পয়লা আগস্টের দিনপঞ্জি

in আমার বাংলা ব্লগ3 years ago





লকডাউনের পর এই প্রথমবারের জন্য শপিং মলে গিয়েছিলাম, তবে আমার জন্য নয়। @nabanitad র বোনের জন্মদিনের গিফট।

বিকেলের একটু আগে যাওয়ার জন্য মল মোটামুটি ফাঁকাই ছিলো। জামাকাপড় গলিয়ে দেখার জন্য ওরা মহিলাদের ট্রাইল রুমে গেলে আমি ক্যাশ কাউন্টারের পাশে দাঁড়িয়ে ছিলাম।

দাঁড়িয়ে আছি, এমন সময়ে এদিক ওদিক তাকিয়ে দেখি দুজন ভদ্রলোক ক্যাশ কাউন্টারের পাশের একটা সিটে বসে আরামসে মোবাইলে ব্যস্ত। দেখে মনে হলো বউ কিংবা পছন্দের মানুষের সাথে এসেছে। জানে সময় লাগবে তাই আরাম করে বসে আছে।

অনেকে দিন ধরেই শুনি মেয়েরা পোশাক পছন্দ করতে অনেকটা সময় নেয় তাই তাদের সাথে আসা ছেলেদের জন্য আলাদা বসবার জায়গা বানানো হয়। আজকে তার চাক্ষুস করলাম। গ্রুপের বিবাহিতদের হয়তো অনেক অভিজ্ঞতা আছে 😁।

দেখে নিজের ভাগ্যের প্রতি একটু খুশি হলাম। @nabanitad এসবে খুবই ডিসাইসিভ। চট করে পছন্দ করে বিল মিটিয়ে বেরিয়ে আসে।

আজকেও তাঁর ব্যতিক্রম হয়নি। কিনেই বেরিয়ে আসা হলো। মল থেকে বেরিয়েই তিনজন সোজা অমুলের পার্লারে কুলফি খেতে আসা হলো। অমুলের যেকোনো ধরনের কুলফি বা দুগ্ধজাতীয় খাবার আমার খুবই ভালোলাগে।

সেখান থেকে বেরিয়েই ট্রেন ধরে বাড়ির পথে রওয়ানা দিলাম। বাড়ি পৌঁছতে রাত ৯:৪০ বেজে গিয়েছিল

ধন্যবাদ

Sort:  
 3 years ago 

সুন্দর ছিল আপনার মূহুর্ত গুলো ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.26
JST 0.042
BTC 97960.39
ETH 3466.65
USDT 1.00
SBD 2.40