কালী মায়ের দারুন একটি ছবি আপলোড করে দেখালেন। কালী ঠাকুরের সঙ্গে তো ব্রহ্মা-বিষ্ণু সকলে চলে এসেছেন দেখছি। আর তার সঙ্গে মেলাটি খুব সুন্দর। পুজোর মেলা আমরা সারা বছর মিস করি। এত সুন্দর ঠাকুর প্রতিমা এবং তার সঙ্গে প্যান্ডেল জায়গাটিকে একেবারে ভরিয়ে দিয়েছে। দারুন সুন্দর একটি পোষ্ট।