধন্যবাদ ভাইয়া।।

 7 months ago 

আসলে এই কবিতাটি লিখেছি আমার জীবনের পুরো স্মৃতি নয় আংশিক কিছু ঘটনা বহুল। কবিতাটি পড়ে আপনার ভালো লেগেছে জানতে পেরে খুবই খুশি হলাম ধন্যবাদ আপনাকে সবসময় এমন সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।।

 7 months ago 

ভাইয়া আপনি আপনার জীবনের স্মৃতি থেকে কবিতাটি লিখেছেন জেনে ভালো লাগলো। আসলে আমাদের জীবনের ঘটে যাওয়া ঘটনাই কবিতার মাঝে ফুটে ওঠে ।ভালোবাসার মানুষকে ভুলতে চেয়েও ভোলা যায় না ।তার সবকিছুই মনে থেকে যায় ।ভালো ছিল কবিতাটি।ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

আসলে জীবনে ঘটে যাওয়া সব কথাগুলোই কবিতার মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয় তারপরেও কিছু স্মৃতি কবিতার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি কবিতাটি পড়ে আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম।।

 7 months ago (edited)

খুব সুন্দর একটা কবিতা লিখেছেন ভাইয়া। ভালোবাসার মানুষকে কখনো ভোলা যায় না, ভুলে থাকার চেষ্টা করা যায়। আর স্মৃতি বড়ো বেদনাদায়ক। পুরোনো স্মৃতি বারবার কষ্ট দেয়। তবে বাস্তব খুবই নিষ্ঠুর, সময়ের চাপে, কর্তব্যের খাতিরে ভুলে থাকতে হয়।

 7 months ago 

ঠিকই বলেছেন আপনি ভালবাসার মানুষকে কখনো ভুলে থাকা যায় না শুধু ভুলে যাওয়ার অভিনয়টা করতে হয়। তবে বাস্তবতা খুবই নিষ্ঠুর তার সাথে তাল মিলিয়ে চলতে হবে।।

 7 months ago 

লেখাটা একজন প্রেমিকের প্রেমের গভীরতা দেখাচ্ছে। ভালোবাসার মানুষ ছেঁড়ে চলে গেলেও যে কেউ কেউ ভালোবাসা অক্ষুন্ন রাখতে পারে এই কবিতাটি তারই প্রমাণ।কারো স্মৃতিচারণ করে সারা জীবন অনেকে কাটিয়ে দিতে পারে। কিন্তু এই ভাবএ নিজের জীবনে দাগ রাখার কোন মানেও তো হয় না। সবারই সুখে থাকার অধিকার আছে।

 7 months ago 

আসলে আপু কবিতাটি প্রেমের গভীরতা এবং কিছু স্মৃতিকে স্মরণ করে লেখার চেষ্টা করেছি।। কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম এরকম উৎসাহ পেলে ভবিষ্যতে আরো ভালো ভালো কবিতা লিখতে পারবো আশা করি ধন্যবাদ আপনাকে

 7 months ago 

ভালোবাসা ভোলার না। কখন কিভাবে কেমনে কার প্রতি ভালো লাগে সেটা বলা যায় না। আপনি আপনার স্মৃতিচারণ করে সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতার লাইনগুলো পড়ে মনে হচ্ছে আপনার মনের ভিতরের সব কথা উঠে এসেছে। হাজার চেষ্টা করে ভালবাসার মানুষকে ভোলা যায় না। ধন্যবাদ আপনাকে এইরকম একটি কবিতা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 7 months ago 

আসলে ভাইয়া কেউ যদি সত্যিকারের ভালোবাসায় জড়িয়ে যায় তাহলে কখনোই সেই ভালোবাসা ভুলে থাকা যায় না।। স্মৃতি স্মরণ করে কবিতাটি লেখার চেষ্টা করেছিলাম আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম।।

 7 months ago 

বাহ অনেক সুন্দর করে ভুলিনি আজও কবিতাটি লিখেছেন। আপনার জীবনের স্মৃতি থেকে কবিতাটি লিখেছেন। কবিতার মাঝে ভালোবাসা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন এবং তা হারিয়ে ফেলেছেন। অনেক সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 7 months ago 

চেষ্টা করেছি কবিতার মাঝে আমার ভালবাসার স্মৃতিটুকুনি স্মরণ করে রাখার। যদিও সব কথাগুলো এখন স্মৃতি হয়ে চোখের পাতায় ভাসে।। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে সাথে থাকার জন্য

 7 months ago 

জানেন তো ভাই বর্তমান সময়ের প্রেমিকাদের ভ্রাম্যমান ভালবাসা যেকোনো সময় যে কারো কাছে চলে যেতে পারে। কিন্তু একজন প্রকৃত প্রেমিক যে সত্যিকারের ভালবাসতে পারে , সে কখনো ভালবাসার স্মৃতি জড়ানো সেই মিষ্টি মুহূর্তগুলোকে ভুলতে পারে না। নিজের জীবনের সাথে সম্পর্কিত বলেই এভাবে বললাম। খুব ভালো লিখেছেন এবং লেখার মাঝে একটা চাপা কষ্ট একদম স্পষ্ট ফুটে উঠেছে। আরো বেশি বেশি কবিতা পড়বেন এখন যেমনটা পড়ছেন, আমার বিশ্বাস আরো সুন্দর লেখা আপনি আমাদের উপহার দেবেন।

ভুলিনি আজও আমি হারিয়ে যাওয়া সনয়,

ভাইয়া শেষ শব্দটা কি সময় হবে? যদি হয় তবে একটু সংশোধন করে দেবেন। 🙏

 7 months ago 

ঠিকই বলেছেন ভাইয়া ভালোবাসাটা এখন ভ্রাম্যমাণ গাড়ির মত হয়ে গেছে কখন যে কার কাছে চলে যায় একজনের জিনিস আরেকজনের কাছে আসলে বোঝাই মুশকিল।। আসলে ভ্রাম্যমান গাড়ির তাও একটি নির্দিষ্ট সময় আছে যে এখানে পাঁচ মিনিট বা ১০ মিনিট দাঁড়াবে কিন্তু বর্তমান সময়ের ভালোবাসাটার সেটার কোন নিশ্চয়তা নেই চোখের পলকে বদলে যেতে পারে স্বপ্নগুলো ভেঙ্গে যেতে পারে বুকটা।।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.08
JST 0.023
BTC 27682.04
ETH 1896.08
USDT 1.00
SBD 2.15