চলচ্চিত্র রিভিউ : বর্ন ফ্রি // ১০% লাজুক 🦊-কে

in আমার বাংলা ব্লগ2 years ago


নমস্কার বন্ধুরা,

সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। আজ ফের আপনাদের সাথে আরো একটি চলচ্চিত্রের রিভিউ নিয়ে হাজির হলাম। আজকে যে চলচ্চিত্রটি নিয়ে হাজির হয়েছি তার নাম বর্ন ফ্রি। ২০১৭ সালে মুক্তি পাওয়া বর্ন ফ্রি, ৯-৫ টার একঘেঁয়ে জীবনে আটকে পড়া মানুষ গুলোর স্বাধীন হওয়ার গল্প, তাঁদের জীবনে হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকে নতুন ভাবে দেখার।


সূত্র : YouTube


চলচ্চিত্র
বর্ন ফ্রি
পরিচালক
সুশান্ত বালিগা
অভিনয়
সুমিত ব্যাস, মুক্তি মোহন, অতুল শ্রীবাস্তব, করিম হাজী
চিত্রনাট্য
সন্দ্বীপ বালান
মুক্তি
১৯-শে মে, ২০১৭
দেশ
ভারত
ভাষা
হিন্দি
সময়
৪০ মিনিট


পটভূমি

শুরুর দৃশ্যে গোয়া যাওয়ার একটি ফ্লাইট টেক-অফের জন্য প্রস্তুত নিচ্ছে। যাত্রীরা নিজেদের আসনে বসছেন। সেখানেই আমরা প্রধান চরিত্রগুলোর সাথে পরিচিত হই।


সূত্র : YouTube

কর্পোরেট কোম্পানিতে কর্মরত সমর্থ প্লেনে বসেও কাজ করে চলেছে তাঁর পাশের সিটেই এসে বসেন শর্মাজি। শর্মাজি সমর্থের থেকে সম্পূর্ণ বিপরীত চরিত্রের। সমর্থ যেখানে বেশ গম্ভীরভাবে কাজে ব্যাস্ত সেখানে শর্মাজি বেশ খোশমেজাজের মানুষ। সমর্থ ফ্লাইটেও ল্যাপটপের প্রতি আচ্ছন্ন হয়ে কোম্পানির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে চলেছে। কথায় কথায় শর্মাজি তাঁর অল্প বয়সের গল্প করেন যখন তিনি অভিনেতা হতে চেয়েছিলেন কিন্তু তার বাবা অভিনেতা হওয়ার স্বপ্ন পূরণ হতে দেয়নি। শর্মাজি বন্ধুদের সাথে গোয়া যাওয়ার কথা থাকলেও সেটাও পূরণ হয়নি, তাই তিনি এখন গোয়ায় ঘুরতে যাচ্ছেন। অন্য প্রান্তে সমর্থ, একটি পণ্য লঞ্চের জন্য উপস্থাপনা করতে গোয়ায় উড়ে যাচ্ছেন। জানা যায় সমর্থ এই প্রজেক্টটিতে গত ২ বছর ধরে কাজ করে চলেছে। দুই বিপরীত ধর্মী মানুষের মাঝে সহযাত্রী হিসেবে আসে বন্যা শর্মা, যিনি পেশায় একজন ভ্রমণ ব্লগার।


সূত্র : YouTube

সমর্থ জীবন যেখান একঘেয়ে, বিরক্তিকর সেখানে বন্যা নিজের শর্তে জীবনযাপন করছে। কাজের মাঝে সমর্থের সাথে বন্যার দেখা হতে থাকে। জাহাজের ডেকে দাঁড়িয়ে দুজনের মধ্যে জীবন নিয়ে নানা কথা হয়।

সূত্র : YouTube

বন্যার স্বাধীন জীবন দেখে সমর্থ তার কর্পোরেট কর্মজীবন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। সমর্থের দ্বিধা স্পষ্ট হয় যখন তার বস সমর্থের দুই বছর ধরে করা কাজে খুঁত ধরতে থাকে। উদাসীনতা দেখাতে শুরু করে। শেষে পণ্য লঞ্চের দিন সমর্থের কাজ চুরি করে নিজেই উপস্থাপনা করতে চাইলে সমর্থ হাসতে শুরু করে।


সূত্র : YouTube

কয়েকমাস পর সমর্থ স্ট্যান্ড কমেডি করতে দেখা যায় যেখান দর্শকদের মাঝে পূর্বের কর্পোরেট জীবন নিয়ে মজা করছে।


আমার অভিমত

বর্ন ফ্রি নতুন ভাবে জীবনের অর্থ আমাদের সামনে তুলে ধরেছে। চলচ্চিত্রটি বছরের পর বছর ধরে উপেক্ষা করতে থাকা নিজের ভালোলাগার জায়গা গুলোকে পুনরুদ্ধার করতে বলে। পরিচালক ৯-৫ জীবনে অভ্যস্ত মানুষ গুলোকে নিজেদের খোলস ছেড়ে বেরিয়ে এসে বাঁচার পরামর্শ দিয়েছে।

সুমিত ব্যাস ও মুক্তি মোহন দুজনেই তাদের চরিত্রে বেশ মানানসই। শর্মাজির চরিত্রে অতুল শ্রীবাস্তবের অভিনয় আমার দারুন লেগেছে।


রেটিং

পরিচালনা
কাহিনী
অভিনয়৭.৫




Support @heroism Delegating your SP

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 2 years ago 

দাদা এই ধরনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র গুলো দেখতে বেশ ভালই লাগে। কাহিনীটিও পড়লাম। আমার কাছে তো বেশ ভালই মনে হল। সুযোগ পেলে দেখে ফেলব কোন এক সময়। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

কাহিনীটা বেশ ভালো। ৯-৫ টার জীবনে আটকে পড়া মানুষদের খুবই ভালো লাগবে।

 2 years ago 

দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনার মাধ্যমে খুবই সুন্দর একটি মুভি রিভিউ দেখতে পেলাম, এই মুভিটি আমার দেখার সৌভাগ্য হয়নি কিন্তু আপনার মুভি রিভিউ দেখে সম্পূর্ণ মুভি কাহিনী ও চরিত্র বুঝতে পারলাম, শুভেচ্ছা ও শুভকামনা রইল দাদা আপনার জন্য।

 2 years ago 

মন্তব্য কি করবো। দেখতে বসে গেলাম । সর্ট ফ্লিম গুলো ভাল লাগে । ধন্যবাদ দাদা একটু হলেও নতুনত্ব খুজে পেয়েছি। ভাল থাকবেন। ধন্যবাদ।

 2 years ago 

দাদা আপনার আজকের বার্ন ফ্রী সিনেমার রিভিউ টি আমার খুব ভালো লেগেছে। সিনেমার গল্পটি সত্যি' প্রেরণাদায়ক। ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন, প্রেরণাদায়ক।

 2 years ago 

ঠিক বলেছেন দাদা। বর্ন ফ্রী খুব সুন্দর করে জীবনের অর্থ তুলে ধরেছে । আমিও চলচিত্রটি দেখেছি। আমার কাছে মোটামুটি লেগেছে চলচ্চিত্রটি।
আর খুব সুন্দর করে উপস্থাপন করেছেন দাদা চলচ্চিত্রটি সম্পর্কে। চলচ্চিত্রের রিভিউটা খুব ভালো লিখেছেন ও দারুণভাবে উপস্থাপন। করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর করে একটি চলচ্চিত্রের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ তোমাকেও ভাই! ভবিষ্যতে যখন চাকরি জীবনে ঢুকবে তখন সিনেমাটার নিগূঢ় গল্পটা ভেসে উঠবে।

 2 years ago 

এই চলচ্চিত্রটি আমি দেখেছি বলে মনে হয় না। কিন্তু আপনার রিভিউ দেখে মনে হচ্ছে খুব সুন্দর একটি চলচ্চিত্র। আমি সময় করে এই চলচ্চিত্রটি দেখে নিব। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

একঘেঁয়ে জীবনে আটকে পড়া মানুষগুলোর জন্য অল্প অক্সিজেন মাত্র। ধন্যবাদ রকি দা 🤗

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56477.82
ETH 2390.38
USDT 1.00
SBD 2.33