পুজো পরিক্রমা ২০২৪: কুমোরটুলি পার্ক
নমস্কার বন্ধুরা,
আহিরীটোলা থেকে হাঁটতে হাঁটতে চলে গেলাম কুমোরটুলির দিকে। মাঝে বেশ কিছুটা পথ থাকে যেটা কুমোরটুলির ভেতর দিয়ে হেটে যেতে হয়। কোথাও কোথাও তৈরি হওয়া প্রতিমা নজরে আসে। সেরকম বহু কুমোরের ঘর দেখে পৌঁছলাম আমার পরের গন্তব্যে কুমোরটুলি পার্ক। কলকাতার পুজোর মানচিত্রে কুমোরটুলি পার্কের নাম উল্লেখযোগ্য। কুমোরটুলি পার্কের ২০২৪ সালের ভাবনা, ১ নং গার্স্টিন প্লেস। পুজোতে মূলত শ্রেষ্ঠ বাঙালি গায়ক গায়িকাদের-কে উৎসর্গ করা হয়েছে। বাণী কুমার, পঙ্কজ কুমার মল্লিক, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, তাদের গান নিয়েই এবছরের থিম। ২০২৪ সালে তাদের থিমে ঐতিহ্যের ছোঁয়ার রয়েছে সেই সাথে ইতিহাস আর স্মৃতিকে নতুনভাবে প্রকাশ করাও হয়েছে।
কুমোরটুলি পার্কের মন্ডপ বানানো হয়েছে একটা বিশাল আকারের রেডিওর মত। সেই সাথে মণ্ডপের সামনে বানানো হয়েছে বড় ভিনাইলের প্রতিকৃতি। কাঠ, ফাইবার আর কাপড়ের মেলবন্ধনে তৈরি করা হয়েছে মন্ডপ। বাইরে থেকেই দেখতে খুবই সুন্দর লাগছিল আমি ধীরে ধীরে মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেলাম। মন্ডপের ভেতরে ঢোকার পথেই দেখতে পেলাম সব বিজ্ঞ বাঙালি গায়ক গায়িকার ছবি। মন্ডপের ভেতর বানানো হয়েছে গানের সাথে যে সমস্ত যন্ত্র জড়িত রয়েছে তাদেরকে ঘিরে। কোথাও বিশাল গ্রামাফোন কোথাও বা বিশাল বড় বড় ভিনাইল। সেই সাথে মন্ডপের প্রতিটা অংশে জায়গা পেয়েছে বাঙালি শ্রেষ্ঠ সব গায়ক গায়িকারা। মন্ডপের ভেতর যেন আস্ত একটি চাঁদেরহাট। বাঙালির প্রত্যেকটা যুগের শ্রেষ্ঠ মানুষজন মন্ডপে দেওয়ালে রাখা হয়েছে। মন্ডপের ভেতর দেখে যে কোন মানুষকেই পুরনো সময় ফিরে যেতে হবে।
মায়ের মূর্তি বানানো হয়েছে মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখে। মন্ডপের ভেতরের অসাধারণ আলোক সজ্জায় আরো সুন্দর লাগছিল।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS

Upvoted! Thank you for supporting witness @jswit.