মরশুমের দ্বিতীয় বিয়েতে // ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago



নমস্কার,

মরশুমের দ্বিতীয় বিয়ের নেমন্তন্ন। আসলে এ বছরে যে হারে বিয়ে হচ্ছে তা সত্যিই চোখে পড়ার মতো। যেদিকেই তাকাই সেদিকেই শুধু বিয়ে বাড়ি। করোনার কারনে গত দুবছরে যত বিয়ে আটকে ছিলো এ বছরের ডিসেম্বরে যেন তার সবই হয়ে যাচ্ছে। যদিও আজকের নেমতন্ন পিসেমশাইদের ছিলো। তবে ওই সবান্ধবে নেমতন্ন থাকায় আমিও সঙ্গত দিলাম পিসেমশাইদের সাথে।

সন্ধ্যা বেলায় যখন বেরোনো হলো তখন চারিদিকে শুধুই বিয়ের প্যান্ডেল। শুধুমাত্র কিলোমিটার খানেক রাস্তার মধ্যেই বিয়ের পাঁচ ছয় জায়গায় বিয়ে নজরে এলো।

আমাদের গন্তব্য কাছেই ছিলো তাই পৌঁছতে খুব একটা বেগড়বাই হলোনা। মাঝে রাস্তা খুঁজে পেতে একটু সমস্যা হয়েছিল বটে কিন্তু গুগুল বাবার দৌলতে সেটাও মিটে যায়।

বিয়ের প্যান্ডেল একদমই ভিন্ন ধরনের ছিলো। মাঠের মাঝখানে বিয়ের মণ্ডপ বানিয়ে সেইখানে বিয়ের অনুষ্ঠান চলছে। মণ্ডপের চারপাশে খাবারের টেবিল।

সবকিছুই ভিন্ন ধরনের ছিলো তবে সেসব ভেবে আমার কাজ নেই। আমি যে কাজের জন্য এসেছি সে কাজ করতে পারাই মূল লক্ষ্য ছিলো। জমিয়ে খাওয়া-দাওয়া করা। অপরিচিত জায়গায় গিয়ে খেয়ে দিয়ে মজাও বেশি, আপনি কি করছেন সেদিকে কারও খেয়াল থাকবে না। খেয়াল করলেও তাঁরা আপনাকে চেনেন না তাই কেউ কিছু মনে করলেও কিছুই যায় আসে না।

আমি সাধারনত কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে ডাল খাওয়ার অবশ্যই চেষ্টা করি। আদপে ডাল আমার খুবই পছন্দ, তবে ডাল ছিলো না। তবে একটা ভালো ব্যাপার ছিলো তা হলো সাদা ভাত। চিকেন লাবাবদার, তোপসে ফ্রাই আর ভেটকি পাতুরি দিয়ে খাওয়ার শুরু। তারপর খাসির মাংস।

শেষপাতে সুগার ফ্রি রসগোল্লা, সন্দেশ আর আইসক্রিম।



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 3 years ago 

শীত মানেই বিয়ের সিজেন। এবং গত দুই বছরের জমে থাকা বিয়েটা একেবারে এবার হচ্ছে। বুঝা যাচ্ছে শীতটা আপনার বিয়ে খেতে খেতেই যাবে😄। এবং আপনার টা কবে হবে🤓।

খাবার গুলো খুবই লোভনীয় ছিল। অন‍্যগুলো খেলেও ভেটকির পাতুরি টা কখনো খাওয়া হয়নি। দারুণ একটি পোস্ট ছিল দাদা। ধন্যবাদ শেয়ার করার জন্য।।

 3 years ago 

বিয়ে মানে আনন্দের সময় আপনি খুবই সুন্দর ভাবে উপভোগ করেছেন বিয়েটি আশা করছি। সকল ছবি গুলোই অনেক সুন্দর তুলেছেন আপনি ভাই। শুভকামনা রইল।

 3 years ago 

আহা ভাই!
একটা বিয়েও খেতে পারলাম না। আর সেখানে আপনি বিয়ে খেয়েই চলেছেন।
খাওয়া দাওয়া দেখেই খেতে ইচ্ছে করছে।

 3 years ago 

আসলে ভাই বিয়ে মানে আনন্দ বিয়ে মানে মজা, বিয়ে মানেই নিত্য-নতুন খাবার খাওয়া খুবই আনন্দময় মুহূর্ত সময় কাটানো। আপনি খুবই সুন্দর ভাবে বিয়ের ঘটনা গুলো আমাদের মাঝে বর্ণনা করেছেন এবং আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনি খুবই আনন্দ ভোগ করছেন। আর আপনি ঠিকই বলেছেন করোনা ভাইরাসের কারণে যতগুলো বিয়ে আটকে ছিল এই ডিসেম্বরে সেগুলো হচ্ছে। আপনার এই বিয়ের গল্পটি পড়ে আমার খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

বিয়ে মানেই আনন্দ উৎসব। বিয়ের অনুষ্ঠানে প্রত্যেকটি মানুষের মধ্যে প্রবল আনন্দ দেখতে পাওয়া যায়। বিয়ে দুটি মন কে একত্রিত করে সাথে দুটি পরিবারকেও। বাংলাদেশ এবং ভারতের শীতকালে সবথেকে বেশি বিয়ে দেখতে পাওয়া যায়।

 3 years ago 

প্রথমে দ্বিতীয় বিয়ে শুনে থমকে গেছিলাম ,পরে বুঝতে পারলাম, তবে বিয়ে খাওয়া কিন্তু অনেক মজার ,এটা সমাজের সব থেকে বড়ো একটা রীতি। আমার কাছে খুবই ভালো লাগলো প্রতিটি ছবি ,শেষ কথা হচ্ছে বিয়ে মানে খালি খাওন আর খাওন।

 3 years ago 

আমার একটাই নিমন্ত্রণ ছিল, তার পর হা করে চেয়ে ছিলাম, মানুষ জন বিয়ে করেনি। আমারও খাওয়া হয়নি। পোস্ট পড়ে বড়ো দুঃখ হলো। দাদা তোমাকে সেই লাগছে🤩।

খাবার দাবার কম দেখাও। পেট খারাপ করবে ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.034
BTC 89752.15
ETH 3297.99
USDT 1.00
SBD 3.02