কেন ভ্রমণ করবেন। || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ10 days ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ৫ই কার্তিক | ১৪৩১ বঙ্গাব্দ | সোমবার | হেমন্ত-কাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



1000094562.png

Canva দিয়ে তৈরি



আমি নিজে ব্যক্তিগতভাবে ভ্রমণ করতে অনেক পছন্দ করি। তবে কিছু মানুষ আছে যাদের কাছে ভ্রমণ মানে অনেক ব্যয়বহুল টাকা খরচ আর ঝামেলা। কিছু মানুষ চিন্তা করে ভ্রমণের জন্য যে টাকা খরচ হবে সেটা ব্যাংকে রাখলে প্রফিট বাড়বে। আবার কিছু মানুষ চিন্তা করে ভ্রমণে গিয়ে যে সময় নষ্ট হবে সেটা নিজের কাজে ব্যয় করলে বেশি উন্নতি লাভ করা যাবে। বিষয়টা তেমন না আপনি ভ্রমণ করবেন আপনার মনের দুশ্চিন্তা দূর করার জন্য। নতুন কিছু জানার জন্য অজানাকে জানার জন্য যেটা দেখেননি সেটা দেখার জন্য। ভ্রমণ করবেন আপনি নিজেকে নতুন রূপে মিলিয়ে ধরতে। এক কথায় যারা ভ্রমণের গুরুত্ব বোঝেনা তারাই ভ্রমণ নিয়ে বিভিন্ন রকম কথা বলে যদি কখনো তারা ভ্রমণের মজাটা উপভোগ করতে পারতো বা ভ্রমণের উপকারিতা বুঝতে পারতো তাহলে তারাও নিজেদেরকে ভ্রমণের সাথে সংযুক্ত করত।

আপনি যখন দীর্ঘ দিন একটানা কাজের সঙ্গে থাকবেন তখন হঠাৎ যদি কোথাও ভ্রমণে বের হন তখন দেখবেন মনটা অনেক ফ্রেশ লাগছে অর্থাৎ নতুন পরিবেশের সাথে অন্যরকম অনুভব করতে পারবেন। আমি নিজেও ব্যক্তিগতভাবে খেয়াল করেছি কোথাও ঘুরতে গেলে সেখান থেকে এসে যখন আপনি আবার নতুন করে কাজের সঙ্গে যুক্ত হবেন সেক্ষেত্রে কাজে ভালোভাবে ফোকাস করা যায় কাজের মনোযোগটা এবং কাজের ধারাবাহিকতা টা মেইনটেইন করতে তেমন কোন সমস্যা হয় না। এক কথায় নতুন পরিবেশে গেলে সেই নতুন পরিবেশের মানুষের সাথে কথাবার্তা বলে নিজেকে অন্যভাবে উপভোগ করতে পারবেন আর তাতেই আপনার সমস্ত ডিপ্রেশন কেটে যাবে।



তবে হ্যাঁ আপনি যদি প্রকৃতির মাঝে কোথাও ঘুরতে যান সেটা আপনাকে বেশি আনন্দ দিবে। হতে পারে সেটা সমুদ্র পাড়ে, হতে পারে সেটা পাহাড়। কারণ প্রকৃতি কখনো কাউকে নিরাশ করে না প্রকৃতির অপরূপ সৌন্দর্য প্রতিনিয়ত আপনাকে মুগ্ধ করবে। আপনি যতটা প্রকৃতির সাথে সম্পর্ক তৈরি করতে চাইবেন প্রকৃতি আপনাকে ততটা মুগ্ধ করবে যতটা গভীরে যাবেন প্রভৃতি আপনাকে ততটা ভালোবাসা দিবে। আপনি যখন প্রকৃতির সান্নিধ্যে যাবেন তখন প্রকৃতি আপনাকে তার প্রেমে আরো বিভর করে নিবে যত বেশি প্রকৃতির মাঝে থাকবেন তত বেশি ভালোবাসা আপনার মনে জাগ্রত হবে এমন মনে হবে যে একবার প্রকৃতির মধ্যে হারিয়ে গেলে আর সেই জায়গার মায়া কখনোই ভুলতে পারবেন না।



তবে হ্যাঁ বাস্তব জীবন থেকে একটা অভিজ্ঞতা অর্জন করেছি সেটা হলো এক শ্রেণীর মানুষ আছে যারা ঘুরতে পছন্দ করেনা টাকার বেশি প্রাধান্য দেয় এই সমস্ত মানুষ যখন কোথাও ঘুরতে যায় প্রকৃতির মাঝে নিজেকে মিলিয়ে ধরে তখন সে বুঝতে পারে আসলে জীবনে টাকার চেয়ে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যটা উপভোগ করা বেশি জরুরি তারাও প্রকৃতির প্রেমে পড়ে যায় ভ্রমণের নেশায় নিজেকে হারিয়ে ফেলে দেশের এ প্রান্ত থেকে সেই প্রান্ত পর্যন্ত ছুটে যায় শুধু ভ্রমণের এই নেশা নিবারণের জন্য। আপনি অর্থ আয় করে সেটা দিয়ে নিজের শখ মেটাচ্ছেন কিছু অর্থ যদি মাসিক ভ্রমণের জন্য আলাদা করে রেখে দেন তবে সেটা আপনার ভ্রমণের জন্য বেশি কাজে দিবে। কারণ একজন মানুষের কাজের পাশাপাশি মুক্ত চিন্তাধার জন্য ভ্রমণ করা খুবই জরুরী। নতুন নতুন জায়গা ভ্রমণ করলে আপনি নতুন নতুন বন্ধু পাবেন যেটা আপনার সময়টাকে আরো সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারে। তাছাড়া আপনি যদি ভিন্ন ভিন্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন মানুষের সাথে পরিচিত হন সে ক্ষেত্রে আপনার নিজের মন-মানসিকতারও পরিবর্তন হতে পারে।



যাই হোক, আপনি যত ভ্রমণ করবেন আপনার মন মানসিকতার ততই পরিবর্তন হবে জীবনটাকে পুরোপুরি উপভোগ করতে পারবেন তাই অন্তত প্রতি মাসে একবার হলেও কোথাও ভ্রমণ করা উচিত। উপরে আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলোর সাথে কারো মতামতের মিল হতে পারে আবার কারো মতামতের মিল নাও হতে পারে। তবে একটা বিষয় সবার সহমত প্রকাশ করতে হবে সেটা হলো মানুষের জীবনের একঘেয়েমি পার করতে ভ্রমণের কোন বিকল্প নেই।



🔚সমাপ্তি🔚


এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।

সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan



আমার পরিচয়


20231121_224724-01.jpeg

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 days ago 

প্রতিটি মানুষের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতারও প্রয়োজন আছে। আমার কাছে মনে হয় ভ্রমন করলে মানসিকভাবে অনেক সুস্থ থাকা যায়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।

 10 days ago 

আপনি ঠিক বলেছেন ভাইয়া মন মানসিকতা ফ্রেশ রাখতে এবং মন প্রফুল্লতা রাখতে পাশাপাশি নতুনভাবে কাজে একটিভ হতেই ভ্রমণ প্রয়োজন রয়েছে বাইরের পরিবেশে ঘোরাঘুরি প্রয়োজন হয়েছে। এতে সক্রিয় হওয়া যায় নিজের কাজের প্রতি।

 10 days ago 

আমি মনে করি কমবেশি সবারই ভ্রমণ করা উচিত। কারণ ভ্রমণ শুধু মানুষকে মানসিক শান্তি দেই না অনেক কিছু জীবনে শিক্ষা দিয়ে থাকে। তাছাড়া ও কাজের এক ঘেয়েমি দূর করা সম্ভব উদ্যমে নিজেকে তৈরি করা যায় এবং কাজের মধ্যে অগ্রগতি আনা যায়। আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো।

 9 days ago 

কোন জায়গা ভ্রমণ করা এবং দশটা বই পড়া সমান। অর্থাৎ দুই ক্ষেএে সমান জ্ঞান অর্জন হয়। মানুষের জীবনে ঘোরাঘুরির দরকার আছে। নিজের জীবনকে উপভোগ করতে পাশাপাশি সৃষ্টিকর্তার সুন্দর পৃথিবী দেখতে। চমৎকার লিখেছেন ভাই। ভালো লাগল আপনার পোস্ট টা পড়ে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.17
JST 0.030
BTC 72243.88
ETH 2635.64
USDT 1.00
SBD 2.59