"বর্ষ বিদায়" (Poem of my writing"Goodbye to the year")||by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ11 days ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ১৪ই পৌষ | ১৪৩১ বঙ্গাব্দ | রবিবার | শীত-কাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।


প্রতি সপ্তাহে যেমন পোষ্টের ভিন্নতা ধরে রাখতে একটি কবিতা শেয়ার করি সেই সে ধারাবাহিকতায় আজকেও পোষ্টের ভিন্নতা ধরে রাখতে সাপ্তাহিক ধারাবাহিকতায় কবিতা পোস্ট নিয়ে হাজির হয়েছি। বলা চলে একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে প্রতি সপ্তাহে যেন একটি করে কবিতা শেয়ার করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেক দেরি করে সাধারণত বাসায় থাকলে অনেক ভোরবেলায় ঘুম থেকে ওঠা হয় তবে গত দুইদিন ধরে ঢাকায় অবস্থান করছি তাই ঢাকায় আসার পর থেকে আর সকালবেলা ঘুম থেকে ওঠা হয় না। আজকে নয়টার পরে ঘুম থেকে ওঠার পরে চিন্তা করছিলাম আসলে কোন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করব। তখন নিজের প্রোফাইলে গিয়ে বিগত সাত দিনের পোস্ট দেখার চেষ্টা করলাম সেখান থেকে হঠাৎ করে মনে হল সিডিউল অনুযায়ী আজকে কবিতা শেয়ার করলে বেশি ভালো হয়। হঠাৎ আমার পোস্টে সাত দিন আগে কবিতা শেয়ার করা ছিল তাই আজকে আবার ৭ দিন পরে নতুন করে কবিতা পোস্ট করার একটা ধারাবাহিকতা রয়েছে। যাই হোক চিন্তা করছিলাম আসলে কোন বিষয় নিয়ে কবিতা লিখব সাধারণত ভালোবাসা কেন্দ্রিক কবিতাগুলো লিখতে বেশি ভালো লাগে আবার সময় তুলনামূলক একটু কম লাগে। বুঝেন তো এখন তো প্রেম-ভালোবাসার বয়স এজন্যই এই টপিক নিয়ে লিখতে মজা লাগে হা হা হা। তবে চিন্তা করলাম যেহেতু আর দুইদিন পরেই বছরের শেষ তাই বিদায় বর্ষ নিয়ে একটা কবিতা লিখলে সেটা বেশি ভালো হবে।


কবিতা সম্পর্কে আমার অনুভূতি

আপনি যদি আপনার জীবনের পুরো একটি বছরের লম্বা মুহূর্তের কথা চিন্তা করেন তাহলে সেখানে পাওয়া না পাওয়া ভালোবাসা দুঃখ বেদনা সবকিছু মিলেই সময়টা পার করেছেন। আপনার অতীতের কষ্টের মুহূর্ত গুলো ভুলে যেতে চাইলেও সুন্দর মুহূর্তগুলো কখনোই ভুলতে চাইবেন না আবার কিছু ক্ষেত্রে কষ্টের মুহূর্তগুলো স্মরণ রাখতে চাইবেন তবে বছর যখন বিদায় নিবে তখন ধীরে ধীরে সেই মুহূর্তগুলো সময়ের মাঝে চাপা পড়ে যাবে। এটা বাস্তবতার একটা নিয়ম বলা চলে। ঠিক একইভাবে এ বছর আমার না পাওয়ার গল্প হাসিখুশির গল্প সবকিছুই কবিতার ভাষায় অল্প করে প্রকাশ করার চেষ্টা করেছি। আসলে এই লম্বা সময়ের অনুভূতিটা একবারে তো প্রকাশ করা যায় না তবে কবিতার ভাষায় সেই আঙ্গিকে কিছুটা সারসংক্ষেপ প্রকাশ করেছি। মূলত মানুষ সফলতার পেছনে দৌড়ায় বছরের ক্যালেন্ডার পরিবর্তন হয় তবে মানুষের এই সফলতার পেছনে দৌড়ানো শেষ হয় না যখন একটা চাওয়া পূর্ন হয় তখন মানুষ আবার পরবর্তী চাওয়া নিয়ে সামনের দিকে অগ্রসর হয় ঠিক একইভাবে প্রতিনিয়ত নিজের ইচ্ছা পূরণের লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যায়। এবছর বিদায় জানিয়ে কয়েকটি লাইন লিখেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব।

আমি যে কবিতাটি লিখেছি সেটা নিচে তুলে ধরেছি এখন আপনারা মন্তব্য করে জানাবেন কবিতাটি কেমন হয়েছে?? আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবে সবাই।


চলুন শুরু করা যাক


1000104717.png

Canva দিয়ে তৈরি

কবিতা

কবিতার নামঃ-"বর্ষ বিদায়"

অতীতের স্মৃতি বিজড়িত হয়ে থাকবে
বর্তমান অতীত হয়ে রবে,
এ বছর দুদিন পর যাবে চলে
স্মৃতি হয়ে রবে এক লম্বা পাতায়।
সুখ দুঃখ, পাওয়া না পাওয়া
পুরিলো মনের যত ভালোবাসা
না পাওয়া ইচ্ছেগুলো রবে পড়ে
হৃদয়ের এক কোনায় অতীত হয়ে,
যে ভাষা কারো বোঝানোর সামর্থ্য নেই আমার।
রাত্রি শেষে দিন এসেছিল
মাস শেষে বছর বিদায় নিলো,
জীবন থেকে কমল দীর্ঘ বছর
নতুন বছরে নতুন করে শুরু হবে জীবন
নতুন সূর্যের আলোয় শুরু হবে নতুন দিন
মনের অন্তরালে লুকিয়ে থাকবে ব্যথা।
আমি অতীত হিসেবে সব কিছু দমিয়ে রাখতে চাই
না পাওয়ার ব্যথা চাপা রাখতে চাই,
নতুনের নতুনত্বে নিজেকে রাঙাতে চাই।
অতীতের সব না পাওয়ার গল্পের অবসান ঘটিয়ে
নিজেকে নতুন করে তুলে ধরতে চাই,
নতুনের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাই।

ধন্যবাদ সবাইকে



আমার পরিচয়


20230226135443_IMG_2201-01.jpeg

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



Y2TyqY1SUSMFB8YtmVQ.png

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiExjDZXA9b63NAwrwLXd8Ct7t1ZtdVLLXWaLZw5onyjbiCRPr6s2tz1kz75iSS...xFU9EXxXdabqMHBsc9mJ817a2SuVogJxMBkzsHNyMz11NQwmvwuEWHWA5F82zgRf2rtHDE85bAj4sRhY9U82BY2NqNXEu8caQc9HGJHwF7D2FoRAiQKCNDCinS (1).png

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

Sort:  
 11 days ago 

1000104731.jpg

1000104730.jpg

1000104726.jpg

1000104732.jpg

1000104727.jpg

1000104728.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 days ago 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 11 days ago 

জীবন থেকে আরও একটা বছর কেটে গেল। কিভাবে গেল তা বুঝতে পারি নাই। আমাদের চলার পথে ভালো মন্দ অনেক কিছু জড়িয়ে থাকে। পুরাতন বছরের বিদায় উপলক্ষে আপনিও খুব সুন্দর অনুভূতি নিয়ে সুন্দর একটি কবিতা লিখলেন। আপনার কবিতাটি পড়ে আমার অনেক ভালো লেগেছে।

 10 days ago 

বাহ আপনি তো চমৎকার অনুভূতি দিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন।বর্ষ বিদায় কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে কবিতার মাধ্যমে নিজের মনের ভাব প্রকাশ করা যায়। তবে আপনার কবিতার প্রতিটি লাইন পড়ে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। ভালো লাগার মত একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 9 days ago 

সময় চলে যায় থেকে যায় স্মৃতি। দেখতে দেখতে আমরা পুরো একটি বছর পার করে ফেললাম। নতুন বছরের আগমনের অপেক্ষায় রয়েছি। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো ভাই কবিতার প্রতিটা লাইন যেনো ছন্দে ভরপুর। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 4 days ago 

ভাইয়া আপনি অসাধারণ একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার প্রতিটি লাইন অসম্ভব সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাই এত দারুন কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.24
JST 0.040
BTC 92090.92
ETH 3207.87
USDT 1.00
SBD 8.18