চতুশ্চক্র যানের সন্ধান সমাপ্তি // ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার,

গাড়িটা অবশেষে কেনা হয়েই গেলো। শুনি খুঁজতে খুঁজতে নাকি বাঘের দুধ পাওয়া যায় এতো সাধারন একটা গাড়ি। গাড়িটা হাতে পাওয়ার পর যখন শুনলাম বোন নাকি প্রায় ছয় মাস ধরে গাড়ির খোঁজে ছিলো, শুনে আমি বেশ অবাকই হলাম যে এতোদিন ধরে খুঁজেছে অথচ আমরা ঘুনাক্ষরেও টের পাইনি।

যখন গাড়ি দেখতে বেরোনো হলো ভাবিনি' গাড়িটা সত্যি সত্যি আজকেই কেনা হয়ে যাবে। গাড়ির ডিলারের কাছে যাওয়ার পথে বারবার একটা কথাই মাথায় আসছিলো যে বোনের পছন্দ করা গাড়িটার ইঞ্জিনটা হয়তো খুব একটা ভালো হবে না কারন ওই গাড়ির মডেলটি বাজারে খুব দুর্নাম।

যা ভেবেছিলাম তাই হলো, বোন যে গাড়িটা পছন্দ করে এসেছিলো সেই গাড়ি চালু করা মাত্রই বোঝা গেলো ইঞ্জিনে আর অবশিষ্ট কিছুই নেই। তথাকথিত ইঞ্জিনের আওয়াজের পাশাপাশি আরো অনেক কিছুর আওয়াজ পাওয়া যাচ্ছিলো। বাজে আওয়াজের কারনে গাড়ির যে মেকানিকটিকে নিয়ে যাওয়া হয়েছিলো তিনি না বলার আগেই আমরাই না বলে দিয়েছি।


ভাবলাম আজকেও ব্যর্থতা হাতে বাড়ি ফিরতে হবে কিন্তু ওদিকে যে বোন আগে থেকেই গাড়ি কিনবে এই মন স্থির করে এসেছিলো সেটা ঠাহর করতে পারিনি। ডিলারের কাছে ফিরে এসে আগের গাড়ির পরিস্থিতি বর্ণনা করতেই উনি আমাদের আরেকটি গাড়ি দেখার অনুরোধ করলেন। ফোর্ড কোম্পানির ফিগো, ২০১৪ সালের গাড়ি।

গাড়ির বাহ্যিক পরিস্থিতি দেখেই আমাদের বেশ পছন্দ হলো। পূর্ব অভিজ্ঞতায় যেখানে প্রতিটি গাড়ির বডি অনেক আলগা ছিলো সেখানে ফিগো বেশ পোক্ত। গাড়ি তো আর বাহ্যিক অবস্থা দেখে কেনা হয় না, ইঞ্জিনটা আসল। গাড়ির টেস্ট ড্রাইভ দরকার। মেকানিক কাকু ড্রাইভারের আসনে বসে যেই না গাড়ি চালু করলো আমাদের পছন্দ আরেকটু বেড়ে গেলো। গাড়ি ব্যতীত আর কোনো আওয়াজ নেই।

কিলোমিটার দুয়েক চালাতেই বোনের পছন্দ হয়ে গেলো। তৎক্ষণাৎ গাড়ির দাম করে গাড়িটা কিনে ফেলা হলো। চোখের সামনে এতো দ্রুত সবকিছু হতে দেখে বেশ হকচকিয়ে গিয়েছিলাম। কাগজপত্রের কাজ সেরে গাড়ি করে হাতে পেতে পেতে বেলা অনেকটাই গড়িয়েই গেলো।

হাফ প্যাকেট ম্যাগিতে সারাদিন কাটানোর পর যখন জয়ের চওড়া হাসি নিয়ে বাড়ি ফিরছি তাঁর আগে অল্প চায়ে চাঙ্গা হতেই হলো।





Support @heroism by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 2 years ago 

গাড়ি নিয়ে লেখা আগের পোস্টটি আমি পড়েছিলাম। শেষমেষ গাড়িটা কিনতে পেরেছেন জেনে খুবই ভালো লাগলো। গাড়ি কিনতে পারে আপনার বোনের ও নিশ্চয়ই খুবই ভালো লাগছে। গাড়ির ছবিটা কিন্তু খুবই ভালো লেগেছে। আমার কাছে প্রথম গাড়িটা থেকে পরে যে গাড়িটা কিনেছিলেন ওইটাই ভালো লেগেছে। এত অসাধারণ একটি অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আপনার সাথে সাথে আমরাও উপভোগ করতে পারলাম।

 2 years ago 

প্রথম যে গাড়িটা দেখেছিলাম সেটা মোটেই ভালো ছিলোনা। পুরো গাড়িটাই লরঝড়ে।

বোনকে তো বেশ খুশিই দেখলাম। ধন্যবাদ 🤗

 2 years ago 

সব ভালো লাগলেও এই মাটির ভাড়ে চাটা ভালো লাগেনা মোটেও।দেখলেই খেতে ইচ্ছে করে।
বাই দা রাস্তা,ট্রিট চাই ট্রিট।😂

 2 years ago 

আমার বোনের কাছে চাইতে হবে। যার গাড়ি সেই দিক 😆

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67475.08
ETH 3475.54
USDT 1.00
SBD 2.65