জাল মেরে মাছ ধরলে একদম টাটকা মাছ পাওয়া যায়। যদিও বাজারে তাজা টাটকা মাছ পাওয়া যায় তবে জাল মেরে মাছ ধরে সেটা রান্না করে খাওয়ার মজা অন্যরকম। আপনার বাবা জাল মেরে যে মাছ ধরেছে এটাকে আমাদের এলাকায় তেলাপিয়া মাছও বলা হয়। যাই হোক আপনার শেয়ার করা রেসিপিটা অনেক লোভনীয় ছিল বিশেষ করে যখন মাছগুলোকে ফ্রাই করে নিয়েছিলেন তখন বেশি লোভনীয় লাগছিল। সত্যি বলতে পরিবেশন করা রেসিপির ছবি থেকে জিহ্বায় জল চলে আসছে আপু।
ঠিক বলেছেন জাল মেরে মাছ ধরলে একদম টাটকা মাছ পাওয়া যায়। মাছগুলো আসলেই খেতে সুস্বাদু ছিল।