গরমে জনজীবন অতিষ্ঠ। || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ8 days ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ৮ই আশ্বিন | ১৪৩১ বঙ্গাব্দ | সোমবার | শরৎ-কাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



1000092334.png

Canva দিয়ে তৈরি



গত সপ্তাহে দীর্ঘ তিন দিন ধরে একটানা বৃষ্টি হয়েছে আর বৃষ্টির ফলে আবহাওয়াটা তুলনামূলক অনেক ঠান্ডা ছিল। একটানা ঝড় বৃষ্টির কারণে অনেকেই নানান অসুবিধা সম্মুখীন হয়েছে সেই সাথে কৃষি জমিতে অনেকটাই ক্ষতি হয়েছে তবে এখন যেহেতু বর্ষার মৌসুম সব এলাকাতেই কমবেশি ধান চাষ হচ্ছে তাই তুলনামূলক ধান চাষের ক্ষেত্রে খুব একটা ক্ষতি হয়নি তবে যাদের অন্যান্য ফসল ছিল তাদের ব্যাপক হয় ক্ষতি হয়েছে। যাইহোক টানা তিন দিন ঝড় আর বৃষ্টির কারণে আবহাওয়া ঠান্ডা থাকলেও ওই তিন দিন পর থেকে গরম শুরু হয়েছে। গরমের প্রভাব এত পরিমানে বেড়েছে যেটা বলার মত না ছোট থেকে শুরু করে সব বয়ের মানুষেরাই এই গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। অনেকেই বলছে চৈত্র মাস পেরিয়ে গিয়েছে তখনও এরকম গরম পড়েনি এখন আশ্বিন মাসে যেরকম গরম পরছে।

সাধারণত আশ্বিন মাসের শুরু থেকেই শীতের আনাগোনা শুরু হয়ে যায় হালকা শীতের অনুভব পাওয়া যায়। সকালবেলা ঘুম থেকে উঠলে দেখা যায় বাইরে কুয়াশায় অন্ধকার বা হালকা কুয়াশা দেখা যাচ্ছে আবার রাতের বেলায় দেখা যাচ্ছে হালকা কুয়াশা পড়ছে। এরকম আবহাওয়ার মাঝে দিয়েই শীতের আনাগোনা শুরু হয় তবে এবছর তেমনটা হয়নি এখন আশ্বিন মাসের প্রায় অর্ধেকটা সময় হয়ে এলো তবুও গরমের প্রভাব যেন কমছে না। মনে হচ্ছে দিনের পর দিন গরমের প্রভাব বাড়ছে প্রচন্ড রোদ যেন গরমের প্রভাব আরো বাড়িয়ে দিচ্ছে যদিও মাঝেমধ্যে একটু বৃষ্টি হচ্ছে তবে সেটার কারণে আর গরমের প্রভাব খুব একটা কমছে না।



আজকে আসলে এই বিষয় নিয়ে লিখতে চাচ্ছি কারণ আজকে সকাল থেকে যে পরিমাণে গরম ছিল তা বলার মত না। সাধারণত প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে ঠান্ডা হওয়া আর ঠান্ডা আবহাওয়ার একটা আভাস পাওয়া যায় তবে আজকে সকাল বেলা ঘুম থেকে ওঠার পর থেকেই প্রচন্ড ভাপসা গরম অনুভব করছিলাম। তখনই বুঝতে পারছিলাম আজকের দিনটা হয়তো বেশ কষ্টের মধ্যে পার করতে হবে সকাল বেলা যদি আবহাওয়া এতটা গরম থাকে তাহলে সারাদিনে আবহাওয়াটা আরো গরম থাকবে সেটা স্বাভাবিক তবে সকালবেলা আকাশটা একটু মেঘলা থাকার কারণে কিছু সময় দেরিতে সূর্যের দেখা পেয়েছি। আকাশ মেঘলা থাকায় গরম বোধ হয় আরো বেশি অনুভব হচ্ছিল তবে একবার মনে হচ্ছিল আকাশে সূর্য নেই রোদের তাপ এখনো ছড়িয়ে পড়েনি তাতেই যদি এরকম গরম পড়ে তাহলে রোদের তাপ ছড়িয়ে পড়লে গরমে প্রভাব তো আরো দ্বিগুণ বেড়ে যাবে।



পরবর্তীতে সারাদিনে ধারাবাহিকভাবে গরমের প্রভাবটা বাড়তেই থাকে। রোদের তাপ বাড়তে থাকে গরমের প্রভাব বাড়তে থাকে যার কারণে এই গরমে আর বাইরে বের হওয়া হয়নি মাঝে মাঝে কয়েকবার লোডশেডিং হলেও নিজেকে গরম থেকে মুক্ত রাখতে চার্জার ফ্যান ব্যবহার করেছি সেই সাথে শরীরের পানির ঘাটতি পূরণের জন্য গ্লুকোজ সহ ডাবের পানি খাওয়ার চেষ্টা করেছি। হঠাৎ করে এরকম আবহাওয়া পরিবর্তন হঠাৎ এরকম তীব্র গরম অনুভব হওয়ার কারণে শরীরে নানা ধরনের প্রভাব দেখা যায় কেউ কেউ ঠান্ডা জ্বর সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। শরীর ঠিক রাখতে শরীরের পানি শূন্যতা পূরণ করতে ডাবের পানি সহ সব ধরনের পুষ্টিকর খাবার খাওয়া প্রতি জরুরী বিশেষ করে সবজি আর ফল খাওয়া এই গরমের মৌসুমে বেশি উপকারী। যাই হোক যেহেতু এখন আশ্বিন মাস তাই আমার মনে হয় খুব দ্রুতই আবহাওয়াটা স্বাভাবিক হয়ে যাবে।



আমার আম্মু অবশ্য বলছিল গরম বিদায় নিবে তাই সবাইকে একটু ভালোভাবে স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছে হা হা হা, পরে মনে হল আসলেই তো তাই কিছুদিন পর থেকেই তো শীতকাল এই জন্য হয়তো এ বছরে শেষবারের মতো গরম পরছে যেটা মানুষ দীর্ঘদিন যাবত মনে রাখবে। এক শ্রেণীর মানুষ আছে যারা শীতের মৌসুম আসলে বলতে থাকে গরমের মৌসুম বেশি ভালো আবার গরমের মৌসুম আসলে বলতে থাকে শীতের মৌসুমটা বেশি ভালো এই জন্য গরমের শেষে তীব্র গরম অনুভব হচ্ছে যেটা স্মরণীয় হয়ে থাকবে যাইহোক আশা রাখছি খুব দ্রুত আবহাওয়ার পরিবর্তন হবে এরকম গরম অনুভব হওয়া থেকে মুক্তি পাব। আবহাওয়াটা অতি দ্রুত শীতল হয়ে যাবে আর শীতের আবহাওয়া শুরু হবে। হয়তোবা আরো দু-একদিন এরকম গরম আবহাওয়া থাকতে পারে তবে এই সময় শরীরের পানির ঘাটতি পূরণের জন্য বেশি বেশি পানি পান করা অতি জরুরী।



🔚সমাপ্তি🔚


এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।

সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan



আমার পরিচয়


IMG_2373 (1).HEIC

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 8 days ago 

বর্তমান সময়ে গরম কে নিয়ে কি আর বলবো যেমন অতিরিক্ত গরম তেমনি লোডশেডিং এর পরিমাণ অনেক বেশি। বিশেষ করে গরম পড়তে পড়তে হঠাৎ যখন বৃষ্টি হয় অতিরিতে বৃষ্টির কারণে সবকিছু ডুবে যায়। বলতে গেলে সব কিছুর মাত্রা এত অতিরিক্ত হয়ে গেছে দিন দিন সহ্যক্ষমতা হারিয়ে ফেলছি।

 7 days ago 

আমার মনে হয় না গরম এতো দ্রুত বিদায় নেবে। ভাইরে এইবছর যে পরিমাণ গরম পড়ছে সেট বলার মতো না। এই বর্ষাকালেও একেবারে নাজেহাল করে ছেড়ে দিয়েছে। আপনার লেখার মধ্যেও গরম নিয়ে একটা বিরক্তির স্পষ্ট ছাপ উঠে এসেছে। চমৎকার লিখেছেন পোস্ট টা ভাই।

 7 days ago 

আসলে এই গরমের জন্য জনজীবন একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আর মানুষগুলো অপেক্ষা করতে কখন শীতকাল আসবে। কেননা এই বিগত কয়েক দিন ধরে এত গরম যে এই গরম সহ্য করার খুবই কঠিন। এছাড়াও এই গরমের সময় বেশি বেশি পরিমাণে জল খাওয়া উচিত। এত সুন্দর একটা সচেতন মূলক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 7 days ago 

আসলেই তীব্র গরমে জনজীবন একেবারে অতিষ্ঠ। বাহিরে প্রচুর রোদ উঠে। দিনমজুরেরা অনেক কষ্ট করে বাহিরে কাজ করছে। ঝুম বৃষ্টি হলে ওয়েদার ঠান্ডা হতো। এটা ঠিক কিছুদিন পরে শীতকাল চলে আসবে এবং এটাই এই বছরের লাস্ট গরম। তবে এই গরমে বেশি বেশি তরল খাবার খাওয়া উচিত সবারই। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 7 days ago 

আসলে আজ কয়েক দিন খুবই গরম পড়তেছে। এতে করে মানুষের দুর্ভোগের কোন শেষ নেই‌ বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা বেশ কষ্ট করতেছে ‌ শিশু এবং বৃদ্ধরা খুব অসুস্থ হয়ে পড়ছে গরমের কারণে। তারমধ্যে বিদ্যুৎ থাকে না। কি যে কষ্টের মধ্যে আছে তা আসলে বলে বুঝানো সম্ভব নয়। গরমে জনজীবন অতিষ্ঠ এখন সবখানে। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 6 days ago 

গরমের জন্য জীবন আসলেই অতিষ্ঠ। তবে এই কয়েকটা দিন হালকা হালকা শীত অনুভব করছি। সকাল বেলায় অনেক শীত করে এখন। এই মুহূর্তটা আমার অনেক বেশি পছন্দের। এরকম সুন্দর আবহাওয়া দেখলেই ভালো লাগে। বিশেষ করে এরকম আবহাওয়ায় ঘুমটা একটু ভালোভাবেই হয়। আর যখন গরম পড়ে তখন তো সূর্য মামা যেন তাপটা একটুও কমায় না। গতকালকে একটু বেশি গরম পড়েছিল আমাদের এদিকে। না জানি আজকে কি অবস্থা হয়।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 63312.28
ETH 2601.44
USDT 1.00
SBD 2.79