আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৩৯ || ফেব্রিক রং দিয়ে স্টিমিট লোগো বিশিষ্ট টি শার্ট

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার,

বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন। অনেকদিন পর আজ আবার হাজির হলাম DIY নিয়ে। যদিও অন্যবারের DIY থেকে আজকের প্রজেক্টটি অনেকটাই ভিন্ন তার কারণ আপনাদের আলাদা করে বলতে হবে না নিশ্চই। আমার বাংলা ব্লগের দ্বি বর্ষ সম্পূর্ণ হতে চলেছে তাই এতো আয়োজন ও উত্তেজনা।

সত্যি কথা বলতে অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটা স্টিমিট লোগো সহকারে টি শার্ট বানালে কেমন হয়, যেটা শুধু বানাবোই না তার সাথে গায়ে লাগিয়ে ঘুরে বেড়াতেও পারবো। তাই আমাদের মাননীয়া/মাননীয় ভেরিফায়েড সদস্যরা যখন দ্বি বর্ষের প্রাক্কালে DIY বিষয়ক প্রতিযোগিতা চালু করলেন সেদিনই ঠিক করে ফেলেছিলাম কি করবো। স্টিমিট লোগো বিশিষ্ট টি শার্ট বানানোর এতো ভালো সুযোগ আর কখন পাবোনা তাও আবার প্রতিযোগিতার মধ্য দিয়ে। সুযোগ পেতেই তাই সেটাকে দুহাতে লুফে নিলাম।

GridArt_20230606_161731510_copy_1228x921.jpg


উপকরণ

  • কালো টি শার্ট
  • চক
  • তুলি
  • সাদা ফেব্রিক
  • পিচ বোর্ড
  • ক্লিপ

GridArt_20230606_161612415_copy_1228x921.jpg


ধাপ ১

  • প্রথমে কালো টি শার্ট টির মাঝখানটা শক্ত করে চেপে টানটান নিয়ে পিচ বোর্ডে কিছু ক্লিপের সাহায্যে আটকে দিলাম।

GridArt_20230606_161627935_copy_1228x921.jpg


ধাপ ২

  • তারপর চক দিয়ে জামার উপরে একটা বৃত্ত এঁকে নিলাম।

GridArt_20230606_161644242_copy_1228x921.jpg


ধাপ ৩

  • বৃত্তটিতে আঁকিবুঁকি টেনে স্টিমিট এর লোগোর মতো করে বানিয়ে ফেললাম।

GridArt_20230606_161654776_copy_1228x921.jpg


ধাপ ৪

  • লোগো আঁকা শেষ করে বাড়তি চকের দাগ গুলো ভেজা তুলো দিয়ে মুছে ফেললাম তারপর লোগোর ঠিক নীচে "STEEMIT" লিখে নিলাম।

IMG_20230604_123931_copy_1119x833.jpeg


ধাপ ৫

  • লোগোর এবং STEEMIT এর মধ্যে প্রথম স্তরের সাদা ফেব্রিক রং দিয়ে ভরে কিছু সময়ের জন্য ফেব্রিক রং শুকোতে ছেড়ে দিলাম।

GridArt_20230606_161718143_copy_1228x921.jpg

IMG_20230604_142535_copy_1123x857.jpeg


ধাপ ৬

  • মিনিট ৩০ পর জামার উপরে ফেব্রিক রং কিছুটা শুকিয়ে গেলে আবার দ্বিতীয় পরতের ফেব্রিক রংয়ের প্রলেপ দিয়ে জামা ফের শুকোতে দিলাম।

IMG_20230604_152641_copy_1209x907.jpeg

IMG_20230604_155502_copy_1151x863.jpeg


ধাপ ৭

  • ফেব্রিক পুরোপুরি শুকিয়ে গেলে লোগোর দু কোনায় এল আকৃতির দুটো টান দিয়ে নিলাম।

GridArt_20230606_163321506_copy_1228x921.jpg


ধাপ ৮

  • দু কোনায় তুলির টান দিতেই হয়ে গেলো আমার কাঙ্খিত শার্টটি।

IMG_20230604_185826_copy_1192x894.jpeg




IMG_20220926_174120.png

Vote bangla.witness


Support @heroism by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

|| Join HEROISM ||

Sort:  
 last year 

আপনি তো দেখছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মতো স্কিন প্রিন্ট করেছেন। তবে এখানে কোন স্কিন প্রিন্ট ব্যবহার করেছেন সেটা ঠিক বুঝতে পারলাম না! তবে অসাধারণ হয়েছে ভাই, এক কথায় সুপার হয়েছে।

 last year 

আরে ভাই! আপনার মতো কি আর পারি? আপনি যা বানিয়েছেন। সেরা।

 last year 

দারুন একটা টি-শার্ট তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন দাদা। কমিউনিটির নাম দিয়ে যদি আমাদের সকলকে এই ধরনের একটা টি শার্ট দেয়া যেত তাহলে হয়তোবা অনেক ভালো হতো।

 last year 

সেটা করাই যায়, তবে দুই দেশের মানুষ এতো ছড়িয়ে ছিটিয়ে আছেন। সবাইকে পাঠানো যথেষ্ট কঠিন।

 last year 

প্রিয় দাদা, প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাই চমৎকার পোস্ট তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।ফেব্রিক রং ব্যবহার করে খুবই চমৎকার একটি লোগো তৈরি করেছেন। আপনার তৈরির লোগোটি দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। অসাধারণ সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ বিদ্যুৎ দা। ভালোবাসা অবিরাম। 🥰

 last year 

দারুণ হয়েছে দাদা। হাত এঁকেও এমন সুন্দর কাজ করা যায় এটা তেমন একটা দেখিনি। স্টিমিট এর লোগোটিও একদম পার্ফেক্ট হয়েছে। আহ এমন একটি টি শার্ট গিফট পেলে ভালো লাগতো খুব। শুভেচ্ছা রইলো দাদা।

 last year 

মুছতে মুছতে জীবন প্রায় ওষ্ঠাগত হয়ে গেছিলো। হাঃ হাঃ

 last year 

দাদা প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি ফেব্রিক কালার দিয়ে টি-শার্টের উপরে স্টিমেট লোগো তৈরি করেছেন দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আপনি চমৎকারভাবে ধাপে ধাপে তৈরি টা আমাদেরকে দেখেছেন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ তুহীন ভাই 🥰।

 last year 

দাদা প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।আপনার তৈরি diy টি চমৎকার হয়েছে এবং আমার কাছে খুবই ইউনিক লেগেছে।লেখাটি একদম নিখুঁত হয়েছে যেটা আমার কাছে বেশি ভালো লেগেছে।টি শার্টটি কালো রঙের হওয়াতে সুন্দরভাবে ফুটে উঠেছে।ধন্যবাদ দাদা।

 last year 

জীবন বেরিয়ে গেছে। হাঃ হাঃ।

 last year 

আজ আমারও diy তৈরি করতে গিয়ে আপনার মতোই সেম হয়েছে দাদা।

 last year 

এই প্রতিযোগিতার মাধ্যমিক খুবই সুন্দর একটা স্টিমিট লোগো তুলে ধরেছেন টি-শার্টের মধ্যে। সত্যি ভাইয়া আমি তো প্রথমে ভেবেছিলাম এটা হয়তো ডিজিটাল আর্ট। কিন্তু আপনার পোস্টে ঢুকে দেখে আমি তো একেবারেই মুগ্ধ। এরকম কাজগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আমার কাছে মনে হয়, এটি পরলে আপনাকে অনেক সুন্দর লাগবে ভাইয়া। টি-শার্টের ভেতরে কালার টাও খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনার এরকম একটা দক্ষতা মূলক কাজ দেখে চোখ ফেরাতে পারছিলাম না। সত্যি ভাইয়া, আপনার দক্ষতার প্রশংসা তো অবশ্যই করতে হচ্ছে।

 last year 

আপনার DIY গুলো খুব ভালো হয়, তাই আপনার থেকে বাহবা পেয়ে সত্যিই ভালো লাগছে।

 last year 

দাদা প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। টি -শার্টে এত সুন্দরভাবে একটি লোগো তৈরি করেছেন নিজের হাতে যা দেখে অনেক ভালো লেগেছে।টি-শার্টের ভেতরের কালার টা অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। সত্যি দাদা আপনার দক্ষতার প্রশংসা করতে হয়।

 last year 

হাত দিতে বানাতে গিয়ে অনেক সময় লেগে গেলো। হাঃ হাঃ।

 last year 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ দাদা। আপনি ফেব্রিক রঙ দিয়ে খুব সুন্দর স্টিমিট লোগো টি শার্টে শেয়ার করেছেন। দারুন হয়েছে দেখতে।আমার কাছে খুবই ভালো লেগেছে।আপনি এর প্রক্রিয়াগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 last year 

ধন্যবাদ দিদি। 🤗

 last year 

দাদা আপনার থেকেই যেহেতু এত সুন্দর আইডিয়া বের হয়েছে শুধু শুধু আমার কাছে আইডিয়া চেয়েছিলেন। আপনার টি-শার্টের উপরের লোগো তৈরির আইডিয়াটি খুব ভালো লেগেছে আমার কাছে। আপনি যেরকম চিন্তা করেছিলেন ঠিক সেরকমই লোগোটি তৈরি করতে পেরেছেন আমার মনে হয়। বিশেষ করে কালো কালারের টিশার্ট হওয়ার কারণে লোগোটি আরো বেশি ফুটে উঠেছে। খুব সুন্দর লেগেছে আপনার টি-শার্টটি আমার কাছে। এই টি-শার্টটি পড়ে একদিন ছবি শেয়ার করেন ভালো লাগবে আশা করি।

 last year 

দিদির কাছে ভাই আইডিয়া তো চাইবেই, তাই নয় কি?

যেমন চেলেছিলাম পুরোপুরি সেরম না হলেও কাছাকাছি পেরেছি। প্রায় ২ ঘন্টা ধরে কালো টিশার্ট খুঁজে সেটাকে পেয়েছি। হাঃ হাঃ

অবশ্যই শেয়ার করবো দিদি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67241.85
ETH 3492.89
USDT 1.00
SBD 2.68