বছর খানেক পর ক্রিকেটে হাত

in আমার বাংলা ব্লগlast month

নমস্কার বন্ধুরা,

বছরখানেক বাদে খেলাধুলা হলে শরীরে ব্যাথা হওয়াটা এক অবধারিত বিষয়। বিগত বছরের শীতে একদিন খেলতে যাই তারপরে যে কি পরিমাণে গা-হাত-পা ব্যথা হয়েছিল সেটা আর বলবার নয়। ঠিক হতে হতে চার পাঁচ দিন সময় লেগেছিল বিশেষ করে কাঁধের পেশি গুলো মেরামত হতে বেশ খানিকটাই সময় লেগেছে। আসলে শারীরিক কোন ধরনের কসরাত বা পরিশ্রম না হলে এই জিনিসটা হয়ে থাকে। তবে বর্তমানে শরীর ঠিক রাখার জন্য হাঁটাচলা করতে থাকি কিন্তু কসরত সেভাবে হয় না। যোগব্যায়াম কিংবা কোন ধরনের এক্সারসাইজ কোনটাই করে ওঠার সময় পাই না। সেজন্য প্রথমে যখন ক্রিকেট খেলা হবে শুনে বেশ কয়েকবার ডাক পেয়েছি যাওয়ার খুব একটা সাহস হয়নি।

কলিগরা বেশ কয়েকবার বললো তখন শেষমেষ না গিয়ে পারা গেলো না। বিগত রবিবার খুব সকালে উঠে খেলতে গিয়েছিলাম। আমি যে সমস্ত কলিগের সাথে ওঠাবসা করি তারা শীত আসলে নিজেদের মধ্যে ক্রিকেট টুর্নামেন্ট খেলে। মূলত অনেকগুলো কোম্পানির প্রচুর পরিমাণে কর্মচারী এবং আমার মত কিছু ফ্রিলান্সার নিজেদের মধ্যে ক্রিকেট টুর্নামেন্ট চালায়। সেজন্য শীত আসলেই জোরকদমে সবার মধ্যে খেলা শুরু হয়ে যায়। সারা বছর হাত ঘুরিয়ে বল না খেলে হঠাৎ করে যদি বল করি তাহলে কেমন হয় বলুন তো। হ্যাঁ ঠিকই ধরেছেন। বল করার পরে হাত নিয়ে রীতিমতো ব্যথায় কাতরাচ্ছি।

1000060693.jpg

1000060692.jpg

খুব সকালবেলা উঠেই চলে গিয়েছিলাম রবীন্দ্র সরোবরের বিবেকানন্দ পার্কে। মজার বিষয় সরোবরের কাছে পিঠে আমার অল্প কিছু ক্লাইন্ট অফিস আগে। সেজন্য রবিবারে খেলতে গিয়ে বেশ ভালই হয়েছে। কিছুটা খেলাধুলো সেরে সোজা ক্লায়েন্ট অফিসে গিয়ে কিছু কাজকর্ম করে সেরে নিতে পেরেছি। যদিও রবিবারটা কাজের দিন নয় তবে এত কাছে এসে কাজ না করে যাওয়াটা আমার কাছে পাপের মতই মনে হয়। বিবেকানন্দ পার্কের পুরোটা জুড়ে বয়স অনুযায়ী খেলাধুলা হয়ে থাকে। সেখানে কচিকাঁচা থেকে শুরু করে বুড়ো, সবাই খেলাধুলা করে। আমরাও বুড়োরা একটা নেট ভাড়া নিয়েছিলাম, সেখানেই মূলত প্র্যাকটিস টা হচ্ছিল।

1000060694.jpg

শুরুতে পেলাম বোলিং। তিন চারজন বোলার খেপে খেপে বল করছিলাম। আমি সবমিলিয়ে ৩৬ খানা বল করেছি, যার শুরুর তিনটে বল পিচের মাঝে এবং তারপর কটা বল ওয়াইড। আদপে এতদিন পর বল করছি সেজন্য লাইন লেন্থের একদম বারোটা বেজে গেছে। তবে ব্যাট করতে খুব একটা সমস্যা হলো না। ব্যাট করলাম এবং বলা চলে রীতিমতো ভালই ব্যাট হলো, কংক্রিট পিচে যেটা খুবই স্বাভাবিক। কিছু স্ট্রোক প্লে করলাম এবং বেশ কিছু ছক্কার মতো হাঁকিয়ে দিতে পারলাম। তবে বেশ কিছু হাফ শট হয়ে যাচ্ছিল, আশা করি পরের খেলাতে এই দিকটা ঠিক হয়ে যাবে।

1000060691.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

দাদা দীর্ঘদিন পর হঠাৎ করে খেলাধুলা করলে শরীর এমনিতেই ব্যথা করে। তবে কয়েকদিন খেলাধুলা করলে ব্যথা চলে যায়। যাইহোক আপনি বোলিং ততটা ভালো করতে না পারলেও, ব্যাটিং বেশ ভালো করেছেন,জেনে খুব ভালো লাগলো। ক্রিকেট খেলতে আমারও খুব ভালো লাগে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.33
TRX 0.26
JST 0.041
BTC 97807.65
ETH 3619.12
USDT 1.00
SBD 3.36