বৃষ্টির রাতে ঘরে ফেরা (Returning home on a rainy night)

in আমার বাংলা ব্লগ3 years ago


নমস্কার!,



কাজ শেষে বন্ধুরা গিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করতে। রেস্টুরেন্টে যাওয়ার রাস্তায় ফেঁসে গেলাম। বাধ্য হয়েই একটা বাড়ির সেডের তলায় আশ্রয় নিলাম। বৃষ্টি একটু ধরলে রেস্টুরেন্টে যাওয়া হলো, একটা জনপ্রাণী নেই সেখানে তাই গিয়ে দেরী না করেই লোডেড চিজ স্যান্ডউইচ অর্ডার করা হলো, কিছুটা সময় পরেই চলে এলো কাঙ্খিত স্যান্ডউইচ।


লোডেড চিজ স্যান্ডউইচ

খাবার শেষ করে যখন বেরোনো হবে আবার বৃষ্টি শুরু, আটকে গেলাম। প্রায় ২ ঘন্টার কাছাকাছি রেস্টুরেন্ট বন্দি থাকতে হলো। এদিকে রাত বেড়েই চলেছে। ১০ টা বাজে। তাই বাধ্য হয়েই বেরিয়ে পড়লাম, ভিজতে ভিজতে। যেই একটু রাস্তা পেরিয়ে বাস ধরার স্টপের দিকে আসছি। বৃষ্টির গতি বেড়ে গেলো, দৌড়াদৌড়ি করে একটা ব্রিজের তলায় আশ্রয় নিলাম। মিনিট পনেরো দাঁড়িয়ে আছি দেখি একটা বাস, দিলাম দৌড়। বাকি যেটুকু শুকনো ছিলো তাও ভিজে গেলো।


কাকস্নাত অবস্থায়

সন্ধ্যে থেকে বৃষ্টির কারণেই রাস্তাঘাটে খুবই অল্প গাড়ি, ফাঁকা রাস্তা পেয়েও বাসচালক কাকু খুব সাবধানে গাড়ি চালিয়ে এলো।


বাসের কাঁচ বৃষ্টিতে আবছা

বাড়ি ফিরতে রাত ১১ টা বাজলো। হাত মুখ ধুয়েই রান্নাঘরে ঢুকে দেখি দুপুরের চিকেন উইং রাখা আছে।


চিকেন উইং

চোখের পলকে শেষ করে দিলাম সবকটা চিকেন উইং। সন্ধ্যে থেকে এতোকিছু খেয়ে ফেলেছি যে রাতের খাওয়াটা স্কিপ করে দিলাম।

Sort:  
 3 years ago 

আহা জীবন বেশ ভালোই কাটছে তাহলে সময় ।শুভেচ্ছা রইল।

 3 years ago 

মিলিয়ে মিশিয়ে! তবে বৃষ্টি সত্যিই ভালো লাগে

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 57428.63
ETH 2425.69
USDT 1.00
SBD 2.34