ফটোগ্রাফি // কয়েকটি রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ17 days ago

হ্যালো.......!!
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০৬-১১-২০২৪)

1000072424.jpg

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ফটোগ্রাফি // কয়েকটি রেনডম ফটোগ্রাফি। আজকে সকাল বেলায় ঘুম থেকে ওঠার পর থেকেই বেশ ব্যস্ত সময় পার করেছি। সকাল বেলায় ঘুম থেকে উঠে প্রথমেই মাঠে গিয়েছিলাম সকালে মাঠের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছিল। আমাদের মাঠে বিভিন্ন ধরনের ফসল আছে শীতকালীন সবজি আছে সেগুলো আমি দেখার জন্য একটু মাঠের দিকে হাঁটতে গিয়েছিলাম। শীতের সকালের কুয়াশা আজকে দেখে সত্যিই আমি বেশ মুগ্ধ হয়েছি। তারপরে বাড়িতে এসে হাতমুখ ধুয়ে প্রথমে মাছের পুকুরের খাবার দেওয়ার জন্য গিয়েছিলাম। মাছের পুকুরে খাবার দেওয়া শেষ করে এসে সকাল সকাল নাস্তা খেয়েছি। তারপরে ভাবলাম আপনাদের মাঝে আজকে একটা পোস্ট শেয়ার করি। চেষ্টা করি আপনাদের মাঝে সপ্তাহে সাত দিন সাত ধরনের পোস্ট শেয়ার করার জন্য। সে ধারাবাহিকতায় আজকে ভিন্ন ধরনের একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক............
ফটোগ্রাফি-১

IMG_20241106_080046.jpg

IMG_20241106_080057.jpg

IMG_20241106_080108.jpg

আপনার প্রথমে উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে তিনটি ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। আমি আপনাদের মাঝে আজকে গ্রাম অঞ্চলের একটি বনের ফুলের ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। এই ফুলের নাম হচ্ছে গ্রাম অঞ্চলের ভাষায় বলা হয় পটপটি ফুল । আসলে এই ফুল দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। আমাদের গ্রাম অঞ্চলে মাঠে-ঘাটে যেকোনো জায়গায় এই ফুল দেখা যায়। তবে বেশিরভাগ সময় শীতের মৌসুমে এই ফুল দেখা যায়। এই ফুল গাছে লম্বা লম্বা ফল হয় সেই ফলগুলোর ছবি তুলে আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে এই ফলগুলো আবার এক সময় পেকে যায় সেই সময় ফলগুলোর কালো আকার ধারণ করে। তখন এই ফলগুলো ও রোদের কারণে পটপট করে ফেটে যায় এই কারণে এই ফুলের নাম দেওয়া হয়েছে পটপটি ফুল। আশা করি আপনারা পড়লে সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন।
ফটোগ্রাফি-২

IMG20240529103844.jpg

IMG20240529103823.jpg

আমি আপনাদের মাঝে আবারও চমৎকারভাবে দুইটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। এবার আমি যে দুটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি, এই ফুলের নাম আমার জানা নেই। নাম না জানা ফুলের ফটোগ্রাফি। আপনাদের যদি কারো এই ফুল দুটির নাম জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে ফুলের নাম দুটো জানাবেন। আসলে ফুল দুটোর কালার হচ্ছে সাদা দেখতে আমার কাছে এই কারণে বেশ চমৎকার লেগেছিল। ফুলগুলো খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছিল তখনই আমি আমার মোবাইলের ক্যামেরায় ধারণ করেছিলাম। এই ফুল দুটো ছবি সংগ্রহ করেছিলাম আমার ছোট দাদীদের বাড়ি থেকে সেখানে অনেক ফুল গাছ রয়েছে। ফুলের মধ্যে একটি মৌমাছি বসে মধু সংগ্রহ করতেছিল সেই সময় আমি ফটোগ্রাফি ধারণ করেছিলাম সত্যিই এই সময় ফটোগ্রাফি ধারণ করা অনেক রিক্স তাও চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
ফটোগ্রাফি-২

IMG20240205155124.jpg

এবার আমি আপনাদের মাঝে শেয়ার করেছি আমাদের বামুন্দি বাজারের প্রাকৃতিক ঔষধীয় দৃশ্যের কিছু ফটোগ্রাফি। আমাদের এলাকায় বামুন্দি বাজারে বিভিন্ন ধরনের মানুষ ঔষধি গাছ এবং বিভিন্ন প্রাকৃতিক ঔষধ বিক্রয় করে থাকে আপনার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। তবে এখান থেকে শুনেছি আমি অনেক মানুষ নাকি উপকৃত হয়েছে। তবে এই জায়গায় আমি বেশিরভাগ সময় মুরুব্বি মানুষদের আসতে দেখি বেশি। তবে এখানে বেশ কিছু ভালো জিনিস বিক্রয় করে আমিও অনেকের সাথে বেশ কয়েকবার এখানে গিয়েছিলাম। সেখান থেকে আমি একবার মধু ইউসুব গুলের ভুষি কাঠবাদাম ও কাজুবাদাম ও পেস্তা বাদাম এ সকল জিনিসগুলো কিনেছিলাম আসলে এগুলো আমি প্রায় প্রতিনিয়ত খেয়ে থাকি। এগুলো খেতে আমার কাছে বেশ ভালো লাগে। বাজারের মধ্যে বসে এই সকল জিনিসগুলো বিক্রয় করছিল তখনই আমি আমার ক্যামেরাবন্দে করে রেখেছিলাম।
ফটোগ্রাফি-৪

IMG_20241106_080118.jpg

IMG_20241106_080129.jpg

আপনারা এবার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে আপনাদের মাঝে একটি কুমড়া ফুলের ফটোগ্রাফি ও একটি কুমড়ার ছবি তুলে শেয়ার করেছি। এই দুটি ফটোগ্রাফি আমি গতকাল সংগ্রহ করেছিলাম আমাদের মাঠে যখন ভুট্টা লাগাতে গিয়েছিলাম তখন। আমাদের জমিতেই কুমড়া গাছ লাগানো আছে সেখান থেকে আমি ফটোগ্রাফি সংগ্রহ করেছিলাম। আসলে বিভিন্ন সময়ে মাঠে আমাদের বিভিন্ন ধরনের সবজি ফসল চাষ করা হয়ে থাকে সেগুলো বাবার সাথে মাঝে মাঝে পড়াশোনার পাশাপাশি দেখাশোনা করি। আসলে বাবার কাজে সহযোগিতা করতে সত্যি আমার কাছে বেশ ভালো লাগে। আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন ফুলের নিচে ছোট্ট একটি কুমড়া ধরেছে। আশা করি এই কুমড়া একদিন অনেক বড় আকার ধারণ করবে। আজকের লেখা পোস্ট এখানেই শেষ করছি। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।


পোস্ট তৈরির বিবরণ
শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসoppo f21s pro
লেখক@kibreay001
লোকেশনগাংনি,মেহেরপুর, বাংলাদেশ
What3Words Locationlocation
✨💞আমার নিজের পরিচয়💞✨

IMG_20240213_153009.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Banner.png

1000061548.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

✨💞আমার লেখা পোস্টটি সকলকে ভিজিট করার জন্য ধন্যবাদ💞✨

Sort:  
 17 days ago 

আপনি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে ভালো লাগলো। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ লেগেছে।

 12 days ago 

চেষ্টা করেছি প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি অসাধারণভাবে সাজিয়ে তোলার জন্য।

 17 days ago 
 17 days ago 

আপনি সুন্দর কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ।যেগুলো দেখে আসলেই মুগ্ধ হলাম ভাইয়া। নাম না জানা ফুলটি দেখতে আসলেই অনেক চমৎকার লাগছে। ধন্যবাদ ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 12 days ago 

চেষ্টা করেছি আমি আমার জায়গা থেকে সুন্দরভাবে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 17 days ago 

আজ আপনি অনেক সুন্দর দেখতে বেশ কয়েকটি রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনি তোলা সবগুলো রেনডম ফটোগ্রাফি ছিল একেবারে মুগ্ধ হয়ে যাওয়ার মত। আমার কাছে আপনার সবগুলো ফটোগ্রাফির থেকে দুই নাম্বার ফটোগ্রাফি একটু বেশি ভালো লেগেছে দেখতে। যে ফটোগ্রাফটা দেখে তো আমি চোখ ফেরাতেই পারছিলাম না।

 12 days ago 

দুই নম্বর ফুলের ফটোগ্রাফি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে জানতে পেরে বেশ খুশি হলাম আপু।

 17 days ago 

বিভিন্ন ধরনের বেশ কিছু নজরকাড়া ছবি দিয়ে সাজিয়েছেন আজকের পোস্টটি। সাদা ফুলটি মিনি গন্ধরাজ৷ জোড়া টগরও বলা যায়৷ আসলে এই ফুলটি ক্রসব্রিড। প্লাস্টিকের বয়াম ভর্তি যে ঔষধ তা না পড়লে ভাবতাম আচার৷

ফটোগ্রাফি গুলো ভালই উপভোগ করলাম।

 12 days ago 

আপনি আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো উপভোগ করেছেন জানতে পেরে বেশ খুশি হলাম আপু।

 17 days ago 

আজ আপনি আমাদের মাঝে বিভিন্ন ধরনের কতগুলো ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছেন। প্রত্যেকটা ফটোগ্রাফির সম্পর্কে আপনি খুব সুন্দর ভাবে বর্ণনা আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে এই ফটোগ্রাফি পোস্টটি করার জন্য।

 12 days ago 

চেষ্টা করেছি আপনাদের মাঝে ফটোগ্রাফি গুলো সম্পর্কে সুন্দরভাবে বর্ণনা দিয়ে তুলে ধরার জন্য।

 17 days ago 

কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি দিয়ে আজকের অ্যালবামটি সাজিয়েছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি ভীষণ সুন্দর হয়েছে। আমি সব সময় ফুল বেশি পছন্দ করি।আপনার ধারণ করা টগর ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে অসাধারণ লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 12 days ago 

টগর ফুলের ফটোগ্রাফি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো আপু।

 17 days ago 

সবকটি ফটোগ্রাফি খুব সুন্দর করে তুলেছেন ভাই৷ কুমড়ো ফুল দেখে বড়া খেতে ইচ্ছে হল৷ আমার বেশ ভালো লাগে৷ আর নাম না জানা ফুলগুলিও বেশ সুন্দর করে তুলেছেন। অনেক ধন্যবাদ এমন সুন্দর সুন্দর ফুল দেখানোর জন্য।

 12 days ago 

অসংখ্য ধন্যবাদ ভাই পোস্ট পড়ে মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 17 days ago 

আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো দারুন ছিল ভাই বিশেষ করে সাদা ফুলের ফটোগ্রাফি টা সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। আপনার ফটোগ্রাফির দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 12 days ago 

সাদা ফুলের ফটোগ্রাফি টা আপনাকে বেশি আকৃষ্ট করেছে জানতে পেরে বেশ খুশি হলাম ভাই।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.21
JST 0.035
BTC 98823.85
ETH 3347.31
USDT 1.00
SBD 3.15