কবিতা : ‘সবুজ শ্যামল’ - তনুজা সরকার | আবৃত্তিতে : নির্মাল্য

in আমার বাংলা ব্লগ2 years ago


টেমপ্লেট ও কপিরাইট : Pixabay

নমস্কার বন্ধুরা,

সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ। আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমি ভালো আছি। আপনাদের সামনে আমি আরো একটি নতুন কবিতা আবৃত্তি নিয়ে হাজির হয়েছি।

আজ আমি আমাদের সকলের প্রিয় তনুজা দির আরো একটি কবিতা আবৃত্তি রূপে তুলে ধরছি। আবৃত্তি সিরিজে এটি আমার নবম উপস্থাপনা। আমার আজকের পরিবেশন, সবুজ শ্যামল। তনুজা দির প্রতি লেখাতেই জীবনধর্মী বাস্তবতা লুকিয়ে থাকে, আজকের কবিতাতে তার ভিন্নতা হয়নি। আজকের কবিতায় লেখিকা গ্রামের জীবন সম্পর্কে তুলে ধরেছেন। যেটা অভিমত পর্যায়ে গিয়ে আরো আলোচনা করা হবে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক।


সবুজ শ্যামল

তনুজা সরকার

সবুজ দিগন্ত আজি তোমারই ভূবন
যেখানে যাই সেথা মধুর কূজন
সোনালী ধানের ক্ষেত ঝলমল করে
সোনার রবি সেথায় ঢেউ খেলে চলে।।

কত সুরে পাখি সব করে কলরব
তাল গাছে ঝুলে আছে বাবুইয়ের ঝাঁক।
বাহু প্রসার করে বৃক্ষ নাচে হওয়ার তালে
দিগন্ত নীল রঙের ফুল সুর মেলায় তাতে।

শাপলা ভাসে নদীর জলে দেখতে ভালো লাগে
রাত্রি এলেই মুক্ত আকাশ ছড়ায় চাঁদের আলো।
তারাই তারাই রাতের আকাশ নতুন রূপে সাজে
ইট পাথরের শহরে তুমি পাবে না কো খুঁজে।।

খড়ের ছাওয়া কুটির খানি ওই খানে দেখা যায়
বাংলার বধূ সন্ধ্যাকালে তুলসী প্রদীপ দেয়।
রাখাল গরুর পাল লয়ে ফেরে গৃহ পটে,
ঘণ্টা কাশর শঙ্খ ধ্বনি বাজিয়ে হয় সন্ধ্যা মুখরিত হয়।
লম্প প্রদীপ খানি টিম টিম করে জ্বলে
কি যে সুখ রাখায় আছে তাহার ভিতরে।।

সকালে আবার পাখির ডাকে ঘুমটা ভেঙ্গে যাবে
এমন মধুর সকাল বেলা কোথায় গেলে পাবে?
তাইতো আমার মন ছুটে যায় গায়ের পথটি ধরে।
গ্রাম ছেড়ে এই শহরে বাঁচবো কেমন করে?
জন্মিলে আবার যেনো এই সবুজ শ্যামল
মাটিতে ঠাই পাই হেথা।।


আমার মতামত

সবুজ শ্যামল কবিতাটি কবি প্রকৃতির সৌন্দর্য্যকে উৎসর্গ করে লিখেছেন। কবিতায় লেখিকা নিজের প্রকৃতি প্রেমের দিকটা ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। কবিতার প্রতি অক্ষরেই রয়েছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের গুনগান।

কবি কংক্রিটের জঙ্গলে থেকে একঘেঁয়ে হয়ে গিয়ে বারবার প্রকৃতির টানে প্রকৃতির মাঝে ছুটে চলে যেতে চান। যেহেতু কবিতার মূলে রয়েছে গ্রামের সহজ সরল জীবন যাপন, প্রকৃতি আর গ্রামের মানুষের রীতিনীতি। সেই গুলোই কবিকে আরো বেশি করে টেনেছে।

গ্রামে সকালটা হয় পাখির কলরবের মধ্যে। যা শুনে ঘুম ভাঙ্গে। কবির ইচ্ছে তার সকালের ঘুমটাও যেন পাখির ডাকেই ভাঙ্গে। যেটা একমাত্র গ্রামেই সম্ভব। কবি তাই শহরের ছেড়ে গ্রামে চলে যেতে চান। কবির ইচ্ছে তার জন্ম হলে যেন ফের গ্রামেই হয়, সবুজ শ্যামল প্রকৃতির মাঝে।


আবৃত্তি


ধন্যবাদ




Support @heroism by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

|| Join HEROISM ||

Sort:  
 2 years ago 

দাদা আপনি অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন আসলে গ্রামের কথা মনে করতে গেলে অনেক কিছুর কথা মনে পড়ে যায় ।চারদিকে সবুজের সমারহ ,পাখির কলরব ,গাছে বাদুর ঝুলে থাকা ,পানিতে ভেসে থাকা শাপলা , আসলেই এসব প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। চারদিকে দেখতে কেমন একটা অসাধারণ লাগে ।দাদা আপনি প্রতিনিয়তয় অনেক সুন্দর সুন্দর কবিতা আমাদেরকে উপহার দিয়ে থাকেন আপনার কবিতাগুলো পড়তেম অনেক ভালো লাগে। ধন্যবাদ দাদা এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

দাদা, আপনার কবিতা আবৃত্তি শুনে পুরো মুগ্ধ হয়ে গেলাম। মনে হচ্ছিলো কোনো প্রফেশনাল কবি কবিতা আবৃত্তি করছে। আরো এমন আবৃত্তি শুনতে চাই দাদা। ভালোবাসা অবিরাম।

 2 years ago 

দাদা আপনি কবিতাটি ধীরে ধীরে খুবই যত্ন সহকারে এত সুন্দর ভাবে আবৃত্তি করেছেন যে একবার শুনে বারবার কবিতাটির আবৃত্তি শুনতে ইচ্ছে করছে। এত সুন্দর মিষ্টি কন্ঠে 'সবুজ শ্যামল'কবিতাটির আবৃত্তি শুনতে পেলে সত্যিই আমি আজ খুবই আনন্দিত। দাদা আপনার কন্ঠে আবারো পরবর্তী আরো একটি কবিতা শোনার অপেক্ষায় রইলাম।

 2 years ago 

আপনার আবৃত্তি শুনতে আমার কাছে বেশ ভালো লাগে ‌ আমি প্রায় বিভিন্ন জনের আবৃত্তি শুনে। আপনি এর আগেও বেশ কয়েকবার তনুজা বৌদি ব্লাকস ওফ্যান্টম দাদার কবিতা আবৃত্তি করেছেন। আপনার আজকের আবৃতি কেউ অনেক সুন্দর ছিল। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি কবিতা আবৃত্তি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

কন্ঠ হচ্ছে কবিতা আবৃত্তির আসল বিষয়। যেটি আপনার কন্ঠে রয়েছে। বিশ্বাস করেন বা না করেন আপনি আবৃত্তি করটা কন্টিনিউ করুন দেখবেন দারুন ভাবে দর্শক আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে। ভাল লেগেছে দাদা। নতুনের অপেক্ষায় রইলাম।

 2 years ago 

তনুজা দির প্রতি লেখাতেই জীবনধর্মী বাস্তবতা লুকিয়ে থাকে, আজকের কবিতাতে তার ভিন্নতা হয়নি।

ঠিকই বলেছেন ভাইয়া, তনুজা বৌদির প্রতিটি কবিতায় বাস্তবধর্মী জীবনের প্রতিচ্ছবি ফুটে ওঠে। আপনি তনুজা বৌদির লেখা এই সুন্দর কবিতাটি খুবই অসাধারণ ভাবে আবৃত্তি করেছেন। আপনার কবিতা আবৃত্তি আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

লেখা যেমন , তেমন আবৃত্তি। দাদা বেশ ভালো আবৃত্তি করো তুমি। ভালো থেকো । অনেক শুভ কামনা।

 2 years ago 

কবিতাটির মধ্যে প্রকৃতির বাস্তব চিত্র ফুটে উঠেছে।কবিতাটির প্রতিটি লাইনের ছন্দ ছিল অত্যন্ত সুমধুর ও ছন্দময়। এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য কবিকে অন্তরের অন্তস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আমাদের মাঝে কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ সহ শুভকামনা কামনা করছি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 66181.33
ETH 2700.56
USDT 1.00
SBD 2.88