একমাত্র পরিশ্রম সফলতার চাবিকাঠি। || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগyesterday

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ৩০শে আশ্বিন | ১৪৩১ বঙ্গাব্দ | মঙ্গলবার | শরৎ-কাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



1000093985.png

Canva দিয়ে তৈরি



পরিশ্রম সফলতার মূল চাবিকাঠি এই কথাটা আমরা সবাই বিশ্বাস করি কিন্তু বর্তমান সময়ে কেউ পরিশ্রম করতে চায় না। সবাই সফল হওয়ার শর্ট টেকনিক খুঁজতে চায় কিন্তু এই সমস্ত মানুষদের বোঝা উচিত সৎ পথে যদি আপনি সফল হতে চান সেক্ষেত্রে পরিশ্রম করার কোন বিকল্প নেই। সফল হওয়ার ক্ষেত্রে একটা রাস্তাই খোলা আপনি আপনার পুরোপুরি ফোকাস কঠোর পরিশ্রমে করুন সেক্ষেত্রে সফল হতে পারবেন। যদি উদাহরণস্বরূপ আপনার সমাজের সফল ব্যক্তিদের পূর্বের ইতিহাস ঘাটতে যান সে ক্ষেত্রে দেখবেন তারা কঠোর পরিশ্রম করেছে হ্যাঁ অবশ্যই সৎপথে সফল হওয়ার বিষয়টা আবশ্যক। অনেকেই আছে যারা অন্যায় ভাবে বা সুযোগ কাজে লাগিয়ে অন্যের অর্থে নিজের নামে করে নিয়ে নিজেকে সফল দাবি করে মূলত সেই সকল ব্যক্তি আমাদের সমাজের জন্য অভিশাপ।

আপনি যদি সফল ব্যক্তিদের জীবনী পড়তে যান তাহলে সেখানে তাদের কঠোর পরিশ্রমের বিষয়টি সর্বপ্রথম আপনার নজরে আসবে। বিশেষ করে আপনার সমাজে যে সমস্ত লোক দরিদ্র ছিল বা একসময় গরিব ছিল এখন তারা সফলভাবে জীবন যাপন করছে অর্থাৎ জীবনের সফলতা অর্জন করেছে তাদের পূর্বের ইতিহাস সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে দেখতে পাবেন তারা অনেক আগে থেকেই কঠোর পরিশ্রম করে আসছে আর তার ফলাফল হিসেবে আজকে সফলতা অর্জন করতে পেরেছে। আর সহজ যে বিষয় সেটা হচ্ছে যদি সফল হওয়ার কোন শর্ট টেকনিক থাকতো তাহলে প্রতিটা মানুষ সেই টেকনিক অবলম্বন করতে চাইতো। প্রতিটা মানুষ শর্ট টেকনিক অবলম্বন করে নিজেকে সফল হিসেবে গড়ে তুলত।



যদি সফল হওয়ার কোন শর্টকাট টেকনিক থাকতো তাহলে পৃথিবীতে সবাই সফল হতো। কেউ ব্যর্থ জীবন পরিচালনা করতো না। কোন মানুষ একে অপরের প্রতি নির্ভরশীল থাকত না সে ক্ষেত্রে সমাজ পরিচালনার ক্ষেত্রে নানান দ্বন্দ্ব তৈরি হতো। সৃষ্টিকর্তা প্রতিটা মানুষের মধ্যে প্রতিভা দিয়েছে। সেই প্রতিভা কাজে লাগাতে হবে নিজেকে সেই ভাবে গড়ে তুলতে হবে কেউ নিজের প্রতিভাব কাজে লাগিয়ে কঠোর পরিশ্রম করে জীবনে সফলতা অর্জন করে আবার কেউ নিজের প্রতিভাকে লুকিয়ে রেখে কঠোর পরিশ্রম করার ভয়ে নিজের যোগ্যতা হারিয়ে ফেলে তবে দিনশেষে যারা কঠোর পরিশ্রম করেছে তারা সফলতার দেখা হয়েছে।



হযরত মুহাম্মদ (সা) বলেছেন, মানুষ তাই পায় যা সে করে। অর্থাৎ একজন ছাত্র যদি কঠোর পরিশ্রম করে নিজে লেখাপড়ার পিছনে সময় দেয় প্রতিনিয়ত বই পড়ে শেখার চেষ্টা করে সে ক্ষেত্রে সেই ছাত্রের দ্বারা ভালো ফলাফল অর্জন করা সম্ভব। ঠিক একইভাবে একজন দিনমজুর যদি নিয়মিত পরিশ্রম করে তাহলে সে তার পরিবারের সদস্যদেরকে ভালো রাখতে পারবে। সবশেষে সবগুলো কথার একই ফলাফল পাওয়া যায়। আপনি যতটা পরিশ্রম করবেন ততটা সফল হতে পারবেন। আমাদের সমাজে একশ্রেণীর মানুষ আছে যারা অন্যের সাফল্য দেখে হিংসে করে। কিন্তু নিজে ভালো কোন কাজ করবে তা কখনো চিন্তা করে না। অর্থাৎ তারা কঠোর পরিশ্রম করতে ভয় পায়। এই সমালোচনাকারী মানুষগুলো যদি একবার গভীরভাবে চিন্তা করে দেখতো সমাজের যে সমস্ত ব্যক্তিগুলো কঠোর পরিশ্রম করে সফলতা অর্জন করছে তাদের দেখে হিংসে না করে যদি তাদের মতো কঠোর পরিশ্রম করতে পারতো তাহলে সফল হতে পারত। সে ক্ষেত্রে দেখা যেত আমাদের সমাজের এই সমালোচনাকারী মানুষগুলো অনেকটা কমে গিয়েছে কারণ একজন মানুষ যখন কোন কাজকর্ম ছাড়া বসে থাকে তখন এই সমস্ত সমালোচনা করে থাকে।



সবশেষে একটি কথাই বলতে চাই সফলতার ক্ষেত্রে পরিশ্রমের কোন বিকল্প নাই। রাত জেগে সফল হওয়ার স্বপ্ন না দেখে কঠোর পরিশ্রম করুন সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনি সফলতার দেখা পাবেন। আপনার পাশের মানুষটি কি কাজ করছে সেটা নিয়ে চিন্তা না করে নিজে কি কাজ করবেন কিভাবে নিজের জীবনটাকে সফলভাবে গড়ে তুলবেন সেটা নিয়ে চিন্তা করুন। একটি নির্দিষ্ট কাজের প্রতি ফোকাস করুন দেখবেন ধীরে ধীরে সেই কাজগুলোতে সফলতা অর্জন করতে পারবেন। প্রতিটা মুহূর্তেই নিজেকে ব্যস্ত রাখুন পরিশ্রম করুন কেননা একমাত্র পরিশ্রম সফলতার চাবিকাঠি।



🔚সমাপ্তি🔚


এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।

সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan



আমার পরিচয়


20231121_224724-01.jpeg

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 yesterday 

আপনি একদম ঠিক কথাই লিখেছেন সফলতার ক্ষেত্রে পরিশ্রমের কোন বিকল্প নেই।পরিশ্রম করলে সফলতা আসবেই।তাই আমাদের পরিশ্রম করে যেতে হবে সফলতা পেতে হলে।এই বিষয়টিকে খুব সুন্দর ভাবে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 yesterday 

ঠিকই বলেছেন ভাই সফলতা পাওয়ার যদি কোন শর্টকাট রাস্তা থাকতো তাহলে সবাই সফলতা অর্জন করতে। কিন্তু সফলতা অর্জন করা অনেক কঠিন একটা কাজ। যতটুকু পরিশ্রম করবেন ঠিক ততটুকুই আপনি সফল হতে পারবেন। অনেক সুন্দর গুছিয়ে সব কিছু উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি বিষয় আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 yesterday 

বর্তমান একজন মানুষ আরেকজন মানুষকে নিয়ে যে সমালোচনা করে এটা থেকে অন্য মানুষের খারাপ প্রভাব পড়ে। আমরা যদি অন্যের সফলতা দেখে বা কাজ দেখে নিজেরা হিংসা না করে নিজে চেষ্টা করি তাহলে হয়তোবা সমাজের মানুষ আরো এগিয়ে যেত। আমাদের সফলতা পাওয়ার জন্য সব সময় পরিশ্রম করা দরকার। কেননা পরিশ্রম না করলে কোন কাজে সফলতা পাওয়া যায় না। আপনি আজকে খুব সুন্দর ভাবে পরিশ্রম করে যে সফলতা পাওয়া যায় সেই বিষয়ে সুন্দর কথা লিখেছেন। আপনার পোস্ট পড়ে ভীষণ ভালো লাগলো ভাইয়া ধন্যবাদ।

 yesterday 

হ্যাঁ ভাইয়াপরিশ্রমই সফলতার চাবিকাঠি। আমরা ছোটবেলা থেকেই বিভিন্ন ধরনের বই-পুস্তকে পড়েছি পরিশ্রম সফলতার চাবিকাঠি। সফল মানুষদের জীবন কাহিনী পড়লেও আমরা সবকিছুর মূলে পরিশ্রম খুঁজে পায় তবুও আমরা শর্ট টেকনিকে সফল হতে চাই। আমাদের প্রত্যেককে প্রচুর পরিশ্রমী হওয়া উচিত। পরিশ্রমী মানুষ আমাদের সমাজের জন্য কল্যাণস্বরূপ। ঠিক বলেছেন যারা বিনা পরিশ্রমে অন্যের পরিশ্রমের ফল গ্রহণ করতে চাই তারা সমাজের জন্য অভিশাপ।
আপনার লেখাগুলো সত্যি অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর ভাবে লেখাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 yesterday 

পরিশ্রম করা ছাড়া সফলতার কথা কখনো চিন্তা করাই উচিত নয়। কারণ সফলতার একমাত্র চাবিকাঠি হচ্ছে পরিশ্রম। যে মানুষ পরিশ্রম করবে তার জন্য সফলতা নির্ধারিত। তাই সফলতা অর্জন করার জন্য সবাইকে অবশ্যই পরিশ্রম করে এগিয়ে যেতে হবে। পরিশ্রমের ফল অনেক মিষ্টি হয়। কথায় আছে না কষ্ট করলে কেষ্ট মেলে। ঠিক এরকমটাই হয়। তাই পরিশ্রম করা ছাড়া সফলতা আশা করা যাবেনা। অবশ্যই পরিশ্রম করে সফলতার কাছে পৌঁছানোর চেষ্টা করতে হবে।

একদম ঠিক বলেছেন। পরিশ্রমই সাফল্যের একমাত্র চাবিকাঠি। আমি নিজেও এটা মনেপ্রাণে বিশ্বাস করি। সেই জন্যই তো বলা হয় 'hardwork is the key of success'..... কিন্তু বর্তমান যুগে মানুষ এখন hard work এর চেয়ে smart work এ বেশি বিশ্বাসী। তবুও আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের পরিশ্রম করা উচিত।

 16 hours ago 

কথায় আছে কষ্ট না করলে কেষ্ট মিলে না। তাই সফলতা অর্জন করতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। কিন্তু কিছু কিছু মানুষ পরিশ্রম না করে, সারাক্ষণ নিজের উন্নতি করার চিন্তা ভাবনা করে। কিন্তু তারা কখনোই উন্নতি করতে পারে না। আবার কিছু কিছু মানুষ শর্টকাট পদ্ধতিতে জীবনে সফল হতে চায়। তারাও হোঁচট খেয়ে একেবারে থেমে যায়। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 15 hours ago 

আজ আপনি পরিশ্রম নিয়ে যে কথাগুলো বলেছেন সবগুলো কথা একদম সঠিক। কেননা আমরা যদি পরিশ্রম না করে অলসের মতো ঘরে পড়ে থাকি তাহলে আমরা জীবনে কখনো সফল হতে পারব না। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 66984.34
ETH 2607.28
USDT 1.00
SBD 2.66