চারচাকার সন্ধানে // ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার,

অন্য শনিবার গুলোর থেকে এই শনিবারটা একদমই ভিন্ন ছিলো। আসলে শনিবারে আমার বাইরে যাওয়া বিশেষ থাকে না তাই চেষ্টা করি সপ্তাহের যে সমস্ত কাজগুলো করছি করবো বলে আটকে রাখি সেগুলোকে ধীরে সুস্থে সব করে ফেলা। আজকে যদিও সেসব তুলে রেখে বোনের সাথে ওর জন্য গাড়ি দেখে কাটালাম।

সূত্রপাত কয়েক সপ্তাহ আগে, বোন জানালো সে গাড়ি কেনার চিন্তা ভাবনা করছে। নতুন গাড়ি কেনার কথা ভাবছে। অনেক বোঝালাম তার পরে নতুন গাড়ি কেনার পরিবর্তে সেকেন্ড হ্যান্ড গাড়ির দিকে ঝুঁকেছে। আমি নতুন গাড়ির পরিবর্তে দু-চার বছর পুরাতন গাড়ি কেনার পক্ষপাতী তার কারণ, বোন নতুন গাড়ি চালানো শিখেছে ফলে গাড়ির টুকটাক ধাক্কা লাগাটা অস্বাভাবিক নয় তাছাড়া আরেকটা কারন হলো নতুন গাড়ির থেকে ২-৪ বছর পুরোনো গাড়ি অর্ধেক দামের থেকেও কমে পাওয়া যায়। সেজন্য কদিন ধরেই বেশ কিছু পুরাতন গাড়ি দেখছিলো, এ পর্যন্ত সব ঠিক ছিলো।

হুট করে শনিবার সকালে সবে বিছানা ছেড়ে উঠেছি সাথে সাথেই গাড়ি পছন্দ হয়েছে যেতে হবে বলে হুঙ্কার।বেশ কয়েকজন ব্যবহৃত গাড়ির ডিলারের সাথে কথা বলেছে। সবকিছু শুনে পড়িমড়ি করে হাতের সামনের যা কাজ ছিল শেষ করে অল্প ম্যাগি খেয়ে বেরিয়ে পড়লাম। বোন, আমি, বোনের কর্মচারী রাজা আর এক বয়স্ক মেকানিক।

প্রথম যাওয়া হয়েছিল দা ফোর হুইলস, সল্টলেকে সেখানে বেশকিছু গাড়ি থাকলেও আমাদেরকে যেগুলো দেখানো হলো সবই ১০-১২ বছর পুরনো গাড়ি আর দাম আকাশছোঁয়া। দু'লক্ষ থেকে আড়াই লক্ষ টাকা, যেটা আমাদের কাছে অনেকটা বেশি লাগছিলো। আমাদের সাথে যে মেকানিক কাকু গিয়েছিলেন তিনিও গাড়ি গুলোতে টেস্ট ড্রাইভ করে সেগুলো কেনার জন্য বাধা দিলেন।

ফোর হুইলস থেকে বেরিয়ে পড়লাম পরের ডিলারের উদ্দেশ্যে, উত্তর কলকাতায়। বোন আগে থেকো তাদের সাথে কথা বলে ২০১২ সালের একটি গাড়ি পছন্দ করে রেখেছিলো, দাম আড়াই লক্ষ টাকা। দুর্ভাগ্য হতে পারে কিংবা ডিলারের ছলনা হতে পারে আমরা সেখানে যখন পৌছাই ততক্ষণে নাকি গাড়িটা বিক্রি হয়ে গেছে! তারা অন্য আরেকটি গাড়ির কথা বললেন যেটা ওয়ার্কশপ থেকে দুদিনে আসবে। আমরা চিন্তা করলাম বাড়ি থেকে এতো দূর যখন এসেছি তখন ওয়ার্কশপে গিয়ে দেখে নেওয়া যাক। বেরোনো হলো ওয়ার্কশপের দিকে। প্রায় ৬ কিলোমিটার দূর ওয়ার্কশপে পৌঁছে গিয়ে দেখি গাড়ি পুরো বিবর্ণ, নতুন রং চড়ছে। চিন্তা হলো, গাড়িটাকে কতটা বাজে ভাবে ব্যবহার করলে পুরো গাড়িটার রং চটিয়ে নতুন রঙের পাশাপাশি ঝালাই করতে হচ্ছে।

মানে মানে সেখান থেকে বিদায় নিয়ে বাড়ির কাছে ফেরা হলো, আরেকটা গাড়ির খোঁজ পেয়ে। দাম অনেকটাই কম। গাড়ির ইঞ্জিন অন করতেই অদ্ভুত আওয়াজ বেরোতে শুরু করলো যেটা মোটেই গাড়ির নয়। মেকানিক সাহেব বোনকে আরো কয়েকদিন গাড়ি দেখার পরামর্শ দিলো যেটা আমার বেশ ভালো লেগেছে।

সারাদিন ঘোরাঘুরি করে অনেক মূল যে কথাটা অনুধাবন হলো সেটা হলো ডিলারের কাছ থেকে মোটেই গাড়ি কেনা যাবে না। দেখতে ভালো হলেও গাড়িগুলোতে কিছুই থাকবে না তাই এখন আরো কয়েকদিন অপেক্ষা করাই শ্রেয়।






Support @heroism by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 2 years ago 
  • দাদা আপনার বোন গাড়ি চালানো শিখেছে যেনে খুবই ভালো লাগলো। আসলে গাড়ি চালানো শেখার মধ্যে অনেক আনন্দ আছে আমারও খুব ইচ্ছা আছে। গাড়ি চালাতে আমারও মন চায়। আজকে আপনি খুবই সুন্দর একটি পোস্ট করেছেন আসলেই পুরনো গাড়ি অনেক কম দামে ভালো মানের গাড়ি ও পাওয়া যায়। তবে ডিলারের কাছ থেকে গাড়ি নেওয়া ঠিক না। কারণ তারা মিথ্যা কথা বলে, গাড়ি বিক্রি করে। যাইহোক আপনার অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার খুবই ভালো লেগেছে।
 2 years ago 

পুরনো গাড়ি অনেকটা লটারির মতো। ভালো হতে পারে আবার খুব খারাপ। সবটাই আন্দাজে কেনা আরকি।

 2 years ago 

দাদা গাড়ি সম্পর্কে আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই তাই আপনাদের কে কোন সুপরামর্শ দিতে পারলাম না। তবে এতটুকু বলতে পারব যে, ধৈর্য ধরে দেখেশুনে যে কাজটা করবেন আশা করি সেটা ভালো হবে। তাছাড়া আপনার ভাগ্যে যে গাড়িটা থাকবে অবশ্যই সেটা পেয়ে যাবেন আশা করি। শুভকামনা শুভকামনা রইল যেন আপনার মনের মত একটা ভালো গাড়ি পেয়ে যান।

 2 years ago 

ধৈর্য্য ছাড়া কোনো কাজেই সফলতা পাওয়া যায় না। অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেইও।

 2 years ago 

ডিলারের কাছ থেকে মোটেই গাড়ি কেনা যাবে না।

এই কথাটা কিন্তু একদমই ঠিক বলেছেন দাদা। ডিলারের কাছ থেকে গাড়ি কিনলে আমারও মনে হয় গাড়িটার মধ্যে কিছুই থাকবে না। আপনার বোন গাড়ি চালানো শিখেছে জেনে খুবই ভালো লাগলো। আরে জন্য গাড়ি কিনতে চায় এটাও শুনে অনেক ভালো লাগলো। কিন্তু হ্যাঁ আপনি ঠিকই বলেছেন দুই চার বছরের পুরনো গাড়ি কিনলে কিন্তু অনেক দাম কম পাওয়া যাবে। গাড়ি কেনার জন্য এ রকম একটা অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। পরে যখন গাড়ি কিনবেন ওই মুহূর্তটা নিশ্চয়ই শেয়ার করবেন। এটা দেখার আশায় রইলাম।

 2 years ago 

দাদা পুরাতন পুরাতন বাদ দিয়ে একটা নতুন নিয়ে ফেলেন। নতুন টা নষ্ট হয়ে গেলে না হয় আরেকটা নিবেন😁। না হলে গাড়ির ইঞ্জিন স্টাডিতে ওই অদ্ভুত আওয়াজই পাবেন হাহা(মজা করলাম দাদা😁)।

 2 years ago 

পুরাতন গাড়িতে হাত ঠিক করে নিয়ে নতুন নেবে বলেছে। পুরাতন গাড়ি কিনতে আমিই বলেছি 😆

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 59715.05
ETH 3186.24
USDT 1.00
SBD 2.42