সুস্বাদু বাঁধাকপির পাকোড়া রেসিপি - ১০% প্রিয় লাজুক খ্যাঁককের জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম!
ঢাকা, বাংলাদেশ থেকে @kawsar

আশা করি সবাই এই কঠিন পরিস্থিতির ভিতরে অনেক অনেক ভাল আছেন। আর সবাই সবসময় ভাল থাকেন সেই কামনাই করি। আসলে আমরা যদি এই পরিস্থিতিতে একটু সতর্ক থাকতে পারি ,আর নিজেদের প্রতি খেয়াল রাখতে পারি তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারি। আমিও আপনাদের দোয়ায় আর আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি আলহামদুলিল্লাহ।

আজ আমি আপনাদের সাথে একটি পোস্ট শেয়ার করতে চলে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির পাকোড়া রেসিপি। আমার কাছে খুবই ভালো লাগে। আর এটা যদি গরম গরম পরিবেশন করা যায় তাহলে তো খেতে বেশি সুস্বাদু হয়। আশা করি আজকের এই বাঁধাকপির পাকোড়া রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে।

20220117_190646.jpg

🍕প্রয়োজনীয় উপকরণ গুলো নিচে দেওয়া হল
:


উপকরণপরিমাণ
বাঁধাকপি২ কাপ
লবণপরিমাণ মতো
মরিচের গুঁড়া২ চা চামচ
ধনিয়ার গুড়াহাফ চা চামচ
জিরার গুড়াহাফ চা চামচ
গরম মসলার গুঁড়াহাফ চা চামচ
ময়দা১ কাপ
তেলপরিমাণ মতো
পেঁয়াজ১ টেবিল চামচ
কাঁচামরিচ১ টেবিল চামচ


20220117_180942.jpg

20220117_180957.jpg

প্রস্তুত প্রণালীঃ



প্রথম ধাপ


20220117_181022.jpg

সুস্বাদু রেসিপি তৈরি করার জন্য প্রথমেই বাঁধাকপি গুলো একটি পাত্রে নিয়ে নিতে হবে এবং এর ভিতর ১ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিতে হবে।


20220117_182253.jpg

লবণ দিয়ে বাঁধাকপি গুলোকে খুবই সুন্দর ভাবে মিশিয়ে নিতে হবে এবং বাঁধাকপি এবং লবণ যেন খুব ভালোভাবে মিশে যায় সেই জন্য একটু সময় নিয়েই মেখে নিতে হবে। এরপর পাঁচ মিনিট ঢেকে রেখে দিতে হবে।


20220117_182417.jpg

পাঁচ মিনিট পরে দেখা যাবে যে বাঁধাকপিতে পানি ছিল সেটা বের হয়ে আসছে। এরপরে হাত দিয়ে চেপে চেপে সেই পানিগুলো কে আলাদা করে নিতে হবে।


দ্বিতীয় ধাপঃ

20220117_182514.jpg

এরপরে পানি ঝরিয়ে বাঁধাকপি গুলোকে অন্য একটি পাত্রে নিতে হবে এবং এতে একে একে সব মসলা গুলো দিয়ে দিতে হবে প্রথমেই দিতে হবে কাঁচা মরিচ এবং পিয়াজ। এগুলো খুবই ছোট করে কেটে নিতে হবে।


20220117_182524.jpg

এরপরে সবগুলো মসলাগুলো একে একে দিয়ে দিতে হবে। এখানে দিতে হবে ১ চা-চামচ মরিচের গুঁড়া, হাফ চা-চামচ জিরা গুঁড়া ,হাফ চা-চামচ ধনিয়ার গুড়া ,হাফ চা চামচ গরম মসলার গুঁড়া।



এরপরে সব মসলাগুলো তখন দিয়ে দেওয়া হয়ে যাবে তখন এর ভিতর দিতে হবে এক কাপ পরিমান ময়দা এবং এই সব উপকরণ গুলো একসাথে খুবই সুন্দর ভাবে মিশিয়ে নিতে হবে।

শেষ ধাপ

20220117_182721.jpg

সব উপকরণ গুলো দিয়ে যখন বাঁধাকপি গুলোকে খুবই সুন্দর ভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিতে হবে এবং এতে পরিমাণমতো তেল দিতে হবে।


20220117_182743.jpg

এরপর তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন বাঁধাকপির পাকোড়া ভেজে নেওয়ার জন্য বাঁধাকপির যে ডো তৈরি করা হয়েছিল সেটাকে হাতের ভিতর নিয়ে গোল একটা সেভ দিয়ে এরপর তেলে দিয়ে দিতে হবে।


20220117_183026.jpg

এভাবে একই পদ্ধতিতে সবগুলোকে গোল সেভ দিয়ে এরপর তেলে দিয়ে দিতে হবে এবং পাঁচ মিনিট থেকে ৬ মিনিট এগুলোকে ১ পাশ ভেজে নিতে হবে।


20220117_184306.jpg

এর পরে একপাশ যখন ব্রাউন কালার করে বেছে নেওয়া হয়ে যাবে তখন অন্যপাশে উল্টে আবার ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তাহলে তৈরি হয়ে যাবে মজাদার এই বাঁধাকপির পাকোড়া।


20220117_190705.jpg

এভাবেই আমি একে একে সব গুলোই ভেজে নিয়েছি। বাঁধাকপির পাকোড়া এভাবে তৈরি করে খেলে খেতে খুবই মজার হয়। আর এটা অবশ্যই গরম গরম খেতে হয় তাহলে খেতে আরও বেশি মজার হয়।


20220117_190653.jpg

এরপরে আমি এই বাঁধাকপির পাকোড়া গরম গরম টমেটো সসের সাথে পরিবেশন করেছি।

আজ এই পর্যন্তই ,সকলের সুস্থতা কামনা করে আজকের মত এখানেই শেষ করছি। আবারো কোন নতুন পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো।

ফটোগ্রাফার@kawsar
ডিভাইসস্যামসাং এ১০
লোকেশনঢাকা


image.png


ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে পোস্টটি পড়ার জন্য।
@kawsar

Sort:  
 2 years ago 

পাকোড়া যে আপনি নিজে বানিয়েছেন তা দেখেই বোঝা যাচ্ছে। মুচমুচে সুস্বাদু পাকোড়া গরম গরম খেতে আমার খুব ভালো লাগে। সহজভাবে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আশাকরি আপনার টা দেখেই আমিও বানিয়ে ফেলতে পারব। শুভেচ্ছা রইল

 2 years ago 

প্রথম তৈরি করেছি ভাই। তাই কালারটা এরকম।
ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

এই শীতের দিনে আপনার বাঁধাকপির পাকোড়া রেসিপি দেখেই তো খেতে ইচ্ছে করছে। খুবই লোভনীয় হয়েছে খাবারটি ।খুব চমৎকারভাবে দেখিয়েছেন। যা দেখে খুব সহজেই আপনার পাকোড়া বানানোর পদ্ধতি বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার জন্য ও শুভকামনা রইল

 2 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

বাঁধাকপির পাকোড়া রেসিপি আপনি অনেক সুন্দরভাবে করেছেন। আমার অনেক ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল


IMG_20220106_113311.png

 2 years ago 

ধন্যবাদ প্রিয় ভাই

 2 years ago 

বাধাকপির পকোড়া যদ শীতের সময়ে না খাওয়া হয় তাহলে কেমন যেন শীতের আমেজ মনে হয় না।কারণ বাধাকপি শীতকালীন সব্জির সহজলভ্য একটি। আর এই সবজি দিয়ে পকোড়া তৈরি করে খেতে বেশ মজা লাগে।

 2 years ago 

জি ভাই ঠিক বলেছেন

রঙের সাথে স্বাদের সমন্বয়টা ছিল খুবই চমৎকার। সুযোগ হলে আমিও ট্রাই করে দেখব।
অনেক ভাল ছিল।

 2 years ago 

জি ভাই ট্রাই করে দেখবেন।

স্বাগতম

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 59479.71
ETH 3174.48
USDT 1.00
SBD 2.44