বনবিবির মেলায় // ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago



নমস্কার,

স্কুটার নিয়ে রোড ট্রিপ তো হলো তবে রোড ট্রিপের পেছনের কারনটা তো বলা হয়নি। আসলে পিসির শশুর বাড়ির গ্রামে বাৎসরিক পাঁচদিনের একটা মেলা হয়, বনবিবির মেলা। বিগত কয়েক বছর থেকে মেলা ঘুরে আসার নেমতন্ন থাকলেও সময়াভাবে হয়নি। তাছাড়া ট্রিপের শেষে কিছু না থাকলে ৪০ কিলোমিটার গাড়ি চালিয়ে আসাটা বোকামি হত। ছোটো বেলা থেকেই বনবিবির মেলার কথা অনেক শুনলেও চাক্ষুষ দেখবার সুযোগ পাইনি। পাঁচ দিন ব্যাপী এই মেলায় পাঁচদিনই কিছু কিছু যাত্রাপালা কিংবা অপেরা গান থাকেই।

মেলা মানেই তো মানুষের মিলন এই কথাটার পুরোটাই বনবিবির মেলায় সত্যি হয়। দুটো ধর্মের মিলন। হিন্দুদের সাথে বেশ কিছুসংখ্যক মুসলিমদেরও দেবী বনবিবি। বনবিবি হলেন সিংহবাহিনী বনদুর্গা, মূলত সুন্দরবন এলাকাতেই এই পুজার আধিক্য দেখা যায়।

পুজোর সূত্রপাত নিয়ে অনেক মতভেদ থাকলেও আমার মনে হয় সুন্দরবনের বাঘের ভয় থেকেই শুরু হয়েছিল বনবিবির পুজো। পুরনো দিনের বাঘের উপদ্রব তো ছিলো সাথে নদী নালা ভেরি মাঝে দ্বীপের মতো গ্রাম।গুলোতে মানুষজন বেশ বাঘের শিকার হতো। বিশেষ করে যারা মধু সংগ্রহ করতে সুন্দরবনের জঙ্গলের ভেতরে চলে যায়। তাদেরই হইতো কোনো পূর্বপুরুষ বনবিবির পূজা প্রচলিত করেন। আমার মনে হয় হয়তো এটাই এর পিছনের আসল কারণ হতে পারে। যাইহোক এ সব নিয়ে পরে কোনো একদিন আলোচনা করা যাবে আজকে মেলায় ঘোরার অভিজ্ঞতায় ভাগ করে নিই।

সন্ধ্যেবেলায় অল্পস্বল্প করে মানুষ যাতায়াত করা শুরু দেখে আমরাও ঘুরতে বেরিয়ে পড়লাম, ধীরে ধীরে রাত গড়াতেই লোকের সংখ্যা বাড়তে থাকলো। রাতের অপেরা দেখার ভীড়।

মেলায় কিছু খাওয়া-দাওয়া না করলেও পিসির আদেশে খুরমা, বাদাম কিনে মেলার চারপাশটা ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম।

হঠাৎ একজায়গা থেমে গেলাম, একটা লোহার দোকানের সামনে। অনেকদিন ধরেই আমি খুঁজছিলাম তাই আজকে যখন হাতের নাগালে ছিলো কিনেই ফেললাম। রান্না নতুন নতুন শিখেছি তবে বটির ব্যবহার মোটেই পারি না, একটা সবজি কাটার সেফের চাকু দরকার বেশ কিছুদিন থেকেই ছিলো মেলায় প্রমান সাইজের চাকু দেখে লোভ সামলাতে পারলাম না, কিনেই ফেললাম।

ঘোরাঘুরি করতে করতেই অপেরা শুরু হয়ে গিয়েছে, বাড়ি ফেরার পথে তাই একঝলক দেখেই এলাম।

Sort:  
 3 years ago 

৪ নং ছবিটিতে খবারটি কে আমারা আঙ্গুলি বলি😋এটি আমার খুবই পছন্দের। আর লোহার দোকানটি দেখতে কিছিটা ভয়ও লেগেছে।

যাক আপনার সন্ধ্যা টি মনে হয় ভালোই কেটেছে। বেশ আনন্দমুখর ছিলেন

 3 years ago 

আঙ্গুলি নামটা তো বেশ। আসলে একেক জায়গায় একেক নাম, খাবার একইরকম।

লোহার দোকান সবজি কাটার চাকু কিনে ফেললাম। ধন্যবাদ দিদি 🤗

 3 years ago 

বনবিবির মেলায় বেশ ভালোই ঘোরাফেরা করেছেন ভাইয়া। এই ধরনের মেলা আগে কখনো দেখা হয়নি। মেলার ফটোগ্রাফি দেখে মনে হচ্ছে মেলাটি বেশ ভালোই জাঁকজমকপূর্ণ ছিল। মেলায় ঘোরাঘুরি করতে আমার কাছে খুব ভালো লাগে। মেলাতে ভিড় বাড়লে মেলার জাঁকজমকপূর্ণতা অনেক বেড়ে যায়। আপনার সন্ধ্যার সময়টি বেশ ভালোই কেটেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

বেশ জমজমাট ছিলো। রাতের বেলায় ছবি ভালো আসলে আরো কিছু ছবি দিতে পারতাম। ধন্যবাদ আলামিন 🤗

 3 years ago 

বনবিবির মেলায় দৃশ্য গুলো আমার খুব ভালো লাগছে। আশা করছি মেলার প্রতিটা মুহূর্ত আপনি খুবই আনন্দের সাথে উপভোগ করেছেন। খুবই সুন্দর সময় পার করেছেন।আপনার ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লেগেছে। আপনি প্রতিটা মুহূর্ত খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাই 🤗

 3 years ago 

এখনও যাএা পালা হয় এটা একটু অবাক করা বিষয়। এই যাএাপালা টা কখনো দেখা হয় নাই।

এবং আমি একটি বইয়ে পড়েছিলাম বাঘের আক্রমন বা উৎপাত থেকে বাঁচতে সুন্দরবন সংলগ্ন মানুষ বনবিবি/বনদূর্গার পুজো করে থাকে।

আর দাদা আপনি চাকু দিয়ে কী করবেন। সবজি কাটবেন নাকী😄😄।

বেশ সুন্দর ছিল পোস্ট টা।।

 3 years ago 

অপেরা গোছের হয়, এই মেলায় সেটাই পাঁচদিনে পাঁচটা।

পুজোর পেছনে অনেক মতামত আছে, তবে সঠিক কোনটা জানিনা।

সবজি কাটার জন্য 😆

 3 years ago 

হুম বুঝতে পারছি নতুন অবস্থায় অনেক কিছুর ব্যবহারই একটু ঝামেলা মনে হয়, তবে আমাদের সমাজে এখনো বটির কদরটা একটু বেশী চাকুর তুলনায়।

মেলা খুব একটা দেখা যায় না এখন, আগে প্রতি বছর বাবার কাছে বায়না ধরে মেলায় যেতাম, পুতুল নাচ, চরকি চড়া এবং নানা রকম স্বাদের খাবার খাওয়ার সুযোগ মিস করতে চাইতাম না কিন্তু সেই সুযোগটি এখন হারিয়ে যাচ্ছে খুব দ্রুততার সাথে। মেলার দৃশ্যগুলো ভালো লেগেছে। ধন্যবাদ

 3 years ago 

বটির কদর সত্যিই অনেক বেশি, তবে কেমন যেন মনে হয় হাত কেটে যাবে তাই চাকু ব্যবহার করি।

মেলার পরিমান কমছে। করোনায় আরো কমে গেছে। কবে যে পরিস্থিতি ঠিক হয়!!

 3 years ago 

যাত্রাপালা কিংবা অপেরা গান থাকেই।

আচ্ছা এই অপেরাটা কি আমি বুঝতে পারিনি ঠিক।
আর এখনো যে যাত্রাপালা হয় এটা দেখেই তো অবাক হয়ে গেলাম আমি।

 3 years ago 

যাত্রার মতোই, শুধু গান আকারে। যাত্রা হয়, করোনায় কমেছে এই যা!

অনেকদিন বাদে এমন মেলার রুপ দেখলাম। বহুদিন মেলা দেখা হয় না। খুবই ভালো লাগলো আজকের আপনার পোস্ট দেখে। একটা মেলা দেখলাম,অনেক কিছু ভাবলাম। অসংখ্য ধন্যবাদ ভাই এমন কিছু আমাদের সাথে শেয়ার করার জন্য। খুব ভাল্লাগছে আমার।

 3 years ago 

আমাদের এদিকে শীতে ভালোই মেলা হয়, তবে গত দুবছরে সংখ্যাটা খুবই কম। আপনার ভালো লাগলো এটাই আমার পাওনা 🤗

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 55290.41
ETH 2357.13
USDT 1.00
SBD 2.32