চলচ্চিত্র রিভিউ : অধীন // ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)



নমস্কার,

'অধীন' অর্থ নির্ভরশীল। অধীন আমরা যে সমাজে বাস করছি তার বর্তমান পরিস্থিতিকে চিত্রিত করে গড়ে তোলা একটি স্বল্প দৈর্ঘ্যের সিনেমা। সিনেমাটির গল্প সমাজের কর্ম ব্যস্ততার নামে পিতামাতাকে প্রত্যাখ্যান, দায়িত্বহীনতা, মানুষের একাকীত্বকে লক্ষ্য করেই তৈরী৷


YouTube


চলচ্চিত্র
অধীন
অভিনয়
সঞ্জয় মিশ্র, অনুপ্রিয়া গোয়েঙ্কা ও নীরজ প্রদীপ পুরোহিত
পরিচালক
যশ বর্মা
লেখক
পুরুরাভা রাও ও নীরজ প্রদীপ পুরোহিত
মুক্তি
১৩-ই জানুয়ারি, ২০২০
দেশ
ভারত
ভাষা
হিন্দি
সময়
২২ মিনিট


পটভূমি

সিনেমার শুরুতেই দুই ভাইবোন বীর ও মীরাকে বেশ চিন্তিত ভাবে তাদের পৈতৃক বাড়িতে ঢুকতে দেখা যায়। বাড়িতে ঢুকেই তাঁরা তাদের বাবাকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে রান্নাঘরে বাবাকে খুঁজে পেলে দেখে তাদের বাবা রাজেন্দ্র ক্ষীর তৈরী করছেন। ভাইবোন বাবার অসুস্থতার মিথ্যা কথা বলে তাদের বাড়িতে ডেকে আনার জন্য বাবার প্রতি বেশ ক্ষুব্ধ।


Source : YouTube

দীর্ঘ সাত বছর অসুস্থতার কারণে শয্যাসায়ী স্ত্রী নিয়ে সংসার করেন অথচ বীর ও মীরা কেউই তাদের মাকে দেখতে আসে না। খোঁজ নেয় না। রাজেন্দ্র সেই কথা সন্তানদের বলতে বীর ও মীরা পুরানো বিষয় নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দেয়। বীর ও মীরা একে অপরকে দোষারোপ করে তাদের নিজেদের দায়িত্ব উপেক্ষা করতে থাকল। মায়ের ব্যক্তিগত থেকে ব্যক্তিগত জীবন ও কাজকেই বেশি গুরুত্ব দেয়।

বাবা রাজেন্দ্রর কাছ থেকে মায়ের বর্তমান অবস্থা শুনে বীর বা মীরা কেউই মায়ের কষ্ট সহ্য করতে পারে না। রাজেন্দ্র মীরা ও বীরকে তাদের মায়ের দায়িত্ব নিতে বললে ভাই বোন দুজন দুজনকে পরিবার, নৈতিকতা সম্পর্কে বক্তৃতা দিতেই ব্যস্ত থাকে। মীরা তার সমকামী সম্পর্কের কারণে অল্প বয়সে তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য মায়ের উপর এখন রাগান্বিত। বীর অজুহাত দেয় তাদের কাজের জন্য নানা ধরণের লোকজন বাড়িতে আসে সেখানে মাকে নিয়ে গেলে অসুবিধা হবে।

রাজেন্দ্র বছরের পর বছর অসুস্থ স্ত্রীকে দেখাশোনা করার পর মানসিক ভাবে ভেঙে পড়েছে। রাজেন্দ্র সমস্ত আশা হারিয়ে ফেলে তার স্ত্রীর দায়িত্ব সন্তানকে দিয়ে সবকিছু ছেড়ে চলে যাওয়ার পথ বেছে নিয়েছে। রাজেন্দ্র স্বাধীনতা বেছে নিয়েছে। রাজেন্দ্র স্ত্রীর যত্ন নেওয়ার দায়িত্ব থেকে মুক্ত হতে কিছু কঠিন পদক্ষেপ বেছে নেয়। চারটি জীবন মুক্ত করার সিদ্ধান্ত।


Source : YouTube


আমার মতামত

অধীন দর্শকের কাছে খুব সহজ প্রশ্ন জিজ্ঞেস করে, আপনি কোনটা বেছে নেবেন, স্বার্থপর নাকি নিঃস্বার্থ হওয়া? ২২ মিনিট শেষে দর্শক নিজেকে জিজ্ঞাসা করতে বাধ্য হবেন যে আপনি আপনার বাবা মাকে কতটা ভালোবাসেন!

সঞ্জয় মিশ্র বরবারই ভালো অভিনয় করেন, অধীনে রাজেন্দ্রর চরিত্র সঞ্জয় মিশ্র বেশ ভালো অভিনয় দিয়েছেন। অনুপ্রিয়া গোয়েঙ্কা এবং নীরজ পুরোহিত বীর ও মীরার চরিত্রের সাথে সম্পূর্ণ বিচার করেছেন।


রেটিং

পরিচালনা
৯.৫
কাহিনী
১০
অভিনয়
১০




Support @heroism Delegating your SP

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 2 years ago 

মুভিটি কখনো দেখা হয়নি তবে আপনার রিভিউটি পড়ে দেখার ইচ্ছে জাগলো মনে হল মুভি দেখা আমার। আসলে আমি মুভি দেখার আগে মুভিররিভিউ পড়ি তারপর বেছে বেছে মুভি দেখি। ধন্যবাদ ভাই খুব সুন্দর একটি মুভি আমাদের সামনে শেয়ার করার জন্য বিশেষ করে আমার জন্য। 😍🖤🙏

 2 years ago 

শর্ট ফিল্ম দেখতে পারেন। বর্তমান সময়ে শহরের পরিবার গুলোর কথা তুলে ধরেছে।

 2 years ago 

দাদা,আমি বুঝতে পারছি না চলচ্চিত্রের নাম অধীন নাকি আধীন।মনে হয় হিন্দিতে আধীন উচ্চারণ হবে।যাইহোক এই মুভিগুলি খুবই শিক্ষণীয় হয় এবং গুরুত্বপূর্ণ নানা বিষয় সম্পর্কে বার্তা দেওয়া হয় ।বাস্তব জীবনের ঘটে যাওয়া বিষয়কে তুলে ধরা হয়েছে।খুব সুন্দর করে রিভিউ দিয়েছেন।ধন্যবাদ দাদা।

 2 years ago 

হিন্দি উচ্চারণ হয় "আধীন" বাংলায় "অধীন", অর্থ একটাই। বেশি ক্ষনের না তবে খুবই মর্মস্পর্শী।

 2 years ago 

ঠিক আন্দাজ করে লিখেছিলাম তাহলে দাদা😊

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56519.24
ETH 2991.31
USDT 1.00
SBD 2.16