মাসালা চিকেন রেসিপি // ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago


২৬-শে সেপ্টেম্বর, ২০২১


নমস্কার,

আমার বাংলা ব্লগ এ আজ উৎসব তাঁর পেছনে কারণটা আমাদের সবার জানা, তা হলো আজ টিনটিন বাবুর জন্মদিন। আর টিনটিন বাবুর জন্মদিনের দিন আমিও একটা নতুন পদ রান্না করবো সেটা আগে থেকে ভাবিনি। ওদিকে টিনিটিন বাবুর জন্মদিন উপলক্ষে দাদা, বৌদি আর দীপ্ৰরা নানান পদ রান্না করছে এদিকে আমিও বা পিছিয়ে থাকি কেন!! রেঁধে ফেললাম মাসালা চিকেন। বেশি কথা না বাড়িয়ে সোজা চলে যাবো রন্ধনপ্রণালীতে।


নিজস্বী


রান্না শুরুর প্রথমে রান্নার ব্যবহৃত উপকরণ গুলো দেখে নেওয়া যাক।

উপকরণ

  • ৫০০ গ্রাম মুরগির মাংস
  • ১০০ গ্রাম টক দই
  • ১ টা আলু
  • ২৫ গ্রাম কাজু
  • ১০০ গ্রাম পেঁয়াজ
  • ৪০ গ্রাম রসুন
  • ২৫ গ্রাম আদা
  • ধনে পাতা
  • ৫ টা কাঁচা লঙ্কা
  • ২ টো টমেটো
  • ১ টেবিল চামুচ হলুদ গুঁড়ো
  • ১ টেবিল চামুচ জিরে গুঁড়ো
  • ১ টেবিল চামুচ লংকার গুঁড়ো
  • ১ টেবিল চামুচ ধনে গুঁড়ো
  • ১/২ চামুচ গোটা জিরে
  • ২ টেবিল চামুচ নুন
  • ৩ টা তেজপাতা
  • ২ টো শুকনো লংকা
  • ১০০ গ্রাম সর্ষের তেল

প্রথমে মাংস ধুয়ে একটা পাত্রে নিলাম। আলুর খোঁসা ছাড়িয়ে দুফালি করলাম। পেঁয়াজ ধুয়ে এবং আদা-রসুন ছাড়িয়ে বাদবাকি সব উপকরণ হাতের কাছে নিয়ে নিলাম।


উপকরণ

এবার চলুন যাই মূল রান্নায়।

রন্ধনপ্রণালী

ধাপ ১

  • মিক্সার গ্রাইন্ডারে টমেটো, কাজু বাদাম আর ধনে পাতা পেস্ট বানিয়ে একটা পাত্রে রাখলাম। তারপর রসুন আর আদার পেস্ট বানিয়ে নিলাম।

পেস্ট

ধাপ ২

  • মাংসের উপরে টক দই, অল্প আদা রসুনের পেস্ট, আধা চামুচ নুন, আধা চামুচ হলুদ গুঁড়ো মাংসের উপরে ছড়িয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তাপর মেরিনেট হতে রেখে দিলাম।
মশলা দিয়ে দিলাম
মশলা মাখিয়ে নিলাম

ধাপ ৩

  • পেঁয়াজ গুলো খুব ছোটো ছোটো আকারে কেটে নিলাম আর কাঁচা লংকা ও শুকনো লঙ্কার পেস্ট বানিয়ে ফেললাম।
পেঁয়াজ কেটে নিলাম
লঙ্কা পেস্ট

ধাপ ৪

  • হাত ভালো করে ধুয়ে মুছে, ইন্ডাকশন ওভেনে একটা কড়াই বসিয়ে অল্প তাঁতিয়ে নিলাম। তারপর কড়াইতে পুরো তেলটা ঢেলে দিলাম।
তাঁতাতে দিলাম
তেল গরম করতে দিলাম

ধাপ ৫

  • তেল একটু গরম হতেই আলু গুলো কড়াইতে দিয়ে দিলাম। আলু গুলো ভালো করে ভাজলাম। আলুর রং অল্প ব্রাউন হতেই আলু গুলো তুলে একটা পাত্রে রেখে দিলাম।
আলু ভাজছি
আলুর রং ব্রাউন

ধাপ ৬

  • আলু তুলে নিয়ে ওই তেলেই গোটা জিরে আর তেজ পাতা দিয়ে অল্প ভেজে নিলাম তারপর পেঁয়াজ, জিরে গুঁড়ো, লংকার পেস্ট নিয়ে মিনিট পাঁচেক ভাজলাম।
পেঁয়াজ ভাজছি
মিনিট পাঁচেক পর

ধাপ ৭

  • ভাজা পেঁয়াজে কাজু টমেটোর পেস্ট দিলাম তারপর তাতে আধা চামুচ হলুদ গুঁড়ো, এক চামুচ জিরে গুঁড়ো, এক চামুচ লংকার গুঁড়ো আর এক চামুচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ভাজলাম ।

ধাপ ৮

  • পেঁয়াজ-কাজু-টমেটোর সাথে মশলা পুরোপুরি মিশে তা থেকে তেল বেরিয়ে গেলে মেরিনেটেড মাংস গুলো কড়াইতে দিয়ে দিলাম।

ধাপ ৯

  • মাংস কিছুটা কষিয়ে নিতেই সমস্ত জল শুকিয়ে গেলো। তারপর কিছুটা নাড়াচাড়া করতেই কড়াইয়ের চারিদিকে তেল বেরিয়ে এলো।

ধাপ ১০

  • তেল বেরিয়ে আসতেই তিন কাপ মতো জল কড়াইতে ঢেলে দিলাম, তারপর আঁচটা কমিয়ে দিয়ে কড়াইতে লিড লাগিয়ে দিলাম।

ধাপ ১১

  • মিনিট ২০ ফোটার পর ঢাকনা খুলে মাংস টিপে দেখলাম। মাংস একটু শক্ত থাকাতে আরো একটু জল দিয়ে ফুটতে রেখে দিলাম।

ধাপ ১২

  • আরো মিনিট ২০ ফোটার পর দেখলাম মাংসের জল প্রায় শুকিয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে।

ধাপ ১৩

  • ওভেনটা বাড়িয়ে দিয়ে মাংসে গরম মশলার গুঁড়ো দিয়ে ঘেঁটে দিলাম। তারপর মিনিট দুয়েক কড়াইয়ের ঢাকনা লাগিয়ে রেখে দিলাম।

ধাপ ১৪

মিনিট দুয়েক পর ঢাকনা খুলে অল্প ধনে পাতা ছড়িয়ে দিলাম। ব্যাস আমাদের মাসালা চিকেন তৈরী।


মাসালা চিকেন


আজ এখানেই শেষ করছি, টিনটিন বাবুর প্রতি অনেক ভালোবাসা রইলো। আশীর্বাদ করি টিনটিন অনেক বড়ো হও।


১০% পেআউট @shy-fox কে

Sort:  
 3 years ago 

৫০০ গ্রাম মুরগির মাংস
১০০ গ্রাম টক দই
১ টা আলু
২৫ গ্রাম কাজু
১০০ গ্রাম পেঁয়াজ
৪০ গ্রাম রসুন
২৫ গ্রাম আদা
ধনে পাতা
৫ টা কাঁচা লঙ্কা
২ টো টমেটো
১ টেবিল চামুচ হলুদ গুঁড়ো
১ টেবিল চামুচ জিরে গুঁড়ো
১ টেবিল চামুচ লংকার গুঁড়ো
১ টেবিল চামুচ ধনে গুঁড়ো
১/২ চামুচ গোটা জিরে
২ টেবিল চামুচ নুন
৩ টা তেজপাতা
২ টো শুকনো লংকা
১০০ গ্রাম সর্ষের তেল

একেবারে পরিমান মত সবকিছু খুব বিস্তারিতভাবে শেয়ার করেছেন যাতে করে যে কেউ খুব সহজেই একেবারে হুবহু আপনার চিকেন রান্নাটি নকল করতে পারবে। আমার মত যারা রান্না-বান্নায় খুব আনাড়ি তাদের জন্যও খুব সহজ হয়ে গেল ব্যাপারটা। অনেক ধন্যবাদ এত চমৎকার করে বিস্তারিত ভাবে এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

চেষ্টা করলেই পারবে। আমিও শিখছি। বেশ খানিকটা সময় লাগলো তবে শেষ পর্যন্ত হয়েই গেলো

 3 years ago 

শুধু হয়নি, দারুন হয়েছে।

 3 years ago 

"টিনটিন" বাবুর জন্মদিন উপলক্ষে আপনার মাসালা চিকেন রান্নাটা দেখেই বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। আপনি ধাপে ধাপে রান্নার সকল প্রক্রিয়া বুঝেছেন সত্যিই অসাধারণ। শুভকামনা রইল আপনার জন্য, ধন্যবাদ।

 3 years ago 

ঐদিনেই করবো সেটা ভাবিনি। পুরোটাই কাকতলীয় ছিলো। ধন্যবাদ ভাই 🤗

 3 years ago 

দাদা এককথায় অসাধারণ রান্না করেছেন। ছবি দেখে জিভে জল চলে আসলো। খেতে না জানি কতই না মজা হবে। মাসালা চিকেন আমার অত্যন্ত প্রিয় একটি খাবার। রেস্টুরেন্টে গেলে বেশিরভাগ সময় এটাই আমার মেনুতে থাকে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য, আমি আপনার রেসিপিটি দেখে বাসায় এটি রান্না করার চেষ্টা করব।

 3 years ago 

খেতেও বেশ ভালো হয়েছিলো। আলুটা চরম ছিলো। অবশ্যই বানাও, দই আর কাজু ব্যবহার করবে। দারুন লাগবে।

 3 years ago 

হ্যাঁ অবশ্যই।

 3 years ago 

ওইদিন ই কথা হচ্ছিলো এই মুরগী মাংস নিয়ে।
তবে আপনার রান্না দেখে তো অনেক খেতে ইচ্ছে করছে।
ছবিগুলো অনেক লোভনীয় লাগছে।
একদিন খাওয়াবেন 😜

 3 years ago 

হ্যাঁ। সেটা মাথায় ছিলো তাই একপ্রকার আগে থেকে চিন্তা ভাবনা না করেই বানিয়ে ফেললাম। অবশ্যই খাওয়াবো। কলকাতায় আসলে 🤗

 3 years ago 

দুর্দান্ত স্বাদের রেসিপি। দেখেই বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু হয়েছিলো। আমি খাই না। কিন্তু দেখে বুঝলাম। অনেক অনেক শুভেচ্ছা রইলো।

 3 years ago 

হ্যাঁ, তুমি যে মুরগি খাও না সেটা জানি। ধন্যবাদ আমার পোস্ট পড়ার জন্য 🤗

 3 years ago 

আরে বাহ! দারুন তো 🥀
সম্পূর্ণ নতুন ভাবে @kingporos দাদাকে দেখলাম একজন পাকা রাঁধুনি 👨‍🍳
খুব ভালো বিস্তারিত লিখেছেন তা যে কেউ সুন্দরভাবে করতে পারবে।
শুভ কামনা রইল 🥀

 3 years ago 

কি যে বলেন দাদা!! সবে রান্না শিখছি। ধন্যবাদ দাদা 🤗

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57034.02
ETH 3084.35
USDT 1.00
SBD 2.41