জীবনে চলার পথের কিছু তিক্ত বাস্তব অভিজ্ঞতার কথা।

in আমার বাংলা ব্লগ2 years ago

পৌষ , ১৪২৯ বঙ্গাব্দ

ডিসেম্বর , ২০২২ খ্রিস্টাব্দ
জমাদিউল সানি, , ১৪৪৪ হিজরী
শীতকাল।

আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি


legs-2635038__480.jpg

source

পৃথিবীতে জন্ম নিতে হয় কান্নার মধ্য দিয়ে। জীবন কাটানো শুরু হয়ে জন্মের পর থেকেই। কান্না নিয়ে জন্ম মাঝখানে কিছু অভিন্ন জীবন যাপন তারপরে আবার কান্না দিয়ে একটি জীবনের সমাপ্তি। কান্না দিয়ে সমাপ্তি এজন্যই বললাম। একটু আপনার আশেপাশে বৃদ্ধাশ্রম অথবা পথের ধারে তাকিয়ে দেখেন তো মানুষের শেষ জীবনের কি রকম অবস্থা। সে জীবনটা যেন অনাহারে দুঃখে না খেয়ে কানতে কানতে পার হচ্ছে অনেক মানুষের। পথের ধারে রাস্তায় অথবা বৃদ্ধাশ্রমের কথা ভাবলেই মাঝে মাঝে গায়ের কাটা সিঁড়ে ওঠে। আসলে আমরা দারিদ্র সীমার নিচে বসবাস করি এর প্রধান কারণ। এর থেকেও বড় একটি কারণ হচ্ছে আমাদের মধ্যে সহমত সাহায্য সহযোগিতার মনের ভাব বিপদে কারোর পাশে গিয়ে দাঁড়ানো এই মনোভাবটা আমাদের মধ্যে নেই বললেই চলে। আমরা সর্বক্ষণই ব্যস্ত থাকি কিন্তু সেই ব্যস্ততা হচ্ছে আমাদের নিজেকে নিয়ে অন্যের কথা কখনো ভুলেও ভেবে দেখি না।


পৃথিবীর সুন্দর রূপ দেখতে হলে আমাদের চোখে যেমন আনন্দ প্রয়োজন তেমনি, কোন পত্তয় অর্জন করতে হলে আমাদের ভাবনার প্রয়োজন। দোলনা যদি কাছে টেনে ছেড়ে দেওয়া হয় তাহলে দ্বিগুণ গতিতে আবার নিজের দিকেই ফেরত আসে। তেমনি মানুষের সাথে বন্ধুত্ব হোক বা শত্রুতা হোক তুমি যা দেবে তার ঠিক দ্বিগুণ গতিতে আবার নিজের দিকে ফিরে আসে।


নিজের সাথে নিজের লড়াই খুব সহজ। কিন্তু নিজের ভাগ্যের সাথে নিজের লড়াই খুবই কঠিন।


পৃথিবীতে সব থেকে বড় একটি সত্য কথা হলো কি জানেন স্বার্থ ছাড়া কেউ পৃথিবীতে কখনো সম্পর্ক গড়ে তোলে না সে আমি আপনি যেই হই না কেন। গতকাল যে তোমাকে আঘাত করেছে তা তুমি ভুলে যাও। কিন্তু তোমার বিগত জীবনে পাশে থেকে সাহায্য সহযোগিতা করে যে তোমাকে ভালোবেসেছে তাকে কখনো ভুলে যেও না। কিন্তু আমাদের সমাজে এটাই আমরা বেশি দেখি ভালোবাসাটা আমরা খুব সহজে ভুলে যাই।


অতীতের দুঃখ কষ্ট এবং দুর্বি সহ জীবনের সব কথা ভুলে যেতে হবে। কিন্তু সব সময় একটি বিষয় মনে রাখতে হবে তাহলে বিগত জীবন থেকে নেওয়া অভিজ্ঞতা এবং শিক্ষা। অভিজ্ঞতা এবং শিক্ষা দিয়েই আগামী জীবনে পদার্পণ করতে হবে জীবনটাকে সাজাতে হবে। দেখতে দেখতে জীবন থেকে আরও একটি বছর বিগত হয়ে গেল এ বছর আর আমি কি অর্জন করতে পারলাম নিজেকে প্রশ্ন করলেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর যেন সামনে এসে ভেসে বেড়াচ্ছে। ব্যর্থতা কষ্ট আর গ্লানের মধ্য দিয়ে পার হওয়া জীবন থেকে শিক্ষা নিয়ে আগামী জীবনটা সাজাতে হবে নিজের মতো করে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে।


যদি কেউ শুধু তার প্রয়োজনে আপনাকে মনে মনে রাখে তাহলে কখনোই মন খারাপ করবেন না নিজেকে মহান ভাবতে শুরু করেন। তখন নিজেকে মোমবাতির মত ভাবতে শুরু করেন যখনই অন্ধকার হবে তখনই আমার আপনার প্রয়োজন পড়বে। নিজে জ্বলে অন্যকে আলোকিত করে রাখবো। এজন্যই নিজেকে মহান ভাবা উচিত কিছু কিছু কাজ করে। নিজে থেকে কখনো কাউকে বেশি চাহিদা দেখিও না বা পাওয়ার আশা করোনা। কেননা তাকে পেতে গিয়ে হয়তো আপনার জীবনটা ধ্বংসযজ্ঞে পরিণত হতে পারে। এজন্য নিজেকে এমন ভাবে প্রস্তুত করতে হবে যেন আমার বা আপনাকেই অন্য কেউ পেতে আগ্রহ দেখায়।


নেশা নয় পৃথিবীতে মানুষের সবথেকে বাজে এডুকেশন হলো মানুষের সাথে মানুষের মায়া


মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না মানুষকে কাঁদায় তার অতীত মানুষকে কাঁদায় তার অতীতের স্মৃতিগুলো। কাদায় তার সব থেকে আপনজন কাদায় তার সব থেকে প্রিয় এবং কাছের মানুষ। আমি আপনি একজন ভালো মানুষ হলেই যে পুরো জগৎটা আমার আপনার সাথে ভালো ব্যবহার করে বা আমাদের আপন হয়ে যাবে এটা কিন্তু বিষয় নয়। নিজে ভালো মানুষ হলে অন্যকে ভাল বানাতে হবে এবং ভালো রাখার চেষ্টা করতে হবে প্রতিনিয়ত। সবকিছু জানার পরেও এখন চুপ থাকি কারণ এখন আর নীতি বাক্য নিয়ে কথা বলে কারো সাথে তর্কে জড়াতে ভালো লাগে না। যাহোক কিছু কথা আজ আপনাদের মাঝে তুলে ধরলাম মন থেকে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

***

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

মানুষ স্বার্থপর আর মানুষ স্বার্থপর থাকবে এটাই স্বাভাবিক। যখন আপনার কাউকে প্রয়োজন হবে তখন দেখবেন আপনাকে কাছে ডেকে নেবে কিন্তু যখন আপনার প্রয়োজন শেষ হয়ে যাবে তখন দূর দূর করে তাড়িয়ে দেবে। আসলে মানুষ প্রথম কষ্টটা তার খুব কাছের প্রিয় মানুষের থেকেই পায়। প্রিয় মানুষের দেওয়া কষ্টটা অনেক দিন পর্যন্ত হৃদয়ে গেথে থাকে। তবে আর যাই হোক আমি মনে করি নিজেকে কখনোই দুর্বল ভাবা উচিত না অনেক বাধা-বিপত্তি সামনে আসবে সকল কিছু অতিক্রম করে সামনের দিকে এগিয়ে চলার নামে আসল জীবন। খারাপ সময় ক্ষনিকের জন্য আসবে কিন্তু কষ্ট এবং পরিশ্রমের মাধ্যমে অবশ্যই ভালো সময়ের দেখা পাওয়া যায় বলে আমি মনে করি।

 2 years ago 

আপনার কথার সাথে আমি সম্পূর্ণ একমত পৃথিবীতে স্বার্থ থাকবে আর স্বার্থহীন মানুষ থাকবে সেটা তো আসলে হতেই পারে না। স্বার্থ অর্জন আর হাসিল করার জন্যই যত প্রচেষ্টা পৃথিবীতে মানুষের।।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

কিছু বাস্তব জীবনে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেছেন। আপনি যত ভালোই হন না কেন আপনার আশপাশের মানুষগুলো তো আর আপনার মত ভালো নয় তাই তাদের মায়ায় পড়ে আপনাকে কষ্ট পেতে হতে পারে। সেক্ষেত্রে আপনি যদি কোন ভুল মানুষের মায়ায় পড়ে যান তাহলে আপনার জীবনের একটা স্মরণীয় অতীত থাকবে আর যেটা মনে আসলে আপনাকে কষ্ট পেতে হবে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে সম্পূর্ণ পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।। তারপরেও ভালো থাকতে হলে আশেপাশের মানুষদেরকে খুবই দরকার তবে মানুষ দেখে বন্ধুত্ব করতে হবে।।

 2 years ago 

আমার অভিজ্ঞতা থেকে দেখছি! এ দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ কাজ করে না, কেউ না! শুধুৃমাত্র পিতামাতা বাদে! যতদিন আপনাকে প্রয়োজন ঠিক ততদিন আপনাকে মনে রাখবে, প্রয়োজন না হলে আর মনে রাখবে না। এজন্য নিজের ইচ্ছে, স্বপ্নগুলো নিজেকেই পূরণ করার চেষ্টা করাটাই ভালো হবে! অপরকে আলোকিত করে আমরা যেন আলোকিত হতে পারি নতুন বছরে হোক এটাই প্রত্যয় আমাদের 🌼

 2 years ago 

আসলে স্বার্থ জিনিসটা খুবই খারাপ যত সময় থাকে তত সময় মানুষের কাছে আপন থাকা যায় ।আর যখনই দেখবেন কার ওর স্বার্থে আঘাত লেগেছে তখনই দেখবেন সম্পর্কটাও বিচ্ছিন্নর পথে।

 2 years ago 

আপনার এই কথাগুলো যে মেনে চলতে পারবে তার জন্য জীবনে পথ চলার বিষয়টি অনেক সহজ হয়ে যাবে। আপনি অনেক বাস্তবিক গুরুত্বপূর্ণ কথা এই পোস্টের মাধ্যমে আমাদের মাঝে তুলে ধরেছেন যা পড়ে ভীষণ ভালো লেগেছে। আপনার প্রত্যেকটি লাইন খুবই গুরুত্বপূর্ণ ছিল আপনি একেবারে ঠিকই বলেছেন নিজের সাথে নিজের লড়াই খুব সহজ কিন্তু নিজের ভাগ্যের সাথে নিজের লড়াই খুবই কঠিন।সত্যি একটি মানুষ ইচ্ছে করে কখনোই কাঁদে না তাকে কাঁদায় তার পুরনো সেই স্মৃতিগুলো তার প্রিয়জনরা যাকে সে বেশি ভালবাসত নিজের থেকেও তারা। আসলেই খুবই ভালো লিখেছেন।আমাদের এত সুন্দর সুন্দর পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আসলে মানুষ ঠকতে ঠকতেই একসময় জিতে যায়। আমিও জীবনে অনেকবার ঠকেছি আর সেই আলোকেই আজ আপনাদের মাঝে কিছু কথা তুলে ধরেছি আপনাদের ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম।।

 2 years ago 

এটা আপনি একেবারেই সত্যি বলেছেন স্বার্থ ছাড়া কেউ কখনো কোন সম্পর্ক গড়ে তুলে না এটা আপনি বা আমি যে কেউই হতে পারি। আসলে এরকম বিষয়গুলো জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যা আমাদের জীবনে চলার পথে অনেক কাজে আসবে। আসলেই যারা আমাদের কষ্ট দিয়েছে সে বিষয়টি আমাদেরকে ভুলে থাকতে হবে এবং যারা আমাদের বেশি ভালবেসেছে নিজের থেকেও তাদেরকে সব সময় মনে রাখতে হবে। পুরনো সেই অতীত এর দিনকে কখনো মনে রেখে কষ্ট পাওয়া এটা আমাদেরই জন্য খারাপ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল আপনার এই পোস্টে।

 2 years ago 

স্বার্থ ছাড়া যদি ভালোবাসা পেতে চান তাহলে পৃথিবীতে একমাত্র মা এবং বাবার কাছ থেকেই সেটি আশা করা যায় তাছাড়া পৃথিবীতে এমন কোন মানুষের সন্ধান মিলবে না যে আমাকে বা আপনাকে স্বার্থ ছাড়া ভালবাসবে।। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।।

 2 years ago 

আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগল। আসলে এই বিষয় গুলো যে মেনে চলতে পারবে তার জন্য জীবন হয়তো অনেক সহজ হয়ে যাবে।এটা সত্যি মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না, অতিত তাকে কাদাঁয়।সত্যি ভাইয়া নিজের সাথে নিজের ভাগ্যের লড়াই অনেক কঠিন। ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর লিখেছেন।

 2 years ago 

আসলে আপনার জীবনের বাস্তবতা থেকে বা আপনি কিছু কথা লেখার চেষ্টা করেন হয়তো কারো জন্য সেটা উপকারে আসবে পড়ার পরে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে সাথে থাকার জন্য।।

 2 years ago 

পৃথিবীতে সব থেকে বড় একটি সত্য কথা হলো কি জানেন স্বার্থ ছাড়া কেউ পৃথিবীতে কখনো সম্পর্ক গড়ে তোলে না সে আমি আপনি যেই হই না কেন।

কথাটার সাথে আমি সম্পূর্ণ একমত। তবে সত্যি বলতে হয়ত বা তার মাঝেও কিছু মানুষ আছে যারা সবার ভালো চায়। তবে আজকে আপনার পোস্ট পড়ে অনেক কিছুই জানলাম এবং খুবই ভালো লাগবে। দারুন কিছু কথা বলেছেন। মোমবাতির উদাহরণ টা দারুন ছিল।

 2 years ago 

পৃথিবীতে তো সব সময়ই ব্যাতিক্রমই কিছু মানুষ থাকে। যারা স্বার্থহীনভাবে অন্যকে ভালবাসতে পারে ।তবে এটা হাতে গুনে হাজারে ১ জন মিলে।।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76510.41
ETH 3052.09
USDT 1.00
SBD 2.63