// লেবেল ওয়ান হতে আমার অর্জন // by @kibreay001 . (১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য ).
হ্যালো..
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি
আজকে( বুধবার, জানুয়ারি ১২ /২০২২)।
আমার স্ট্রিম বন্ধুরা আশা করি সকলে অনেক ভাল আছেন । আপনাদের অশেষ রহমত মেহেরবানীতে আমি অনেক ভালো আছি। কিছুদিন আগে আমি আমার বাংলা ব্লগে। আমার পরিচয় পত্র পোস্ট সম্পন্ন করেছি। তারপর আমাকে নিউ মেম্বার ট্যাগ দেওয়া হয়েছে।এরপরে আমি লেবেল ১ এই ক্লাসের জন্য ডিসকডে জয়েন করেছি। এর পর @abb-school ক্লাস করেছি।@abb-school স্কুলের শিক্ষক মন্ডলী অনেক সুন্দর ভাবে আমাদেরকে লেভেল ১ শিক্ষা প্রদান করিয়ে ছেন। যে যে বিষয়ে আমরা শিক্ষা গ্রহণ করেছি। সেই বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। চলো শুরু করা যাক...........
আমি @abb-school থেকে যে বিষয়গুলোতে শিক্ষা গ্রহণ করেছি
🌲ব্লকচেইন কী?
ক্রিপ্টোকারেন্সি কে নিরাপত্তা দেয়ার জন্য ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করা হয়।ব্লকচেইন হল তথ্য সংগ্রহের সম্পূর্ণ নতুন একটি পদ্ধতি। প্রতিটি ব্লকের তার নির্দিষ্ট সংখ্যায় তথ্য সংগ্রহ করতে পারে। একটি ব্লক এর ধারণক্ষমতা শেষ হয়ে যাওয়ার। সাথে সাথে সেটি বন্ধ হয়ে যায়। ফলে নতুন একটি ব্লক খুলে যায়। প্রতিটি ব্লগ একত্রিত হয়ে একটি রেল লাইনের মতো আকার ধারণ করে বা চেনের মতো আকার ধারণ করে।
🌲২৪ ঘন্টায় একজন ব্লগার কতগুলো পোস্ট করতে পারবে?
একজন ব্লগার প্রতি ৫ মিনিট পর পর একটি করে পোস্ট করতে পারবে। তাই ২৪ ঘন্টায় ২৮৮ টি পোস্ট করতে পারবে । আমার বাংলা ব্লগের নিয়ম অনুসারে ২৪ঘন্টায় ৩ টি পোস্ট করতে পারবে।
🌲বেনিফিশিয়ার কি?
একজনের পোস্ট যে পরিমাণ অর্থ উপার্জন হয় তার থেকে কিছু অংশ অর্থ অন্যজনকে দেওয়া কেই বলা হয় বেনিফিশিয়ার। জেমন আমার বাংলা ব্লগের নিয়ম অনুসারে
প্রিয় লাজুক খ্যাঁক১০% বেনিফিশিয়ার দেওয়া লাগে।
🌲পোস্ট করার সময় কেন ট্যাগ ব্যবহার করতে হয়এবং ট্যাগ কিসের ভিত্তিতে নির্বাচন করতে হয়?
পোস্ট করার ক্ষেত্রে ট্যাগ ব্যবহার করাটা অত্যন্ত জরুরী। ট্যাগ ব্যবহার না করলে পোস্ট করা যাবে না । ট্যাগ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সঠিক ট্যাগ ব্যবহার করতে হবে।
ট্যাগ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটু সর্তক অবলম্বন করতে হবে। কেননা প্রত্যেকটি পোষ্টের জন্য ট্যাগ নির্বাচন করা রয়েছে। আপনি যে বিষয়ের ওপর পোস্ট তৈরী করছেন আপনাকে অবশ্যই সেই বিষয়ের ট্যাগ ব্যবহার করতে হবে।
🌲re-write আর্টিকেল কি?
re-write আর্টিকেল হচ্ছে। কোন একটি লেখা হুবহু কপি করে নিজের আর্টিকেলে লেখা। প্রধান অর্থকে উল্লেখ কে উল্লেখ উল্লেখ করে না। কোন সোর্স ব্যবহার না করে লেখা। যদি আমরা কোন বিষয় সম্পর্কে যাচাই করি তাহলে আমাদেরকে অবশ্যই সঠিক সোর্স ব্যবহার করতে হবে। ৭৫ % লেখা আমাদের নিজেকে লিখতে হবে বাকি ২৫% লেখা সোর্স থেকে নিতে পারবে । তাতে কোনো সমস্যা হবে না।
🌲এবিউজ কি?
এবিউজ হ্যালো চালাকি। কোন একটা ভালো জিনিস খারাপ কাজে ব্যবহার করাই হলো এবিউজ। যদি কেউ চালাকি বুদ্ধি ব্যবহার করে বেনিফিট অর্জন করার চেষ্টা করে তখন সেটা ইউজ হিসাবে গণ্য করা হবে।
🌲স্পামিং কি?
কোন একটা জিনিস বার বার ব্যবহার করাই হচ্ছে স্পামিং।আমরা বিভিন্ন ধরনের স্পামিং দেখে থাকি। যেমন একজনের পোস্টে বারবার একই কথা কমেন্ট করা। যেমন একই ধরনের ট্যাগ আমরা বারবার ব্যবহার করে থাকি। আবার একই ছবি বারবার ব্যবহার করা। এটাই হচ্ছে স্পামিং।
🌲প্লাগারিজম কি?
যদি অন্যের কোন লেখা নিজের বলে চালিয়ে দেওয়া হয় তখন সেটাকে প্লাগারিজম বলে। অনেক সময় অন্যের লেখা পুরোপুরি না দিয়ে কিছু অংশ ঘুরিয়ে পেচিয়ে দিয়ে নিজের বলে চালিয়ে দেওয়া কেউ প্লাগারিজম বলে। এক কথায় প্লাগারিজম হল চুরি।
🌲ম্যাক্রো পোস্ট কি?
কোন একটা পোষ্টে যদি শুধুমাত্র একটি ছবি দেওয়া হয় এবং 100 শব্দের কম লেখা হয়। তখন সেটা ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হবে।
🌲যেসকল বিষয়গুলো আমার বাংলা ব্লগ কমিউনিটিতে নিষিদ্ধ?
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে। গরুর মাংস শুকুরের মাংস কোন মর্মান্তিক ঘটনা পশুপাখির কোন মর্মান্তিক ঘটনা রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা কোন ব্যক্তিকে কটুক্তিমূলক কোন রাজনৈতিক বিষয়ে। পোস্ট করা যাবে না। যদি পোস্ট করতে হয় nsfw ট্যাগ ব্যবহার করতে হবে। এই বিষয়ে পোস্ট না করাই উত্তম।
🌲কোন কোন ওয়েবসাইট থেকে কপিরাইট ফ্রি ফটো
সংগ্রহ করা যায়?
https://www.freeimages.com/
https://pixabay.com/
https://www.pexels.com/
🌲কি কি শেয়ার করা যাবে
আমার বাংলা ব্লগে। রেসিপি ভ্রমণকাহিনী গান কবিতা ছড়া ইত্যাদি
🌲ভ্রমণ পোস্ট
ভ্রমণ স্থানের নাম ভৌগলিক অবস্থান দিতে হবে। ভ্রমণের বর্ণনা। অন্তত তিনটি ছবি নিজের একটি ছবি দিতে হবে। লোকেশন ২৫০ শব্দের বেশি লিখতে হবে
🌲ফটোগ্রাফি পোস্ট এর নিয়ম
শুধুমাত্র ফটো দিয়ে পোস্ট করা যাবে না। অন্য কোন জায়গা থেকে ছবি নিয়ে পোস্ট করা যাবে না। ছবির সংক্ষিপ্ত বর্ণনা লোকেশন ক্যামেরার নাম মডেল উল্লেখ করতে হবে। ১০০ শব্দের বেশি লিখতে হবে।
🌲গান ভিডিও দেওয়ার নিয়ম
গীতিকার ও সুরকার গায়ক এর নাম বলতে হবে। গানটি বিকৃত করা যাবে।
🌲রেসিপি দেওয়ার নিয়ম
অন্যের কোন রেসিপি হুবহু শেয়ার করা যাবে না। রেসিপির সাথে নিজের ছবি থাকতে হবে। রান্নার বিভিন্ন ধাপের ছবি দেওয়া লাগবে। সাথে একটি ভিডিও দিলে আরো ভালো হয়।
🌲বই
বইয়ের নাম দেওয়া লাগবে। বইয়ের কোন লেখা কপি করা যাবে না। বইয়
আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম। আপনি লেবেল ওয়ানের পোস্ট অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।আশা করি আপনি সবগুলো ক্লাস করে নিজেকে নিজেকে এখানে প্রতিষ্ঠিত করে আমাদের পাশে থাকবেন।
আপনার সুন্দর মতামত জানানোর জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আশা করি আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা করব।
প্রথমে ভাইয়া আপনাকে আমার বাংলা ব্লগে অভিনন্দন জানাই। আপনি লেভেল 1 এর ক্লাস করে পরীক্ষা দিচ্ছেন জেনে খুবই ভালো লাগলো। নিয়মিত ক্লাস করে এভাবে পরীক্ষা দিলে আপনি খুব দ্রুতই লেভেলগুলো পার হয়ে যেতে পারবেন বলে আশা করি। শুভকামনা রইল আপনার জন্য।
আপনার মতামত জানানোর জন্য অনেক ধন্যবাদ আপনাকে আপু। আশা করি নিয়মিত ক্লাস করে পরীক্ষা দিয়ে দ্রুত লেভেল পার হওয়ার চেষ্টা করব।
লেভেল ওয়ান এর ক্লাস থেকে প্রাপ্ত শিক্ষাগুলো সুন্দর ভাবে তুলে ধরেছেন। সম্পুর্ন পোস্ট পড়লাম। প্রতিটি বিষয়ের বিবরণ খুব সুন্দর ভাবে দিয়েছেন। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য। আপনি আমার পোষ্ট পড়ে আমাকে কমেন্টের মাধ্যমে উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।
প্রথমে আমি আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে অভিনন্দন জানাই।আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম যে আপনি লেভেল ওয়ানের' ক্লাস করে অনেকটাই ধারণা পেয়েছেন কিভাবে আমার বাংলা ব্লগে কাজ করতে হবে আর আমার বাংলা ব্লগের নিয়ম কারণ গুলো কি।আপনি লেভেল ওয়ানের' খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ।
আপনার সুন্দর মতামত জানানোর জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
লেভেল ওয়ান হতে আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন এবং পরিক্ষায় পাশ করেছেন।আপনাকে অভিনন্দন এগিয়ে যান এভাবে শুভ কামনা রইলো।
আপনি অনেক সুন্দর মতামত জানিয়েছেন। আপনার মতামতে আমি অনেক উৎসাহ অনুপ্রেরণা পাচ্ছি।
লেভেল ওয়ানের' পরীক্ষা কিভাবে দিতে হবে এবং কোন কোন প্রশ্নের উত্তর দিতে হবে আপনি এই পোস্টটি না পড়েই পরীক্ষা দিয়েছেন লেভেল ওয়ানের' টেক্সট চ্যানেলে সেই পোষ্টের লিংক দেয়া আছে সেটি পড়ুন এবং পোস্টটি এডিট করুন।
পোস্ট লিংক- https://steemit.com/hive-129948/@abb-school/or-or-level-01-exam
ওকে
লেভেল ওয়ানের' পরীক্ষা কিভাবে দিতে হবে এবং কোন কোন প্রশ্নের উত্তর দিতে হবে আপনি এই পোস্টটি না পড়েই পরীক্ষা দিয়েছেন লেভেল ওয়ানের' টেক্সট চ্যানেলে সেই পোষ্টের লিংক দেয়া আছে সেটি পড়ুন এবং পোস্টটি এডিট করুন।
পোস্ট লিংক- https://steemit.com/hive-129948/@abb-school/or-or-level-01-exam