ক্যামেরার প্রাইম লেন্স আর কিট লেন্সের পার্থক্য by @labibasultana ||16/11/2021||( 10% beneficial to @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago

'মঙ্গলবার'

১৬/১১/২০২১


আসসালামু আলাইকুম,
আমি @labibasultana আমি বাংলাদেশের ঢাকা থেকে বলছি। আমার পরিচিতি পোষ্ট চাইলে দেখে নিতে পারেন।

PicsArt_11-16-03.20.08.jpg

আজকে আমি বলবো প্রাইম লেন্স আর কিট লেন্সের পার্থক্য


ক্যামেরার বডি কিনেই শেষ হয় না আপনি লেন্স ছাড়া ছবি তুলতে পারবেন না। বলতে পারেন আপনার কাছে আপনার হাত পা যেমন ক্যামেরার কাছেও লেন্স তেমন। আপনি হাত পা ছাড়া অচল হয়ে থাকবেন আর ক্যামেরা লেন্স ছাড়া। প্রথম দিকে ক্যামেরার বডি কিনার পর প্রায় অনেক মানুষ লেন্স কোনটা নিবে তা বুঝতে পারে না। যদি আমার অভিজ্ঞতার কথা বলি তাহলে বলবো আমিও কি করবো ভেবে পাই নি পরে ক্যামেরার সাথে একটা কিট লেন্স কিনে ছিলাম বেসিক কাজ করার জন্য।

PicsArt_11-16-03.09.47.jpg

কিট লেন্স -


কিট লেন্স সাধারণত নরমাল কাজ করার জন্য ব্যবহার করা হয়। শুরুর দিকে যারা নতুন তারা শিখার জন্য এটি ব্যবহার করে। এটি ১৮-৫৫ লেন্স হয়ে থাকে। আসলে ১৮-৫৫ দ্বারা বোঝানো হয় ১৮-৫৫ মি. এর মধ্যে কোন সাবজেক্ট থাকলে সেটা খুব সহজে ছবি তুলতে পারবেন। এ ছাড়াও তুলতে পারবে তবে এতোটা ভালো হবে না। কিন্তু সমস্যা হচ্ছে এটার Aperture বেশি থাকে যেমন ১৮-৫৫ লেন্সের ক্ষেত্রে শুরু হয় f/3.5 থেকে এটাই সব থেকে কম আপনার Aperture যত কম হবে আপনার ব্যাকগ্রাউন্ড তত ঘোলা হবে। আপনার Aperture কিট লেন্সের ক্ষেত্রে তখনই কম হবে যখন আপনি জুম কম করবেন কিন্তু আপনি যখন একদম পুরোটা জুম করবেন Aperture থাকবে f/5.0 বা তার থেকেও বেশি।

কিট লেন্সে তোলা ছবি

20211110211157_IMG_0539.JPG

প্রাইম লেন্স -


প্রাইম লেন্সের প্রথম সমস্যা হলো আপনি জুম করতে পারবেন না মানে এক কথায় আপনাকে কাছে গিয়ে ছবি তুলতে হবে। এই লেন্স ব্যবহার করা হয় বিশেষ করে বিয়ের ছবি বা মানুষের প্রোট্রেট ছবি তোলার জন্য এগুলো অসাধারন কাজ করে এই প্রাইম লেন্স গুলো বিশেষ করে Aperture হয় f/1.0,f/1.5,f/2.0,f/2.5 পর্যন্ত হয়। প্রাইম লেন্সের দামটা একটু বেশি হয়ে থাকে। সব থেকে কম দামে যদি প্রাইম লেন্স কিনতে চান তবে সেটার দাম পড়বে ৬০০০/৮০০০ টাকার মতো(বাংলাদেশি টাকায়)। আপনার Aperture যত কম করতে চাইবেন তত দাম বেশি হবে। এই লেন্স গুলো বিশেষ করে বিয়ের ছবি,মডেলের ফটোগ্রাফি করতে চান। প্রাইম লেন্স দেখতে খুব ছোট হয়ে থাকে। মাঝে মাঝে প্রাইম লেন্স একটা গ্লাসের লেয়ার থাকে।

প্রাইম লেন্সে তোলা ছবি

20211110210615_IMG_0527.JPG

আমার মতামত -

আমাকে যদি বলেন কোনটা ভালো হবে লেন্স হিসাবে তবে বলবো যদি আপনি নতুন হয়ে থাকেন তবে আপনি কিট লেন্স নিতে পারেন। যদি আপনি হাত শক্ত মানে আপনি ক্যামেরার টুকটাক শিখে যান তবে নিতে পারেন প্রাইম লেন্স। প্রাইম লেন্সের ক্ষেত্রে হাত শক্ত করে ক্যামেরা ধরতে না পারলে আপনার ছবি ঠিক ভাবে তুলতে পারবেন না।

20211112005953_IMG_0580.JPG

Photoinfo
📸 ডিভাইসCanon 2000D
🌍 লোকেশনদোহার,ঢাকা,বাংলাদেশ

আজকের আলোচনা এতোটুকুই অন্যকোন দিন আলোচনা হবে নতুন কোন ক্যামেরার বিষয় নিয়ে।আশা করি ভালো লাগবে অল্পতে বোঝানোর চেষ্টা করলাম ভুল থাকলে মন্তব্যে জানিয়ে দিবেন।

নিজেকে ভালো রাখবেন,অন্যকে ভালো রাখবেন।

ধন্যবাদ।

নমস্কার,আদাব

"আসসালামু আলাইকুম"

Sort:  

আপনি অনেক সুন্দর লিখেছেন। কার ছবি গুলা অনেক সুন্দর হয়েছে। পরবর্তী পোস্টের জন্য শুভকামনা।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আমার তোলা ছবি ❤️

 3 years ago 

আপু আপনার পোস্ট আমার জন্য খুব উপ্পকারি ছিল ধন্যবাদ দুইটা লেন্স সুন্দর ভাবে পরিচিত করে দেওয়ার জন্য।লেন্স বিষয় এবং ক্যামেরার খুটিনাটি নয়ে আরো পোস্ট চায় আপু।wildlife ফটোগ্রাফি শেখার জন্য একটা ক্যামেরা সাজেস্ট করবেন আপু। সে সম্পর্কে একটা পোস্ট কইরেন।

 3 years ago 

ভাইয়া ক্যামেরা সাজেস্ট করার থেকে আপনি আপনার বাজেটে খুজে নিবেন। আর mirrorless camera কিনবেন আর zoom lense কিনবেন ❤️

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 62678.63
ETH 3015.27
USDT 1.00
SBD 2.49