You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৮৭
সহস্র বাধা পেড়িয়ে অপেক্ষারা যখন পূর্ণতার দ্বারে দাড়িয়ে,
সমাজ নামক প্রতিকূলতার কাছে
অন্তরের অনুভূতিগুলো যায় হারিয়ে।
যে অনুভূতিতে শূভ্র কোমলতা ছিল
তা নিমিষেই ধোঁয়ায় মিশে যায়,
প্রাপ্তির দারস্থ হয়েও দু'হাতে
ভালোবাসার শূন্যতা ধরা দেয়।
ভালোবাসায় সবই পূর্ণতা।
হ্যাঁ দাদা।